Instaforex Broker- বহুল আলচিত এবং বহুল পরিচিত একটি ব্রোকার হচ্ছে ইন্সটাফরেক্স। ফরেক্স মার্কেটে ইন্সটাফরেক্স এর নাম শুনেননি এরকম মানুষ খুব কমই আছে। বিভিন্ন ট্রেডারদের কাছে ইন্সটাফরেক্স এক এক রকমভাবে পরিচিত। আজকে আমরা ইন্সটাফরেক্স ব্রোকার সম্পর্কে আপনাদের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরবো যাতে করে আপনারা আরও ভালো করে এই ব্রোকার সম্পর্কে জানতে এবং বুঝতে পারবেন। সেই সাথে আপনার ইন্সটাফরেক্স সম্পর্কিত যদি কোনও ধরনের তথ্য জানার থাকে তাহলে আমরা সেটারও উত্তর দেয়ার চেষ্টা করবো।
ইন্সটাফরেক্স ব্রোকার সম্পর্কে আরও জানতে নিম্নোক্ত আর্টিকেল গুলো পড়ুন।
- ইন্সটাফরেক্স Swap Free একাউন্ট কিভাবে খুলবেন?
- ইন্সটাফরেক্স ব্রোকারের বিভিন্ন ডিপোজিট বোনাস অফার।
- ইন্সটাফরেক্স নো ডিপোজিট বোনাস অফার।
- ইন্সটাফরেক্স সারটিফাইড সাপোর্ট।
- ইন্সটাফরেক্স একাউন্ট ভেরিফিকেশন সিস্টেম।
- ইন্সটাফরেক্স ব্রোকার সম্পর্কিত ফোরাম।
Instaforex Broker সম্পর্কেঃ
ইন্সটাফরেক্স ব্রোকার ২০০৭ সাল থেকে ফরেক্স ব্রোকার বিসাবে সেবা প্রদান করে আসছে। এবং তাদের তথ্য অনুযায়ী এদের বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ৩০ লক্ষাধিক এর উপরে এবং প্রতিদিন প্রায় ১০০০ এর উপর নতুন গ্রাহক ইন্সটাফরেক্স ব্রোকারে একাউন্ট ওপেন করছেন। ফরেক্স ট্রেড যারা করছেন তাদের মধ্যে এমন কেউ নেই যিনি ইন্সটাফরেক্সে ট্রেড করেন নি।
ইন্সটাফরেক্স রাশিয়ান ব্রোকার এবং এটি প্রায় ৩৩ টি দেশের ভাষায় তাদের গ্রাহকদের সাপোর্ট প্রদান করে থাকে।
অন্যান্য ব্রোকারদের তুলনায় ইন্সটাফরেক্স তাদের গ্রাহকদের বেশ কিছু অতিরিক্ত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। যেমন, শর্ত ছাড়াই বেশী পরিমাণ লিভারেজ প্রদান, বিভিন্ন ধরনের ফরেক্স ডিপোজিট বোনাস প্রদান করে থাকে। এছারাও, ইন্সটাফরেক্স তাদের গ্রাহকদের জন্য বেশ কিছু ফরেক্স প্রতিযোগিতার আয়োজন করে থাকে যা ট্রেডারদের জন্য অনেক লাভজনক। ইন্সটাফরেক্সের বার্ষিক পুরস্কারের পরিমাণ 500,000 মার্কিন ডলার।
এছারাও, ইন্সটাফরেক্স ব্রোকারে ট্রেডিং টুলস অন্যান্য ব্রকারের তুলনায় অনেক বেশী। আপনি প্রায় সবকিছুতেই এই ব্রোকারের সাথে থেকে ট্রেড করতে পারবেন।
বিভিন্ন ধরনের সুবিধা সমূহ
সর্বোচ্চ লিভারেজ
ইন্সটাফরেক্স তাদের গ্রাহকদেরকে সর্বোচ্চ পরিমাণ লিভারেজ প্রদান করে থাকে এবং এটি আপনি খুব সহজেই আপনার নিজস্ব ক্যাবিনেট থেকে আপনার প্রয়োজনমত পরিবর্তন করতে পারবেন। অন্যান্য ব্রোকাররা, বাড়তি লিভারেজ নেয়ার ক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য করে থাকে যার ফলে আপনি চাইলেও সেখানে বাড়তি লিভারেজের সুবিধা নিতে পারবেন না।
ইন্সটাফরেক্স আপনাকে সর্বোচ্চ ১ঃ১০০০ পর্যন্ত লিভারেজ প্রদান করে থাকে। যদিও দক্ষ ট্রেডার না হলে বাড়তি লিভারেজ নেয়ার কোনও দরকার নেই। এতে ঝুঁকির পরিমাণ অনেক বেড়ে যায়।
এছারাও, যেসব ব্রোকার আপনাকে অতিরিক্ত লিভারেজের সুবিধা প্রদান করে থাকে তারা মার্কেটের বড় ধরনের নিউজ, ইভেন্ট এর সময় সেটিকে কমিয়ে নিয়ে আসে। আপনি যদি এটাতে অভ্যস্ত না থাকেন তাহলে এটি আপনার ট্রেডের জন্য সর্বনাশের কারন হতে পারে। কারন এই সময়গুলোতে অতিরিক্ত অর্থের জন্য আপনি স্টপ-আউট করে ফেলতে পারেন।
বিভিন্ন ধরনের বোনাস অফারঃ
Instaforex Broker তাদের নিতুন এবং বর্তমান সকল ধরনের গ্রাহকদের বিভিন্ন ধরনের বোনাস প্রদান করে থাকে। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনও ধরনের বোনাস অফার গ্রহন করতে পারেন।
এই বোনাসগুলো মুলত ট্রেডেবল. যার অর্থ হচ্ছে আপনি সরাসরি বোনাসের অর্থ উত্তোলন করতে পারবেন না কিন্তু আপনি যদি আলাদা আলাদা বোনাসের টার্গেট পূরণ করতে পারেন তাহলে আপনি বোনাসের অর্থ উত্তোলন করতে পারবেন।
যেমনঃ আপনি যদি $100 ডিপোজিট করে 30% ডিপোজিট বোনাস গ্রহন করেন তাহলে আপনার রিয়েল একাউন্টে সর্বমোট $130 যোগ হয়ে যাবে। ধরুন আপনি এখন $100 প্রফিট করলেন এবং সেই প্রফিটের অর্থ উত্তোলন করলেন। এখানে আপনার বোনাসের $30 কেটে নেয়া হবে না।
এছাড়াও, ইন্সটাফরেক্স আপনাকে বোনাসের অর্থ উত্তোলন করার জন্য প্রায় 90 Insta Lot (1 Standard Lot= 10 Insta Lot) এর টার্গেট দিবে। যদি আপনি আপনার একাউন্টে এই ট্রেড করতে পারেন তাহলে পুরো বোনাসের অর্থ আপনি তুলে ফেলতে পারবেন।
তাছাড়া, আপনি যদি আপনার একাউন্ট থেকে অল্প অল্প করে প্রফিট উত্তোলন করেন তাহলেও আপনার বোনাসের অর্থ কেটে নেয়া হবে না। এটাই হচ্ছে সবচেয়ে সুবিধার।
বিভিন্ন ধরনের বোনাস অফারের মধ্যে 30% এবং 55% বোনাস সবচেয়ে বেশী জনপ্রিয়। আপনাদের সুবিধার জন্য আমরা, বিভিন্ন ধরনের ইন্সটাফরেক্স বোনাসের তুলনা নিচে দেয়ার চেষ্টা করেছি।
সুবিধার নাম | ৩০% | ৫৫% | ১০০% | ২৫০% |
---|---|---|---|---|
মুনাফা উত্তোলন | প্রযোজ্য | প্রযোজ্য | প্রযোজ্য | প্রযোজ্য |
ভেরিফিকেশন | প্রয়োজন নেই | প্রয়োজন নেই | ২য় পর্যায় | ২য় পর্যায় |
সর্বোচ্চ বোনাসের পরিমাণ | Unlimited | Unlimited | Unlimited | One Time |
বোনাসের ধরন | প্রতিবার নতুন ডিপোজিটের জন্য | প্রতিবার নতুন ডিপোজিটের জন্য | শুধুমাত্র প্রথম ডিপোজিটের জন্য | শুধুমাত্র প্রথম ডিপোজিটের জন্য |
তুলনামূলক বোনাস | ইন্সটাফরেক্স ক্লাব বোনাস | নেই | নেই | নেই |
নতুন গ্রাহকদের জন্য | প্রযোজ্য | প্রযোজ্য | প্রযোজ্য | প্রযোজ্য |
বহু অ্যাকাউন্টধারীদের জন্য প্রযোজ্যতা | প্রযোজ্য | প্রযোজ্য | প্রযোজ্য নয় | কেউ যদি আগেই বোনাসের জন্য কোন অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে তাকে বোনাসের সমপরিমাণ অর্থের লট থাকতে হবে যা দিয়ে নতুনভাবে খোলা অ্যাকাউন্টের তহবিল পূরণ করা যায়। |
বোনাস উত্তোলনের লট | X*3 ইন্সটাফরেক্স লট, যেখানে X হল গৃহীত সমস্ত বোনাসের পরিমাণ | ইন্সটাফরেক্স লট, যেখানে X হল গৃহীত সমস্ত বোনাস | উত্তোলনের অযোগ্য | X*৩ ইন্সটাফরেক্স লট যেখানে X হল গৃহীত সমস্ত বোনাসের পরিমাণ |
সর্বোচ্চ লিভারেজ | ১:১০০০ | ১:২০০ | ১:২০০ | ১:২০০ |
প্যাম বিনিয়োগ | প্রযোজ্য | শুধুমাত্র ৫০% | সুযোগ নেই | সুযোগ নেই |
অপশন ট্রেডিং | সুযোগ নেই | সুযোগ নেই | সুযোগ নেই | সুযোগ নেই |
স্টপ আউট | ১০% | ১০০% | ১০০% | ১০০% |
নো ডিপোজিট বোনাসঃ
Instaforex Broker নতুন গ্রাহকদের একটি অতুলনীয় সুযোগ প্রদান করছে–“দ্যা নো ডিপোজিট বোনাস আপ টু $১০০”! যে সব ট্রেডার ইন্সটাফরেক্সে লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট খুলেছে তারা “নো ডিপোজিট বোনাস” গ্রহণ করতে পারবে। এই বোনাস পেতে, আপনার কোন প্রাথমিক আমানতের প্রয়োজন নেই। নিবন্ধনের সময় একটা নিদিষ্ট পরিমাণ আমানত গ্রহণ করে, আপনি লেনদেন শুরু করতে পারেন।
ইন্সটাফরেক্সের গ্রাহকেরা শুধুমাত্র একবার “নো ডিপোজিট বোনাস” গ্রহণ করতে পারে। অধিকন্তু, ব্রোকারেরা সহজ শর্তে “নো ডিপোজিট বোনাস” প্রদান করে। গ্রাহকেরা সফলভাবে লেনদেন করে এই বোনাস তহবিল উত্তোলন করতে পারে। এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য ইন্সটাফরেক্স-নো ডিপোজিট বোনাস আপ টু $১০০ এই আর্টিকেলটি পড়ুন।
অর্থ ডিপোজিট এবং উত্তোলনঃ
Instaforex Broker, তাদের গ্রাহকদের বিভিন্ন ভাবে অর্থ ডিপোজিট করার সুযোগ প্রদান করে থাকে। আমাদের বাংলাদেশীদের জন্য সবচেয়ে কার্যকরী ডিপোজিট এবং উত্তোলন এর মাধ্যম হচ্ছে Neteller এবং Skrill।
নিচের এই দুটি আর্টিকেল আপনাকে ফরেক্স মার্কেটে ডিপোজিট এবং উত্তোলন করতে সাহায্য করবে-
তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যার মাধমে অর্থ ডিপোজিট করবেন আপনাকে ঠিক সেই মাধ্যম ব্যাবহার করেই অর্থ উত্তোলন করতে হবে। যদি আপনি, 50% Neteller এবং 50% Skrill এর মাধমে অর্থ ডিপোজিট করেন তাহলে আপনাকে উত্তলনের সময়ও 50% Neteller এবং 50% Skrill এর মাধমে করতে হবে।
এছাড়াও, ইন্সটাফরেক্সে আপনাকে Instawallet নামে একটি সার্ভিস প্রদান করে যার মাধ্যমে আপনি অন্য ইন্সটাফরেক্সে একাউন্টে অর্থ বিনিময় করতে পারেন।
তার সাথে, অর্থ উত্তোলন এবং ডিপোজিট করার সুবিধার জন্য Instaforex Broker তাদের নিজস্ব Master Card প্রদান করে থাকে। আপনি চাইলে এই কার্ডটি গ্রহন করতে পারেন। এটি যেকোনো ATM থেকে টাকা হিসাবে আপনার উত্তোলন করতে পারবেন অথবা POS এ ব্যবহার করতে পারবেন। তবে, কার্ডের জন্য কিছু আলাদা চার্জ আছে। আমারা আপনাকে অনুরোধ করবো কার্ড ব্যাবহার করার আগে অবশ্যই এর সার্ভিস চার্জ সম্পর্কে ভালো করে জেনে নিবেন।
গ্রাহক সহায়তাঃ
Instaforex Broker প্রায় ৩৩টি দেশের ভাষায় তাদের গ্রাহক সেবা প্রদান করে থাকে। আপনি আপনার যেকোনো সমস্যার জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরা Viber, WhatsApp, Email, Hangouts, Skype এবং Phone এর মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকেন। সেই সাথে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি তাদেরকে আপনাকে ফোন করার জন্য বলতে পারেন। সেই সাথে তাদের লাইভ চ্যাট রেয়েছে যেখানে আপনার যে কোনও সমস্যা নিয়ে আপনি তাদের সাথে কথা বলতে পারেন।
ইন্সটাফরেক্স সম্পর্কে আমাদের নিজস্ব মতামতঃ
প্রথমেই বলেছিলাম, “বহুল আলচিত এবং বহুল পরিচিত একটি ব্রোকার হচ্ছে Instaforex“। বুঝতেই পারছেন ফরেক্স মার্কেটে এর অনেক সুনামও যে রকমের আছে, তেমনি দুর্নামও রয়েছে বেশ কিছু। আমারা ইন্সটাফরেক্সে এ ট্রেড করছি প্রায় ৪ বছর। আজকে আমারা ইন্সটাফরেক্স সম্পর্কে কিছু বাস্তব সত্য কথা আপনাদের কাছে তুলে ধরবো।
- ইন্সটাফরেক্স মার্কেট মেইক করে, প্রায়ই শোনা যায় যে ইন্সটাফরেক্স মার্কেট মেইক করে থাকে। এর জন্য অনেকেই এই ব্রোকার প্রছন্দ করেন না। এই প্রশ্নটির উত্তর একটু অন্যরকম করে দিচ্ছি। বেশীরভাগ ট্রেডারই জানেন না ফরেক্স ব্রোকার কয় ধরনের হয়ে থাকে এবং তারা কিভাবে প্রফিট করে থাকে। অনেকেই বলেন এই ব্রোকার মার্কেট মেইক করে না, এই ব্রোকার করে। আপনাদের এই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর পাবেন ফরেক্স ব্রোকার পরিচিতি এই আর্টিকেলটি পড়লে।
- ইন্সটাফরেক্স ৫ দশমিক এর একাউন্ট কেন প্রদান করে না? কথাটি সত্য নয়। একটু খেয়াল করলে দেখবেন আপনি যখন ইন্সটাফরেক্সে রিয়েল একাউন্ট খুলবেন সেখানে একটি অপশন থাকে 5 Decimal নামে। আপনি যদি ৫ দশমিক এর সুবিধা নিতে চান তাহলে রিয়েল একাউন্ট ওপেন করার সময় ওইখানে ক্লিক করে নিবেন। তাহলেই আপনার রিয়েল একাউন্ট ৫ দশমিক এর প্রাইস দেখতে পাবেন।
- ইন্সটাফরেক্স অর্থ উত্তোলনের সময় অনেক ঝামেলা করে থাকে, এটার কোনও ভালো উত্তর আমরা দিতে পারবো না কারন এখন পর্যন্ত আমরা এ ধরনের কোনও সমস্যার সম্মুখীন হই নি। যদি আপনাদের মধ্যে কেউ এ ধরনের কোনও সমস্যায় পড়ে থাকেন তাহলে আমাদের সাথে শেয়ার করুন। আমার চেষ্টা করবো এর উত্তর দেয়ার জন্য।
- ইন্সটাফরেক্সে বেশী প্রফিট করলে টাকা তুলতে দেয় না, এটারও কোনও ভালো উত্তর দিতে পারবো না কারন আমরা এ ধরনের কোনও সমস্যার সম্মুখীন হই নি। তবে একটা সমস্যায় প্রায়ই সবাই পড়ে থাকনে। স্কাল্পিং নিয়ে। ইন্সটাফরেক্সের, “client agreement 3.14.6 অনুযায়ী- যদি গ্রাহকের ট্রেডিং পদ্ধতির মধ্যে লক পজিশন খোলা এবং বন্ধ করা/ খোলার মধ্যে সময় ব্যবধান ৫ মিনিটের কম হয়, তাহলে গ্রাহক ট্রেডিং অ্যাকাউন্টের সাপ্লিমেন্টারি এক্সপার্ট যাচাইকরণ গ্রহণ করতে রাজি থাকবে। সাপ্লিমেন্টারি যাচাইকরণের ক্ষেত্রে, কোম্পানি গ্রাহকের উক্ত অর্ডারগুলোর নির্ধারিত পরিমাণ সংশোধন করতে পারবে।” যার অর্থ হচ্ছে আপনি কোনও ট্রেড ৫ মিনিটের আগে ক্লোজ করতে পারবেন না। আপনাকে অনুরোধ করবো, আপনি কোনও ব্রোকারে একাউন্ট খুলার আগে তাদের Client Agreement ভালো করে পড়ে নিবেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।