কপি ট্রেডিং কি? | Copy Trading

4
1222
কপি ট্রেডিং
সর্বশেষ আপডেট: July 10, 2023
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 5 মিনিট

কপি ট্রেডিং হচ্ছে মুলত এমন একটি ট্রেডিং সিস্টেম যেখানে ব্যবহারকারীকে নিজ থেকে ট্রেড করতে হয়না। মুলত যারা ট্রেড করতে না পারেন কিংবা অনেকদিন ধরে ট্রেড করছেন কিন্তু ভালো প্রফিট করতে পারছেন না, তাহলে আপনি চাইলে ভালো একজন ট্রেডারকে কপি করতে পারেন। এতে করে সেই ট্রেডারের গৃহীত এন্ট্রিগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেডিং প্রোফাইলে যুক্ত হতে থাকবে। নিজ থেকে আপনার, ট্রেড করার কোনও প্রয়োজন নেই।

আজকের আর্টিকেলে আমরা কপি ট্রেডিং এর কিছু বিষয় অর্থাৎ, ভালো এবং মন্দ দিক নিয়ে আলোচনা করবো।

কপি ট্রেডিং কি?

শুরুতেই বলেছি, কপি ট্রেডিং হচ্ছে এমন একটি সিস্টেম যেখানে আপনাকে নিজ থেকে ট্রেড করতে হবেনা। আপনি যেকোনো একজন ভালো ট্রেডারকে কপি করে রাখলে, সেই ট্রেডারের গৃহীত সকল ট্রেড – স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেডিং প্রোফাইলে যুক্ত হতে থাকে।

অর্থাৎ, ট্রেড যা এন্ট্রি পজিশন গ্রহন করবে, ইউজার হিসাবে আপনার প্রোফাইলে একই ট্রেড পজিশন ওপেন হতে থাকবে। সহজ কথা যদি বলি, ট্রেডার প্রফিট করলে আপনার প্রফিট হবে। একই রকম করে, ট্রেডার লস করলে আপনারও লস হবে।

অনেকেই আছেন, যারা অনেক সময়ও নিয়েও ভালো করে ট্রেড করতে পারেন না কিংবা নিজের জন্য ট্রেডিং কৌশল নির্ধারণ করে নিতে পারেন নি কিন্তু ফরেক্স ট্রেডিং চালিয়ে যেতে চান। তাদের জন্যই মুলত এই কপি ট্রেডিং এর সুবিধা। এই সুবিধা ব্যবহার করার মাধ্যমে, ক্লায়েন্টকে নিজ থেকে ট্রেড করতে হবেনা। তিনি চাইলে, ব্রোকারে বিদ্যমান অন্যান্য ট্রেডারদের ট্রেড কপি করার সুবিধা পাবেন।

এখন প্রশ্ন থাকতে পারে, তাহলে কিভাবে এটি কিভাবে কাজ করে? নিচের চিত্রের মাধ্যমে বিষয়টি সহজে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি।

চিত্রটি ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে যে ব্যাক্তিটি চেয়ারে বসে আছে তিনি হচ্ছেন, আপনি। অর্থাৎ যারা সোশ্যাল ট্রেডিং এর সুবিধা ব্যবহার করতে চায় এবং অন্যরা হচ্ছে, ট্রেডার – যারা নিজেরাই ট্রেড করেন এবং আপনি চাইলে এদের ট্রেড কপি করার সুবিধা পাবেন।

আপনাকে শুধুমাত্র যার ট্রেড কপি করতে চান, তার ট্রেডিং অ্যাকাউন্ট, তিনি কিভাবে ট্রেড করেন, কি কি পেয়ারে ট্রেড করেন, রিস্ক কি ধরনের গ্রহন করেন, প্রফিট রেশিও কি ধরনের হয়ে থাকে, কোন কোন কারেন্সি পেয়ারে ট্রেড করেন ইত্যাদি সকল বিষয়সমুহ জানতে এবং সে সম্পর্কে বিস্তারিত ধারনা গ্রহন করতে করে নিতে হবে।

যাচাই-বাছাই করে, যার ট্রেড আপনার পছন্দ হবে, সেই ট্রেড কপি করবেন এবং নিজের ট্রেডিং অ্যাকাউন্টে ফান্ড ডিপোজিট করে রেখে দিবেন। আর কিছুই আপনাকে নিজ থেকে করতে হবেনা। সয়ংক্রিয়ভাবে, আপনার অ্যাকাউন্টে ট্রেড হতে থাকবে এবং আপনি সেটি দেখতেও পাবেন।

কপি ট্রেডিং এর ব্রোকার

আশা করি, কিভাবে এই সোশ্যাল ট্রেডিং কাজ করে সেটি সম্পর্কে ধারনা প্রদান করতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে, সকল ফরেক্স ব্রোকারই কি এই সুবিধা প্রদান করে থাকে? উত্তর হচ্ছে, না। তবে বেশকিছু জনপ্রিয় ব্রোকার এই সুবিধা প্রদান করার মাধ্যমে ট্রেড করতে দেয়।

এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে, ETORO । ইসরাইলের রেগুলেটেড এই ব্রোকার, সোশ্যাল ট্রেডিং করে আসছে অনেক বছর ধরে এবং ফরেক্স ব্রোকার হিসাবে খুব সুনাম এর সাথে সার্ভিসও প্রদান করে আসছে। এছারাও, InstaforexFBS, OctaFX, HotForex সহ আরও বেশী কিছু ব্রোকার এই কপি ট্রেডিং সুবিধা প্রদান করে আসছে। আপনারা চাইলে এই ব্রোকার এর ওয়েবসাইট থেকে এই সংক্রান্ত তথ্যাদি খুঁজে নিতে পারেন।

বাংলাদেশীদের জন্য কোনটি ভালো?

আপনার ইচ্ছা এবং পছন্দ অনুসারে আপনি যেকোনো একটি ব্রোকার এর মাধ্যমে এই ট্রেডিং সুবিধা গ্রহন করতে পারেন। তবে আমাদের পছন্দ হচ্ছে Exness Broker । এই ব্রোকার বাংলাদেশীদের কাছে খুবই বেশী জনপ্রিয় এবং বেশ সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। যারা এখনও এই ব্রোকার সম্পর্কে জানেন না তারা চাইলে Exness Review আর্টিকেলটি পড়ে নিতে পারেন।

এই ব্রোকারের প্রদানকৃত কপি ট্রেডিং সেবাটির নাম হচ্ছে “সোশ্যাল ট্রেডিং”। কাজ করার সিস্টেম একই, শুধুমাত্র নামটি ভিন্ন।

এক্সনেস ব্রোকারের কপি ট্রেডিং করার কিছু সুবিধাও রয়েছে। ব্রোকার সবসময়ই বিনিয়োগকারী অর্থাৎ, সাবস্ক্রাইবের ব্যালেন্স ঝুঁকিমুক্ত রাখার জন্য স্বয়ংক্রিয় সিস্টেম ব্যবহার করে থাকে। এতে করে, আপনি যার ট্রেড কপি করবেন, সেই ট্রেডার যদি অতিমাত্রায় লসও করে ফেলে, আপনার সেই মোতাবেক লস হবার সম্ভাবনা নেই। এক্সনেস ব্রোকারের এই ট্রেডিং সিস্টেম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন “Exness Social Trading” আর্টিকেলটি থেকে।

কপি ট্রেডিং কেন করবেন?

কপি ট্রেডিং করার বেশকিছু কারন হতে পারে। এর মধ্যে সবথেকে বড় কারন হচ্ছে, নিজ থেকে ট্রেড করতে না পারা। এমন অনেকই আছেন, যারা ফরেক্স ট্রেডিং করতে আগ্রহী কিন্তু ট্রেডিং বুঝতে পারা কিংবা শিখা কিংবা সময় দিয়ে ট্রেড করার মতন সুযোগ নেই।

আপনি যদি এমন হয়ে থাকেন, তাহলে আপনি চাইলে ব্রোকারের ট্রেডারদের থেকে যেকোনো একটি কপি ট্রেডিং সেবা গ্রহন করতে পারেন। এতে করে, নিজ থেকে ট্রেড করতে হবেনা। ট্রেডার যে রকমের ট্রেড করবে, আপনার ট্রেডিং প্রোফাইলেও একই ধরনের এন্ট্রি যুক্ত হতে থাকবে।

এছাড়াও আরও বেশকিছু সুবিধা রয়েছে, যেগুলো নিচে প্রদান করছি।

অতিরিক্ত আয়ের মাধ্যম: কপি ট্রেডিং এর মাধ্যমে আপনি নিজের জন্য অতিরিক্ত একটি আয়ের উৎস হিসাবে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন, আপনি কোথাও চাকুরী করছেন কিংবা ব্যবসা করছেন। সেখান থেকে আপনার আয়ের উৎস হিসাবে কাজ করছে। আপনি চাচ্ছেন, এর বাইরেও কিছু আয় করার। এতে করে, আপনি চাইলে কপি ট্রেডিং সেবা ব্যবহার করার মাধ্যমে, একজন ভালো ট্রেডারের সাথে যুক্ত হতে পারেন। নিজ থেকে কিছুই করতে হবে। মাস শেষে প্রফিট হিসাবে অতিরিক্ত আয় করতে পারবেন।

ভালো মানের প্রফিট: অনেকেই আছেন, যারা নিজ থেকে দীর্ঘদিন ট্রেড করে আসছেন কিন্তু সমস্যা হচ্ছে বিভিন্ন কারনে প্রফিট করতে পারছেন না। কিংবা লস করেও ব্যালেন্স হারিয়ে ফেলেছেন। এই ধরনের ব্যাক্তির জন্য কপি ট্রেডিং আদর্শ। ভালো মানের ট্রেড কপি করতে পারলে, নিজের লস হবার সম্ভবনা যেমন কম থাকে, ঠিক একই রকমের করে প্রফিট করার রেশিও বৃদ্ধি পায়।

লসের রেশিও কমিয়ে আনা: নিজ থেকে যদি রিক্স এবং লসের পরিমাণকে কমিয়ে আনতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনার ট্রেডিং সঠিক হচ্ছেনা। এই কারনে, আপনি চাইলে অন্য কারও ট্রেড কপি করে এই লসের পরিমাণকে কমিয়ে আনতে পারেন।

বিনিয়োগের সহজীকরণ: আপনি চাইলে যেকোনো পরিমাণ ফান্ড ডিপোজিট করেই এই সুবিধা গ্রহন করতে পারেন। তবে ব্রোকার ভেধে, বিনিয়োগের পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে। তবে যদি আপনি এক্সনেস ব্রোকারের কপি ট্রেডিং সুবিধা ব্যবহার করতে চান, তাহলে সর্বনিম্ন ১০ ডলার পরিমাণ ফান্ড ডিপোজিট করেই শুরু করতে পারেন।

বিনিয়োগের নিয়ন্ত্রণ: আপনি চাইল নিজ ইচ্ছামতন যেকোনো ধরনের ফান্ড বিনিয়োগ করার মাধ্যমে এই কপি ট্রেডিং সেবাটি গ্রহন করতে পারেন। এই ট্রেডিং সিস্টেমে আপনি হচ্ছে একজন সাবস্ক্রাইবার কিংবা বিনিয়োগকারী যিনি নিজ ইচ্ছামতন যেকোনো সময়ই চাইলে ফান্ড ডিপোজিট কিংবা উত্তোলন করে নিতে পারবেন। এখানে ট্রেডার কিংবা ব্রোকার কিছুই করবে না। এছাড়াও, আপনি চাইলে একই সাথে একাধিক ট্রেডারকে কপি করতে পারবেন এবং যেকোনো সময়ই চাইলে বিদ্যমান কপি সাবস্ক্রিপশন বাতিলও করতে পারেন।

কপি ট্রেডিং কাদের জন্য?

কপি ট্রেডিং আপনার জন্য, যদি আপনি –

  • অনেকদিন ধরে ট্রেড করছেন, কিন্তু প্রফিট করতে পারছেন না কিংবা লসের কারনে অনেকবার ব্যালেন্স স্টপ-আউট করে ফেলেছেন।
  • ট্রেড বুঝেন না এবং ট্রেড শিখার মতন সময়ও আপনার কাছে নেই তবে আপনি ট্রেডিং করতে চান।
  • নিজ থেকে ট্রেডিং করার জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে না পারেন এবং অন্য কোনও কাজ কিংবা ব্যবসার সাথে যুক্ত থাকেন।
  • প্রধান আয়ের উৎসের পাশাপাশি, অতিরিক্ত একটি আয়ের মাধ্যম হিসাবে ট্রেডিংকে বেছে নিতে চান।
  • আপনার কাছে বিনিয়োগ করার মতন পর্যাপ্ত পরিমাণ ফান্ড রয়েছে তবে কোথায় বিনিয়োগ করবে এবং কিভাবে করবেন সেটি বুঝতে পারছেন না।
  • ব্যাংকে টাকা রেখে, সুদ গ্রহন করতে আগ্রহী নন।
  • শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তবে আরও অতিরিক্ত আয়ের উৎস হিসাবে ফরেক্স ট্রেডিং করার চিন্তা করছেন।

তাহলে কপি ট্রেডিং আপনার জন্য খুবই কার্যকরী একটি আয়ের মাধ্যম হিসাবে বিবেচিত হতে পারে। এখান থেকে একদিক থেকে নিজ ট্রেডে লস করার রেশিও যেমন কমে আসবে ঠিক একইভাবে এটি আপনার জন্য অতিরিক্ত একটি আয়ের উৎস হিসাবে কাজ করবে।

কপি ট্রেডিং এর রিস্ক

ফরেক্স ট্রেডিং কিন্তু কোনওভাবেই ঝুঁকি মুক্ত নয়। অর্থাৎ, আপনি নিজ থেকে ট্রেড করেন কিংবা অন্য কারও ট্রেড কপি করেন, দুই অবস্থায়ই আপনার লসের ঝুঁকি বিদ্যমান থাকবে। সুতরাং, এমন চিন্তা করার কোনও কারন নেই, কপি ট্রেডিং করলে শুধু প্রফিটই হবে!

বিষয়টি সহজ করে বুঝিয়ে দিচ্ছি।

ধরুন আপনি একজনের ট্রেড কপি করলেন। দেখলেন, সেই ট্রেডারের অতীতের সকল ট্রেডিং রেকর্ড খুবই ভালো। আপনি সেই হিসাবে কপি করলেন, কিন্তু কয়েকদিন যেতেই যার ট্রেড কপি করেছেন সে লস করে ফেলল। এতে করে, আপনিও কিন্তু লস করবেন।

অর্থাৎ, ট্রেডার যদি নিজে প্রফিট করতে পারে, তাহলে আপনিও প্রফিট করতে পারেন। একইভাবে, ট্রেডার লস করলে, আপনার লস হবে।

এই কারনে কপি ট্রেডিং মোটেও ঝুঁকিমুক্ত কোনও বিনিয়োগের মাধ্যম নয়। আপনি যদি মনে করে থাকেন, সবসময় প্রফিটই করবেন, তাহলে সেটি সম্পূর্ণরূপে ভুল ধারনা। কপি ট্রেডিং করলে প্রফিটও যেমন করতে পারবেন ঠিক একই রকমভাবে লসও আপনার হতে পারে।

আমাদের সাথে কপি ট্রেডিং

সম্প্রতি আমরা নিজেরাই, কপি ট্রেডিং এর একটি সেবা পরিক্ষামুলকভাবে শুরু করেছি। এতে করে ভবিষ্যতে আপনি চাইলে, আমাদের ট্রেড সরাসরি কপি করার সুবিধা পাবেন। অর্থাৎ, আমরা ট্রেড থেকে প্রফিট করলে, আপনারও প্রফিট হবে। ঠিক একই রকমভাবে আমরা লস করলে, আপনারও লস হবে।

সেবাটি এখনও আমরা সবার জন্য উন্মুক্ত করা হয়নি। তবে ইচ্ছা আছে, খুব শীঘ্রই এই সেবাটি যেকেউ চাইলে ব্যবহার করতে পারবে। তবে আমাদের এই সেবাটি গ্রহন করার জন্য কিছু বিশেষ দিক-নির্দেশনা রয়েছে।

  • সর্বনিম্ন ৫০০ ডলার পরিমাণ ফান্ড ডিপোজিট করার সক্ষমতা থাকতে হবে। এর থেকে কম ব্যালেন্স দিয়ে আমাদের ট্রেড কপি করতে পারবেন না।
  • সেবাটি শুধুমাত্র এক্সনেস ব্রোকারের সাথে এই মুহূর্তে প্রদান করা হচ্ছে। তাই আমাদের ট্রেড কপি করতে হলে, আপনারও এই ব্রোকারেই ট্রেড করতে হবে।
  • প্রফিটের ৩৫% শেয়ারিং এর ভিত্তিতে সেবাটি আপনি চাইলে কপি করতে পারবেন। অর্থাৎ, আমাদের ট্রেড কপি করে আপনি যদি ১ মাসে ১০০ ডলার প্রফিট করেন, তাহলে রেশিও হিসাবে ৩৫ ডলার, আমাদেরকে ব্রোকার প্রদান করবে।
  • প্রতিমাসে, আমাদের প্রফিট টার্গেট হচ্ছে ১০-১৫% এর কাছাকাছি। সেই হিসাবে ৫০০ ডলার ডিপোজিট করলে আপনি বছরের হিসাবে ৬০০-৭০০ ডলার প্রফিট অর্জন করতে পারবেন। তবে এটি পরিবর্তিত হতে পারে। আমাদের কপি ট্রেডিং প্রোফাইল দেখার জন্য এই লিংক ক্লিক করতে পারেন – https://fxbd.co/excopy (এখন পর্যন্ত আপডেট করা হয়নি)।

এছাড়াও, আপনার বিশেষ কোনও কিছু জানার থাকলে, আমাদের ইমেইল করেও জানাতে পারেন কিংবা নিচের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করবো সর্বাত্মক সহায়তা করার।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 2 14 of 16 found this article helpful.
Views: 1279

আরও জানুন

পূর্ববর্তী: কপি ট্রেডিং নীতিমালা

4 কমেন্ট

  1. ভাই কপি ট্রেডিং নিয়ে আমার কয়েকটা প্রশ্ন আছে,,
    ১. এখানে কি স্টপ lost, টেক প্রফিট, ব্যবহার করা হয় কিনা?
    ২. অন্য প্রকারের একাউন্ট থাকলে অন্য প্রকার থেকে কপি ট্রেডিং করা যাবে কিনা?
    ৩. কপি ট্রেডিং এর ফি কখন দিতে হবে?
    ৪. তাদের প্রোফিট গুলো কি মাসিক হয় নাকি সপ্তাহি হয় নাকি ডেইলি হয়??

    আশা করি আমার এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ

    • ১. নিজ থেকে TP এবং SL ব্যবহার করার কোনও প্রয়োজন নেই।
      ২. এটি নির্ভর করবে, ব্রোকারের উপর। ব্রোকারের কপি করার সিস্টেম এর উপর।
      ৩. কপি ট্রেডিং এর জন্য কোনও ফি নেই। এটি মুলত প্রফিট শেয়ারিং সিস্টেমে পরিচালিত হয়।
      ৪. কপি ট্রেডিং এর প্রফিট, মাসিক হিসাবে ক্যালকুলেট করা হয়ে থাকে।

      আরও বিস্তারিত জানতে পারবেন, অনুগ্রহ করে আমাদের কপি ট্রেডিং নীতিমালাটি পড়ে নিন – https://fxbd.co/copyterms

  2. আমাদের দেশে ফরেক্স ট্রেডিং এত সহজ সুন্দর করে সবাইকে জানানোর জন্য ধন্যবাদ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here