Instaforex Certified Support

0
313
Instaforex Certified Support

Instaforex Certified Support

Instaforex Certified Support- অত্যন্ত আনন্দের সাথে আপনাদের অবগত করছি, গত ১০ আগস্ট, ২০১৭ থেকে ফরেক্স বাংলাদেশ, Instaforex Certified Support এবং পার্টনার হিসাবে কাজ করার জন্য ইন্সটাফরেক্স ব্রোকার এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তি আগামী ১০ আগস্ট, ২০১৮ পর্যন্ত স্থায়ী থাকবে।

এই চুক্তির আওতায় আমরা, Instaforex এর হয়ে আপনার একাউন্ট সংক্রান্ত যে কোন সেবা, অর্থ উত্তোলন এবং জমাদান, একাউন্ট ভেরিফিকেশন, লোকাল গ্রাহক সেবা প্রদান করতে পারবো। এছারাও, ফরেক্স বাংলাদেশ এখন থেকে Instaforex Group এর যাবতীয় সব সেবা সম্পর্কে প্রচার, অনালাইন ফরেক্স ট্রেনিং/ সেমিনার, এছারাও বিভিন্ন ধরনের বোনাস সম্পর্কে ক্লায়েন্ট সহযোগিতা করতে পারবে। ফরেক্স বাংলাদেশ, বাংলাদেশে ফরেক্স ট্রেড শিখা এবং কিভাবে একজন ভাল ট্রেডার হওয়া যায় এই নিয়ে কাজ করছে গত বেশ কিছুদিন ধরে। যারা ফরেক্স মার্কেটে ট্রেড করতে আগ্রহী কিংবা শিখতে চাচ্ছেন তাদের জন্য ফরেক্স বাংলাদেশ বিভিন্ন ধরনের সেমিনার, ট্রেনিং, অনলাইন ভিডিও ট্রেনিং এর আয়োজন করে থাকে এছারাও আমদের রয়েছে লাইভ সাপোর্ট এবং সাপোর্ট হটলাইন।

Instaforex Certified Support
Instaforex Certified Support

ফরেক্স ট্রেড করার এবং শিখার জন্য যাবতীয় সবকিছু পাবেন আমাদের ওয়েবসাইটে। আপনার বোঝার সুবিধার জন্য এই সবকিছুই আমরা রেখেছি বাংলাতে। আশা করি আপনার এই আর্টিকেলগুলো বুঝতে অনেক সুবিধা হবে। এছাড়া, যারা নতুন করে ফরেক্স ট্রেড শিখতে চান তাদের সুবিধার কথা মাথায় রেখে আমরা কিছুদিন আগে আমাদের একটি ফরেক্স গাইড প্রকাশ করেছি। আপনি বিনামূল্যে এই গাইড ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ফরেক্স ট্রেড সম্পর্কিত সকল তথ্য Step by Step দেয়া আছে যা আপনার ফরেক্স মার্কেট এবং ফরেক্স ট্রেড শিখার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে জানতে আরও বেশী সহায়ক হবে বলে আমরা আশা করি। আপনাকে একজন দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তোলার আমাদের এই প্রয়াস আশা করি আপনার ভালো লাগবে।

ফ্রি ‘Forex Beginner Guide‘ ডাউনলোড করে নিন এখনই।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

পূর্বের আর্টিকেলSuperForex Broker পরিচিতি
পরবর্তী আর্টিকেলInstaforex Deposit Bonus
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here