Instaforex Islamic Account
জনপ্রিয় এই ব্রোকার আপনাকে Islamic Account খোলার সুবিধা প্রদান করে থাকে। যার মাধ্যমে আপনি আপনার একাউন্টকে “Swap Free” করে নিতে পারবেন অর্থাৎ স্প্রেড ছাড়া আপনাকে ব্রোকার আর অন্য কোনও ধরনের চার্জ করবে না।
Swap এর বাংলাতে অর্থ হচ্ছে সুদ। যার অর্থ হচ্ছে, আপনি যা ট্রেড করবেন সেই ট্রেডকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখতে হলে আপনাকে প্রতিদিন কিছু অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে। আপনার MT4 টার্মিনালে Swap নামে একটি ঘর দেখতে পারবেন যেখানে ওই ট্রেডের swap এর চার্জ যোগ হতে থাকবে। এই জন্য অনেকেই একন Swap Free Account/ Instaforex Islamic Account ওপেন করে ট্রেড করে থাকেন। এ ধরনের একাউন্টে কোনও ট্রেডারকে কোনও অতিরিক্ত অর্থ চার্জ করা হয় না। আমাদের জন্য এ ধরনের একাউন্ট হচ্ছে আদর্শ।
Instaforex Islamic Account কিভাবে খুলবেন?
- প্রথমে আপনাকে একটি Swap Free Account খুলে নিতে হবে। একাউন্ট ওপেন করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। Instaforex Website
- এর পর আপনার ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করুন।
- এবার, Account Settings >> Personal Information ক্লিক করুন। এখানে লক্ষ্য করুন, Change Swap নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করুন।
- ক্লিক করার পর একটি Check box আসবে সেখানে ক্লিক করুন এবং Save বাটনে ক্লিক করুন।
- মনে রাখবেন, বিদ্যমান কোনও ট্রেডিং একাউন্টে Swap Free করতে হলে আপনার একাউন্টে কোনও ধরনের ট্রেড রাখা যাবে না। অর্থাৎ, যদি আপনার ট্রেডিং একাউন্টে কোনও ট্রেড থাকে তাহলে সেটা ক্লোজ না করা পর্যন্ত আপনি একাউন্টকে Swap Free করতে পারবেন না। Instaforex Islamic Account এ আপনাকে স্প্রেড ছাড়া আর কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। কোনও প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।