ফরেক্স ব্রোকার নির্বাচন করে মুলত আপনাকে রিয়েল ট্রেডিং করতে হবে। এর জন্য অবশ্যই আপনাকে ভাল মানের একটি ব্রোকার খুঁজে সেখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। মনে রাখবেন, আপনি যতই ভালো ট্রেডার হন না কেন, আপনার ব্রোকার যদি ভাল না হয় তাহলে প্রফিট উত্তোলন করা সহজ হবেনা। এছাড়াও, অনলাইন এর এই জগতে প্রচুর স্ক্যাম ব্রোকার পাওয়া যায় তাই ব্রোকার নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহন করতে হবে।
ভালো ফরেক্স ব্রোকার খুঁজে নেয়ার বেশকিছু মাধ্যম এবং কৌশল রয়েছে। এছাড়াও, ব্রোকার কিভাবে কাজ করে, কেন ট্রেডিং এর জন্য ব্রোকার প্রয়োজন, কিভাবে ব্রোকার উপার্জন করে এবং কিভাবে ব্রোকার প্রতারণা করতে পারে এই বিষয়গুলোর বিস্তারিত তথ্যাদি জানার জন্য অনুগ্রহ করে চাইলে “Broker 101” এই ট্রেনিং কোর্সটিতে অংশ নিতে পারেন।
উপরেল্লিখিত Forex Broker সমূহ আমাদের বাংলাদেশে খুব বেশী পরিমাণ জনপ্রিয় এবং সবগুলো ব্রোকারই কোন না কোন প্রতিষ্ঠানের থেকে রেগুলেটেড এগুলো হল- FSA (UK), NFA (USA), FSA (JP), FINMA (Switzerland), ASIC (Australia), DFSA (Denmark), AMF (France), CySEC (Cyprus), MFSA (Malta) or BAFIN (Germany) । ফরেক্স বাংলাদেশ, সবসময়ই আপনাদের জন্য সবচেয়ে ভালো এবং আদর্শ কিছু ব্রোকার এবং তাদের বিভিন্ন সার্ভিস সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে থাকে।
উপরোক্ত টেবিলে আমরা বিভিন্ন Forex Broker সারসংক্ষেপ দেখানোর চেষ্টা করেছি। টেবিলে উল্লেখিত কোনও ব্রোকার সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে ব্রোকারের ছবির উপর ক্লিক করুন কিংবা “রিপোর্ট” বাটনে ক্লিক করুন।