প্রত্যাশিত পড়ার সময়: < 1 min
Albanian Lek হচ্ছে আলবানিয়া দেশ এর মুদ্রার নাম যা সংক্ষেপে ALL নামে পরিচিত।
এই ব্যাংক নোট প্রথম ইস্যু করা হয় ১৯২৬ সালে থেকে। এর আগে, দেশটিতে বিনিময় এর মাধ্যম হিসাবে গোল্ড এর ব্যবহার হত। তবে বিগত বেশকিছু বছর ধরে দেশটির মুদ্রার নাম ক্রমশ নিম্নমুখী এবং এর প্রধান কারন হচ্ছে যুদ্ধ এবং অর্থনীতিক খারাপ অবস্থা।
যদিও দেশটি ইতিমধ্যেই ইউরোপিয়ান সদস্য দেশ হওয়ার জন্য আবেদন করেছে তবে এটি এখন পর্যন্ত পেন্ডিং হয়ে আছে। যদি তারা সদস্যভুক্তি পায় তাহলে দেশটি কারেন্সি হিসাবে EURO ব্যবহার করতে পারবে।
দেশটির মুদ্রার নাম রাখা হয় Alexander the Great এর নাম অনুসারে যেখানে আলবানিয়া ভাষায় তার সংক্ষিপ্ত নাম হচ্ছে “Leka“
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Views: 38