প্রত্যাশিত পড়ার সময়: < 1 min
সহজ অর্থে Account Value হচ্ছে এই মুহূর্তে আপনার ট্রেডিং একাউন্ট এর ভ্যালু কিংবা মুল্য কি পরিমানে রয়েছে সেটিকে বোঝায়। যেমন আমরা অনেকেই প্রশ্ন করি, আপনার ব্যবসা এর Value কত আছে? অর্থাৎ, আরও সহজ করে যদি বলি, আপনার ব্যবসা ক্লোজ করে দিলে কি পরিমাণ ভ্যালু থাকবে কিংবা ব্যবসা বিক্রয় করলে কি পরিমাণ অর্থ পাবেন এটির পরিমাণই হচ্ছে মুলত Account Value ।
ক্যালকুলেশনঃ যখন ট্রেডিং করবেন, তখন আপনার ট্রেডিং একাউন্ট এর একটি স্থানে দেখবেন ছোট করে Equity নামে একটি ভ্যালু রয়েছে এটিই হচ্ছে মুলত আপনি যদি ট্রেডিং একাউন্ট এখন ক্লোজ করে দেন তাহলে এই পরিমাণ ফান্ড আপনি পাবেন। অর্থাৎ এটিই হচ্ছে Account Value
Views: 217