Abandoned Baby

0
436
Abandoned Baby Candlestick Pattern
সর্বশেষ আপডেট: November 5, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 2 মিনিট

Abandoned Baby

Abandoned Baby হচ্ছে একটি বিপরীতমুখী কিংবা রিভার্সাল জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যা তিনটি ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত হয়ে থাকে। যার মধ্যে রয়েছে একটি Doji এবং এর সাথে অন্য দুইটি ক্যান্ডেল।মনে রাখতে হবে, Doji ক্যান্ডেল এর আগে এবং পরে গ্যাপ থাকবে। Doji Candle টির অবস্থান হবে ১ম এবং ৩য় ক্যান্ডেল এর গ্যাপ এর উপরে কিংবা নিচে।

প্রকারভেদ

Abandoned Baby দুই ধরনের হয়ে থাকে।

  1. Bullish Abandoned Baby
  2. Bearish Abandoned Baby

এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর উপস্থিতি খুবই বিরল কেননা একটি নির্দিষ্ট পজিশনে আসলে এই ধরনের প্যাটার্ন তৈরি হয়ে থাকে। তারপরও ভাগ্য ভালো করে এটি চার্টে দেখতেও পারেন তবে এর জন্য প্রথমে এই প্যাটার্ন চিনতে হবে। তাহলে চলুন এবার জেনে নেই কিভাবে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চিহ্নিত করা যায়।

Bullish Abandoned Baby

  • একটি বড় আকারের Red কিংবা Sell ক্যান্ডেল থাকবে যা ডাউনট্রেন্ড এর নির্দেশ করবে।
  • Red কিংবা Sell ক্যান্ডেল এর পর একটি Doji ক্যান্ডেল তৈরি হবে যা চার্টে গ্যাপ তৈরি করবে এবং এই গ্যাপ ১ম ক্যান্ডেল এর এর নিচে অবস্থান করবে।
  • ৩য় ক্যান্ডেলটি হবে Green কিংবা Buy ক্যান্ডেল এবং এটি ২য় স্থানে অবস্থিত Doji ক্যান্ডেল এর উপরে অবস্থান করবে।
উপরের চার্টের বা-পার্শে এর অবস্থান দেখানো হয়েছে।

Bearish Abandoned Baby

  • একটি বড় আকারের Green কিংবা Buy ক্যান্ডেল থাকবে যা আপট্রেন্ড এর নির্দেশ করবে।
  • Green কিংবা Buy ক্যান্ডেল এর পর একটি Doji ক্যান্ডেল তৈরি হবে যা চার্টে গ্যাপ তৈরি করবে এবং এই গ্যাপ ১ম ক্যান্ডেল এর উপরে অবস্থান করবে।
  • ৩য় ক্যান্ডেলটি হবে Red কিংবা Sell ক্যান্ডেল এবং এটি ২য় স্থানে অবস্থিত Doji ক্যান্ডেল এর নিচে  অবস্থান করবে।
উপরের চার্টের ডান-পার্শে এর অবস্থান দেখানো হয়েছে।

এখানে অবশ্যই মনে রাখা প্রয়োজন,

১ম এবং ২য় ক্যান্ডেল এর মধ্যে অন্যদিকে, ২য় এবং ৩য় ক্যান্ডেল এর মধ্যে অবশ্যই প্রাইস গ্যাপ থাকতে হবে। এবং কোনওভাবে একটি ক্যান্ডেল অন্যটিকে overlap পজিশনে থাকতে পারবে না।

যদি ক্যান্ডেল overlap করে ফেলে তাহলে এটি Morning Star কিংবা Evening Star ক্যান্ডেলস্টিক প্যাটার্নে রূপান্তরিত হয়ে যাবে।

একটি শক্তিশালী আপট্রেন্ড কিংবা ডাউনট্রেন্ড পর অনেকসময়ই প্রাইস আর ট্রেন্ড এর দিকে যেতে সক্ষম হয়না এবং তখন কিছু সময়ের জন্য একটি নির্দিষ্ট স্থানে ঘোরাফেরা করতে থাকে যার ফলে আমরা চার্টে Doji ক্যান্ডেল এর তৈরি করতে থাকে।

হটাত করে কিছু সময় এর পর প্রাইস এর এই মুভমেন্ট পরিবর্তিত হয়ে যায়।

যদি পূর্বের ট্রেন্ডটি ঊর্ধ্বমুখী কিংবা আপট্রেন্ডে থাকে তাহলে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর কারনে Bear মার্কেট এর নিয়ন্ত্রণ নেয় এবং প্রাইস ডাউনট্রেন্ড এর দিকে অগ্রসর হতে থাকে।

অন্যদিকে, যদি পূর্বের ট্রেন্ডটি নিম্নমুখী কিংবা ডাউনট্রেন্ডে থাকে তাহলে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর কারনে Bull মার্কেট এর নিয়ন্ত্রণ নেয় এবং প্রাইস আপট্রেন্ড এর দিকে অগ্রসর হতে থাকে।

মনে রাখবেন, চার্টে ক্যান্ডেল এর গ্যাপ যত বড় হবে রিভার্সাল এর এর শক্তিও হবে ততবেশী।
এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে ওয়েবসাইটের “Candlestick Pattern” অংশে দেখে নিতে পারেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 4 of 4 found this article helpful.
Views: 456

আরও জানুন

পরবর্তী: Bearish Engulfing Pattern
পূর্বের আর্টিকেলAustralian Dollar (AUD)
পরবর্তী আর্টিকেলBearish Engulfing Pattern
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here