IQ Option ব্রোকার হিসাবে কেমন? রিভিউ পর্ব

2
1331
IQ Option Review
IQ Option Review

বাইনারি ট্রেডিং করতে হলে অবশ্যই যেকোনো একটি ব্রোকার এর সাথে আমাদের একাউন্ট খুলে নিতে হয়। বিষয়টি আমরা সবাই জানি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে,বাইনারি ট্রেডিং এর জন্য আমরা কোন ব্রোকারে ট্রেড করবো? পুরাতন ট্রেডার বিষয়টি জানলেও যারা নতুন করে ট্রেড শুরু করেন তাদের পক্ষে একটি ভালো ব্রোকার খুঁজে নেয় এক কথায় অসম্ভব। যেহেতু আমরা বাইনারি ট্রেডিং বিষয়ে আমাদের সহায়তা করে আসছি সুতরাং, আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের সামনে এই ব্রোকার সম্পর্কে বিভিন্ন তথ্য সঠিকভাবে উপস্থাপন করা। এই জন্য আমরা বিভিন্ন ব্রোকার সম্পর্কে আমাদের বাস্তবিক কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আজকের আর্টিকেলে আমরা IQ Option Review নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।

প্রথমেই বলে রাখি, এটি একটি বাইনারি ট্রেডিং ব্রোকার সুতরাং অন্যান্য ফরেক্স ব্রোকার এর সাথে এই ব্রোকারের তেমন পার্থক্য বের করা যাবে না। বাইনারি সংক্রান্ত বিস্তারিত জানতে আমাদের বাইনারি ট্রেডিং অংশে দেখুন।

  1. এক্সিকিউশন টাইম
  2. ডিপোজিট টাইম
  3. উত্তোলন টাইম
  4. ব্রোকার সাপোর্ট সিস্টেম

চলুন তাহলে বিস্তারিত জেনে নেয়া যাক-

এক্সিকিউশন টাইম

IQ Option Broker এর ট্রেডিং এক্সিকিউশন সময় একটু বেশী লাগে। এই এক্সিকিউশন হচ্ছে, যখন আমরা নতুন কোনও এন্ট্রি নিবো সেটি কতক্ষণের মধ্যে সম্পন্ন হবে। আমাদের প্রাপ্ত অভিজ্ঞতা অনুসারে, এই এক্সিকিউশন টাইম বেশী লাগার প্রধান কারন হচ্ছে ইন্টারনেট কানেকশন এর স্পীড। এই ব্রোকারের ট্রেডিং টার্মিনালে ট্রেড করতে আপনার অবশ্যই ভালো মানের ইন্টারনেট কানেকশন থাকা আবশ্যিক। না হলে দেখা যায় বেশীরভাগ সময়ই ট্রেডিং করতে সমস্যার সম্মুখীন হতে হবে।

ডিপোজিট টাইম

ব্রোকারে, টাকা ডিপোজিট করতে কোনও সময় লাগে না। আমরা প্রধানত দুইটি মাধ্যমে IQ Option Broker ফান্ড ডিপোজিট করেছি যার একটি হল Neteller এবং অন্যটি Skrill । সেখানে তাৎক্ষণিক ব্যালেন্স জমা হয়ে গিয়েছে। কোনও সময় নেই নি। এছারাও এই ব্রোকার স্বয়ংক্রিয়ভাবে টাকা ডিপোজিট করার সুবিধা প্রদান করে থাকে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, আপনি ট্রেড করার জন্য যেই পেমেন্ট এর মাধ্যম ব্যবহার করবেন আপনাকে সেই মাধ্যমেই টাকা উত্তোলন করতে হবে।


উত্তোলন টাইম

টাকা উত্তোলন করার ক্ষেত্রেও এই ব্রোকার, একটু বেশী সময় নেয়। অর্থাৎ, টাকা ডিপোজিট করার মতন আপনি স্বয়ংক্রিয়ভাবে সেকেন্ড এর মধ্যে ফান্ড উত্তোলন করতে পাবেন না। অর্থ উত্তোলন করার জন্য প্রায় ৩ দিন পর্যন্ত সময় লাগতে পারে। তবে চিন্তার কিছুই নেই, ব্রোকার ৭২ ঘণ্টার মধ্যেই ফান্ড প্রদান করে দিবে।

ব্রোকার সাপোর্ট সিস্টেম

গ্রাহক সহায়তার দিক দিয়ে IQ Option ভালো। এই ব্রোকার প্রায় ৭টি ভাষায় তাদের গ্রাহকদেরকে সহায়তা প্রদান করে থাকে তবে দুঃখের বিষয় হচ্ছে বাংলাতে এই ব্রোকার এর কোনও ধরনের সাপোর্ট প্রদানের সহায়তা নেই। তবে আপনি প্রায় সাথে সাথেই এদের সহায়তা পাবেন।

এছারাও, এদের রয়েছে লাইভ চ্যাট এর সুবিধা যেখানে আপনি সপ্তাহের ৭দিন ২৪ ঘন্টা তাৎক্ষণিক সহায়তা পেয়ে থাকবেন। আপনার সুবিধার জন্য, এর ইমেইল এর মাধ্যমেও গ্রাহক সহায়তা প্রদান করে থাকে। এছারাও, আপনার সিস্টেমে (পিসি,ল্যাপটপ) ট্রেড করতে কোনও ধরনের সমস্যা হয় তাহলে এদের রয়েছে এক্সপার্ট টীম যারা আপনাকে সর্বাত্মক সহায়তা করার চেষ্টা করবে।

বিভিন্ন বোনাস এবং আনুসাংগিক

IQ Option Broker, তাদের গ্রাহককে সুবিধা অনুযায়ী বোনাস প্রদান করে না। অর্থাৎ, অন্যান্য বাইনারি ব্রোকার এর মতন এই ব্রোকার তেমন কোনও ডিপোজিট কিংবা নো ডিপোজিট বোনাস প্রদান করে না।

কিন্তু বলে রাখা ভালো, বিভিন্ন উৎসবের সময় এই ব্রোকার কিছু নির্দিষ্ট ডিপোজিট এর উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট সময়ের জন্য গ্রাহকদের বোনাস প্রদান করে থাকে। এই সুযোগ সবসময় থাকে না এবং এই বোনাস এমাউন্ট এক এক ট্রেডিং একাউন্ট এর জন্য এক এক রকমের হয়ে থাকে।

বিস্তারিত জানার জন্য ভিজিট করুন www.iqoption.com

ট্রেডিং এপ্লিকেশন

IQ Option ব্রোকার এর ট্রেডিং টার্মিনাল/এপ্লিকেশন এর ব্যবহার অনেক সহজ এবং খুবই ভালো। আপনি সহজেই এই টার্মিনাল ব্যবহার করে ট্রেড করতে পারবেন এবং একই টার্মিনাল এর মাধ্যমে টাকা ডিপোজিট, উত্তোলন, ক্যালেন্ডার সাপোর্ট কিংবা লাইভ চ্যাটও করতে পারবেন।

তবে একটি বিষয় বলে রাখা ভালো, এই ব্রোকারের টার্মিনাল ব্যবহার করতে হলে আপনার অবশ্যই একটি ভালো মানের ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন পরবে।


লক্ষ্য করুন!

একজন ট্রেডার হিসাবে, আপনি যেকোনো ব্রোকার এর থেকেই ট্রেড করতে পারেন। তবে যেহেতু আপনি নতুন হিসাবে ফরেক্স ট্রেড শুরু করবেন সেক্ষেত্রে নিজ থেকে ব্রোকার নির্বাচন করাটা একটু কষ্টকর হয়। আমরা এখানে, IQ Option ব্রোকার সম্পর্কিত যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি সেটা শতভাগ সঠিক এবং নিজেদের ট্রেডিং থেকে প্রাপ্ত অভিজ্ঞতা থেকেই তুলে ধরা হয়েছে। আমরা এখানে, কোনও ব্রোকারে ট্রেড করার জন্য আপনাকে উৎসাহিত করছি না। শুধুমাত্র, ওই ব্রোকার সম্পর্কিত সত্যটুকুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আমাদের এই রিভিউ সম্পর্কে, আপনার কোনও ধরনের মতামত, পরামর্শ, অভিযোগ কিংবা মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

রিভিউ স্কোর
এক্সিকিউশন টাইম
ডিপোজিট টাইম
উত্তোলন টাইম
ব্রোকার সাপোর্ট সিস্টেম
পূর্বের আর্টিকেলব্রেকআউট ট্রেন্ড এর শক্তি কিভাবে পরিমাপ করবেন?
পরবর্তী আর্টিকেলক্রস কারেন্সি পেয়ার কি?
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।
iq-option-reviewযারা বাইনারি মার্কেটে বিনিয়োগ করতে চান তাদের জন্য <strong>IQ Option ব্রোকার</strong> এক কথায় আদর্শ। ট্রেড করার জন্য যাদের প্রাথমিক বিনিয়োগ এর পরিমাণ কম থাকে তাদের জন্য এই ব্রোকার খুবই ভালো। আপনি সর্বনিম্ন <strong>$10 বিনিয়োগ</strong> করতে পারবেন। ভালো সাপোর্ট এবং বিভিন্ন ধরনের ট্রেডিং সুবিধা প্রদানের কারনে এই ব্রোকার এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ব্রোকারের গ্রাহক সংখ্যা প্রায় ৪০ লক্ষ।  অফিসিয়াল ওয়েবসাইট <strong><a href="http://affiliate.iqoption.com/redir/?aff=63428" target="_blank" rel="noopener">www.iqoption.com</a></strong> ।

2 কমেন্ট

    • প্রশ্নের জন্য ধন্যবাদ। এটি বাইনারি ট্রেডিং করার একটি ব্রোকার। এখানে ট্রেড করে আপনি উপার্জন করতে পারবেন তবে যদি প্রফিট করতে পারেন। কিংবা ট্রেডিং করতে হয় এবং ট্রেডিং এর বিস্তারিত তথ্যাদি প্রথমে আপনাকে জানতে এবং শিখতে হবে। এর জন্য আমাদের রয়েছে অনলাইন ভিত্তিক ট্রেনিং পোর্টাল। বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে – https://fxbd.co/training

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here