Instaforex Coupon Bonus

0
1138
Instaforex Coupon Bonus
Instaforex Coupon Bonus

Instaforex Coupon Bonus

ফরেক্স ট্রেডকে আর সহজ এবং আকর্ষণীয় করার জন্য ফরেক্স বাংলাদেশ এবং ইন্সটাফরেক্স তাদের সকল ক্লায়েন্টদেরকে $10 পর্যন্ত ফ্রি Coupon Bonus প্রদান করছে। এর আওতায় ফরেক্স বাংলাদেশের যেকোনো ক্লায়েন্ট এই বোনাস এমাউন্ট গ্রহন করতে পারবেন। এর জন্য আপনাকে কোনও ধরনের অর্থ প্রদান করতে হবে না। আপনি এই বোনাস ব্যাবহার করে রিয়েল ট্রেড করতে পারবেন এবং শর্ত সাপেক্ষে এই বোনাসের অর্থ উত্তোলনও করতে পারবেন।

Instaforex Coupon Bonus কি?

কুপন বোনাস হচ্ছে এক ধরনের কোড যা আপনি আপনার একাউন্টে ব্যালেন্স রিচার্জ করে নিতে পারবেন অনেকটা ফোন রিচার্জ করার মতন। এই বোনাস কোড আপনি আমাদের থেকে নিতে পারবেন এবং যে কোনও সময় এই কোড ব্যাবহার করে আপনার ব্যালেন্স রিচার্জ করে নিতে পারবেন। এর জন্য আপনাকে কোনও ধরনের অর্থ খরচ করার প্রয়োজন পরবে না। যে কেউ এই অফারটি গ্রহন করতে পারবেন।

Instaforex Coupon Bonus কিভাবে গ্রহন করবেন?

এই বোনাস গ্রহন করার জন্য আপনাকে প্রথমে Instaforex Broker এর সাথে একটি রিয়েল একাউন্ট ওপেন করতে হবে এবং এটি ভেরিফাই করিয়ে নিবেন। একাউন্ট ওপেন করার জন্য আপনি নিচের ফর্মটি পুরন করুন তাহলেই আপনার একাউন্ট খুলে যাবে।

একাউন্ট ওপেন করার পর আপনাকে সঠিকভাবে এই একাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। সবকিছু শেষ হওয়ার পর আপনি Instaforex Coupon Bonus এর জন্য আমাদের কাছে একটি ইমেইল [email protected] করবেন।

আমরা আপনার আবেদনটি চেক করে দেখবো নিশ্চিতকরার পর আপনাকে ইমেইলে একটি Coupon Bonus কোড পাঠাবো। সেখানে একটি লিংক দেয়া থাকবে যেখানে আপনাকে লগইন করে Coupon Bonus এমাউন্ট রিচার্জ করে নিতে হবে। অথবা আপনাদের সুবিধার্থে আমরা লিংকটি এখানে দিয়ে দিয়েছি। বোনাস কোড রিচার্জ করুন।

Instaforex Coupon Bonus এর শর্তঃ
  • এই বোনাস সম্পূর্ণভাবে ফরেক্স বাংলাদেশের সকল গ্রাহকগনদের জন্য প্রযোজ্য।

    আপনি এই বোনাস অন্য কোনও ব্রোকারে ব্যাবহার করতে পারবেন না।

  • কুপন বোনাস ব্যাবহার করার জন্য আপনাকে অবশ্যই আমাদের থেকে একাউন্ট ওপেন করে নিতে হবে। একাউন্ট ওপেন করার জন্য উপরের ফর্ম পূরণ করে নিন।
  • আপনি এই বোনাস কোড অন্য কোনও একাউন্ট ব্যাবহারকারীকে প্রদান করতে পারবেন না। এই বোনাস কোড শুধুমাত্র আপনার একাউন্টের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হবে। সুতরাং এই বোনাস কোড হস্তান্তরযোগ্য নয়।
  • আপনি একাধিকবার এই কোড ব্যাবহার করতে পারবেন না। আপনি একবারই এই Instaforex Coupon Bonus একাউন্টে রিচার্জ করে নিতে পারবেন।
  • বোনাস পাওয়ার জন্য এই ইমেইলে আপনাকে একটি আবেদন করতে হবে, [email protected]

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

পূর্বের আর্টিকেলএই সপ্তাহের ফরেক্স নিউজ পর্যালোচনাঃ August 14 – 18
পরবর্তী আর্টিকেলSuperForex Support
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here