প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট
একাউন্ট স্টেটমেন্ট রিপোর্ট হচ্ছে, আপনি একটি নির্দিষ্ট সময়ে ব্রোকারে কি পরিমাণ লেনদেন করেছেন সেটি বিস্তারিত তথ্য যা রিপোর্ট আকারে প্রকাশ করা হয়ে থাকে। বেশীরভাবে ব্রোকারই তাদের ক্লায়েন্টদের বিনামুল্যে এই রিপোর্ট প্রদান করে থাকে।
যেমন ধরেন, আপনি আজ সারাদিন কি পরিমাণ ট্রেড করলেন সেটির বিস্তারিত তথ্য জানতে পারবেন এই রিপোর্ট থেকে যা ব্রোকার একটি নির্দিষ্ট সময় পর ব্রোকার ইমেইল আইডিতে পাঠিয়ে দিয়ে থাকে। অর্থাৎ, আপনি সারাদিন ট্রেডিং ব্যালেন্সে কি পরিমাণ ফান্ড ডিপোজিট করলেন, ফান্ড উত্তোলন করলেন, পেন্ডিং অর্ডার থেকে শুরু করে সাধারণ এন্ট্রি গ্রহন কিংবা ক্লোজিং সব তথ্য লিপিবধ্য থাকবে এই Account Statement Report এর মাধ্যমে।
তবে মনে রাখবেন, এই স্টেটমেন্ট রিপোর্টটি ব্রোকার এর উপর ভিত্তি করে এক এক রকমের হয়ে থাকে। কোনও ব্রোকার প্রতিদিনের লেনদেন এর বিবরণী পাঠিয়ে থাকে আবার কোনও ব্রোকার সপ্তাহ কিংবা মাসিক ভিত্তিতেও ক্ল্যায়েন্টদের ইমেইল করে থাকে।
আপনি যদি কোনও স্টেটমেন্ট ব্রোকার এর থেকে না পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে ব্রোকার এর সাপোর্ট টীম এর সাথে কথা বলে নিন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Views: 62