SCAM Forex Broker | স্ক্যাম ফরেক্স ব্রোকার লিস্ট

8
2380
সর্বশেষ আপডেট: August 26, 2023
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 2 মিনিট
আর্টিকেল এর বিষয়সমুহ

স্ক্যাম ফরেক্স ব্রোকার – অনলাইন ট্রেডিং এর জগতে ঠিক কি পরিমানের ব্রোকার রয়েছে সেটির সঠিক পরিসংখ্যান কারও কাছেই নেই। এদের মধ্যে কোনগুলো ভালো ব্রোকার কিংবা খারাপ ব্রোকার সেগুলোও আমাদের পক্ষে সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব নয়।

বিভিন্ন সময়ে আপনারা বেশকিছু ব্রোকার সম্পর্কে জানার জন্য আমাদের কাছে ইমেইল কিংবা প্রশ্ন করে থাকেন। সেই অনুরধ এর উপর ভিত্তি করে আমরা বেশকিছু ব্রোকারকে চিহ্নিত করেছি যারা মুলত বিভিন্ন সময়ে কোনও কোনভাবে স্ক্যামিং এর সাথে জড়িত। আমাদের অনুসন্ধান এর ভিত্তিতে এই ব্রোকারগুলো আমরা স্ক্যাম ফরেক্স ব্রোকার হিসাবে চিহ্নিত করেছি যেটির একটি তালিকা নিচে প্রদান করা হয়েছে। অনুগ্রহ করে দেখে নিন, আপনি যেই ব্রোকারে ট্রেড করতে চান সেই ব্রোকারের নাম, এই তালিকায় রয়েছে কিনা?

যদি স্ক্যাম ফরেক্স ব্রোকার তালিকার মধ্যে আপনার ব্রোকারগুলো থাকে, তাহলে অনুগ্রহ করে এখনই সেই ব্রোকারে ট্রেড করা থেকে বিরত থাকবেন এবং অন্যকেও ট্রেড করতে নিরুৎসাহিত করবেন।

লোগো ব্রোকারের নাম লাইসেন্স বাতিল রিপোর্ট
OT Capital OT CAPITAL ASIC Upcoming
EU Capital EU CAPITAL FCA Upcoming
Refco REFCO CySEC Upcoming
Multiply Market MULTIPLY MARKET IFSC Upcoming
Blue Trading BLUE TRADING IFSC Upcoming
GBCFX GBCFX SVG FSA Upcoming
FXCM FXCM CFTC Upcoming
toptrade Top Trade Upcoming
FX Premium FX Premium FCA, CySEC Upcoming
53Option 53Option Upcoming
WesternFX WesternFX FSA অনুসন্ধানী রিপোর্ট
BFP Markets BFP Markets Upcoming
Crown Forex Group Crown Forex Group CFSA Upcoming
CWM FX CWM FX CIF Upcoming
Cyber FX Cyber FX Upcoming
Forex Macro Forex Macro IFSC Upcoming
FXG Trade FXG Trade FCA Upcoming
FX Returns FX Returns Upcoming
Binany Binany Upcoming
MT4 Invest MT4 Invest CNMV Upcoming
Option Rally Option Rally Upcoming
Peregrine Financial Group Peregrine Financial
Group
Upcoming
Real Markets Live Real Markets Live IFSC Upcoming
IIT Finance IIT Finance Upcoming
BitForexUSA BitForexUSA Upcoming
Forex Panda Forex Panda Upcoming
Golden FX Invest Golden FX Invest Upcoming
binaryfxinvest Binary Fx Invest Upcoming
Pocket Option Upcoming
AI Trading Upcoming
Coldrate Upcoming
US Agreement Upcoming
QUOTEX Upcoming
Fresh Forex Upcoming
Super Forex Upcoming
Cabana Capitals Upcoming
MetaTrader C Upcoming
(কীবোর্ড থেকে ctrl+f বাটন একসাথে চেপে আপনার ব্রোকারের নামটি খুঁজে নিতে পারেন)
উপরের উল্লেখিত ব্রোকারসমুহ FXBangladesh.com এর তালিকাভুক্ত Scam Forex Broker হিসাবে পরিচিত এবং সকল ট্রেডারদের এই ব্রোকার থেকে যেকোনো ধরনের রিয়েল ট্রেডিং না করার অনুরধ থাকছে এবং যদি থেকে থাকে তাহলে যথাসম্ভব ফান্ড উত্তোলন করার পরামর্শ প্রদান করা হচ্ছে।

Scam Forex Broker লিস্টে বিদ্যমান সকল ব্রোকার, গ্রাহকদের সাথে বিভিন্ন ধরনের প্রতারণা, রেগুলেটরি কমিশন এর লাইসেন্স বাতিলসহ বেশকিছু কারনে অভিযুক্ত এবং এর সত্যতা যাচাই করার পর, এই লিস্টে সেগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি এই সংক্রান্ত কোনও ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাদের ইমেইল এর মাধ্যমে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের সর্বাত্মক সহায়তা করার। কিংবা আপনি যদি অন্য কোনও ব্রোকার সম্পর্কে রিভিউ জানতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের ইমেইল করে জানাতে পারেন। আমাদের এক্সপার্ট টীম ব্রোকার সম্পর্কে সকল খোঁজ খবর নিয়ে আপনাদের জানাবে। ইমেইল করুন – [email protected]

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 3 85 of 88 found this article helpful.
Views: 2472

আরও জানুন

পূর্ববর্তী: WesternFX (স্ক্যাম ব্রোকার) রিভিউ
পূর্বের আর্টিকেলWesternFX (স্ক্যাম ব্রোকার) রিভিউ
পরবর্তী আর্টিকেলকপি ট্রেডিং কি? | Copy Trading
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

8 কমেন্ট

    • বাইনারি কোনও ব্রোকারই ভাল নয়। এরা অসম্ভব লেভেলের মার্কেট মেইক করে যার কারনে এই ধরনের ট্রেডিং থেকে প্রফিট করা সম্ভব নয়। এছাড়াও, আন্তর্জাতিকভাবে বেশীরভাগ দেশেই, বাইনারি ট্রেডিং নিশিদ্ধ। পরামর্শ থাকবে এই ধরনের ট্রেড না করার। যদি কারেন্সি ট্রেডিং করতেই হয়, তাহলে ফরেক্স ট্রেডিং করতে পারেন। যেকোনো ভালো ব্রোকারে ফরেক্স ট্রেডিং শুরু করতে পারেন। ডেমো/প্র্যাকটিস ট্রেডিং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এই লিংক এর আর্টিকেলটি দেখে নিতে পারেন – https://fxbd.co/j4oha

  1. কোন কোন ব্রোকার গুলি ভালো একটু জানালে ভালো হতো।আর এক্সনেস এবং থিকমেইল কেমন একটু জানাবেন?

    • এছাড়াও, ভালো ব্রোকার সনাক্ত করার বেসিক কিছু বিষয় উপস্থাপন করা হল –

      ** ব্রোকার রেগুলেটেড হবে এবং রেগুলেশনের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রদর্শিত থাকবে।
      ** ফান্ড লেনদেন করার ক্ষেত্রে কোনও ঝামেলা করবে না।
      ** ​ব্রোকারে আর্থিক বিবরণী AUDIT এর মাধ্যমে ওয়েবসাইটে প্রকাশ করবে।
      ** ব্রোকার কখনই আপনাকে ফান্ড ডিপোজিট করার ব্যাপারে অনুরধ করবে না।
      ​** ব্রোকার কখনই আপনাকে প্রফিটের লোভ দেখাবে না।
      ** ব্রোকার ট্রেড শিখার কাজে আপনাকে সহায়তা করবে। যেমন মার্কেট এনালাইসিস, গাইডলাইন ইত্যাদি।
      ** ​Trust Pilot রিভিউ সাইটে ব্রোকারের ভালো রিভিউ এবং বেশী সংখ্যক রিভিউ দেখতে পাবেন ইত্যাদি।
      ** ব্রোকারের সোশ্যাল মিডিয়া পেইজ যেমন, ফেইসবুক, টুইটার, ইন্সটাগ্রাম এগুলো অফিসিয়ালি ভেরিফাইড হতে পারে।
      ​** নেটালার, স্ক্রিল এবং পেপাল এই ৩টি ওয়ালেটের যেকোনোটি বিদ্যমান থাকবে, লেনদেন করার জন্য।
      ** ব্রোকার সবসময়ই আপনাকে ট্রেডিং এর ব্যাপারে সতর্ক করবে। যেমন “Trading Is Risky” এধরনের।

      বিঃদ্রঃ উল্লেখিত এই বিষয়গুলো শুধুমাত্র ভালো ব্রোকার সনাক্ত করার বেসিক কিছু মাধ্যম। এই বৈশিষ্ট্যগুলো থাকার অর্থই, ব্রোকার ভালো হবে এমন চিন্তা করার কিছু নেই। আপনি চাইলে যে ব্রোকার সম্পর্কে জানতে চান, সেটির বিস্তারিত আমাদের [email protected] এই আইডিতে ইমেইলের মাধ্যমে জানাতে পারেন। আমরা ব্রোকারের বিষয়ে খোঁজ-খবর নিয়ে আপনাকে অবহিত করবো।

  2. https://www.fxbangladesh.com/ ব্রোকাররের বিষয়ে বিস্তারিত জানাবেন। তাদের কোন পেমেন্ট গেইট ওয়ে নাই। সরাসরি টাকা নেয় আবার মুখে বললেই বা একটা ফর্ম পূরন করলেই টাকা দিয়ে দেয়। হঠাৎ একাউন্ট শুণ্য হয়ে যায়, তারা চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, খুলনা সহ বিভিন্ন জেলায় অফিস করে বড় বড় লাভ দেখিয়ে বড় বড় ডিপোজিট নিচ্ছে। তারা নিজেরা ট্রেড করে প্রথমে অনেক বড় বড় লাভ দিচ্ছে, কিছুদিন পরে একাউন্ট শুণ্য.. ইত্যাদি, ইত্যাদি।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। আপনি ঠিক কোন ব্রোকারের কথা তুলে ধরেছেন সেটির বিস্তারিত খুলে বলুন। এতে করে আমাদের সহায়তা প্রদানে কিছুটা হলেও সুবিধা হবে। কিংবা চাইলে, [email protected] এই আইডিতে ইমেইল করেও জানাতে পারেন।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ব্রোকার সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে এরপর আপনাকে সরাসরি ইমেইলের মাধ্যমে রিপ্লাই প্রদান করা হবে।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here