Accumulative Swing Index (ASI) – J. Welles Wilder নামক একজন ব্যাক্তি এই টেকনিক্যাল টুলটি তৈরি করেন যা মুলত মার্কেটে বিদ্যমান ট্রেন্ড এর ব্রেকআউট এরিয়া নির্ধারণে সহায়তা করে থাকে। এটি সংক্ষেপে ASI নামেও পরিচিত অনেকের কাছে। এমনিতেই ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর এর কোনও অভাব নেই। তবে এর মধ্যে সবই কাজ করে এটি মনে করার কোনও কারন নেই। যাই হোক। চলুন আবার টিপিকে ফিরে যাই।
গঠন প্রণালী
এই ইন্ডিকেটরটি মুলত কিছু নাম্বার এর মাধ্যমে ট্রেডারকে মার্কেট অবস্থান সম্পর্কে নির্দেশনা প্রদান করে থাকে। এটির ভ্যালু হচ্ছে 100 থেকে -100 পর্যন্ত। ট্রেডার, ইন্ডিকেটরে প্রদর্শিত এই ভ্যালুর মাধ্যমে বুঝতে পারেন
ব্যবহার
বেশীরভাবে ট্রেডাররা এই ইন্ডিকেটরকে অন্যান্য আরও টেকনিক্যাল টুল যেমন ক্যান্ডেলস্টিক চার্ট, ট্রেন্ডলাইন, এবং বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন এর সাথে ব্যবহার করে প্রাইস এর সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেল গুলোকে চিহ্নিত করার জন্য ব্যবহার করে থাকেন।
এছাড়াও, Accumulative Swing Index বুঝত পারা অনেকটাই সহজ এবং এর মাধ্যমে ফলস ব্রেকআউট সমুহ থেকে দূরে থাকা যায়।
যদি ASI এর রিডিং একটি নির্দিষ্ট টাইমফ্রেম এর পূর্বের ভ্যালুকে ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে ধরে নেয়া যেতে পারেন প্রাইস ব্রেকআউট ট্রেন্ড এর দিকে আরও শক্তিশালী হবে এবং ট্রেডাররা তখন ব্রেকআউট এর দিকে এন্ট্রি গ্রহন করে থাকেন।