Alligator Indicator
অনেকেই ট্রেডিং এর জন্য এই ইন্ডিকেটরটি ব্যবহার করে থাকে। এটি টেকনিক্যাল টুলটি তৈরি করেছেন Bill Williams । মুলত মার্কেট প্রাইস এর চলমান ট্রেন্ড এবং এদের সম্ভাব্য মুভমেন্ট ঠিক কোনদিকে হতে পারে সেটি যাচাই করার জন্য এই ইন্ডিকেটরটি ব্যবহার করা হয়ে থাকে।
আমরা সবাই ট্রেন্ড নির্ধারণ করার বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। অনেক অভিজ্ঞ ট্রেডাররা ট্রেন্ড এর বিপরীতমুখী অবস্থান সম্পর্কে জানার জন্য এটি ব্যবহার করে থাকেন।
মুলত, এই ইন্ডিকেটরটি কয়েকটি মুভিং এভারেজ লাইনের সমন্বয়ে গঠিত যেটি ট্রেডারদের ভাষায় ব্যালেন্স লাইন নামে পরিচিত। এই তিনটি লাইনকে টেকনিক্যাল টুল এর ভাষায় বলা হয়, Jaw, Teeth, এবং Lips।
নাম শুনেই মনে হচ্ছে, “Alligator” অর্থাৎ কুমির এর নাম কেন দেয়া হয়েছে? চলুন এবার জেনে নেই কেন।
গঠন
আমরা কয়েকটি চার্ট এর মাধ্যমে এই Alligator Indicator টির বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো। এদের মধ্যে এক একটি লাইন আবার এক এক রঙয়ের। যেটির মধ্যে রয়েছে –
blue line লাইন যাকে বলা হয় (Alligator’s Jaw) হচ্ছে, এটি যেই টাইমফ্রেমে আপনি চার্টে এই ইন্ডিকেটরটি ব্যবহার করবেন সেই টাইমফ্রেমে ক্যান্ডেল এর ব্যালেন্স লাইন। এটি মুলত একটি মুভিং এভারেজ লাইন। যেটি ১৩ ক্যান্ডেল এর স্মুথড মুভিং এভারেজ এর সমন্বয়ে গঠিত যা প্রাইসের ৮ ক্যান্ডেল পরে সম্ভাব্য অবস্থান নির্দেশ করে থাকে।
red line লাইন যাকে বলা হয় (Alligator’s Teeth) হচ্ছে, এই ব্যালেন্স লাইনটি উপরের লাইনের একস্থান নিচে অবস্থান করে যেটি ৮ ক্যান্ডেল এর স্মুথড মুভিং এভারেজ এর মাধ্যমে গঠিত যা সামনের ৫ ক্যান্ডেল পর প্রাইস এর অবস্থান কোন লেভেল হতে পারে সেটির নির্দেশ করে থাকে।
green line লাইন যাকে বলা হয় (Alligator’s Lips) হচ্ছে, এটি ইন্ডেকেটর এর শেষ লাইন যেটি ৫ ক্যান্ডেল এর স্মুথড মুভিং এভারেজ এর মাধ্যমে গঠিত যা সামনের ৩ ক্যান্ডেল পর প্রাইস এর অবস্থান কোন লেভেল হতে পারে সেটির নির্দেশ করে থাকে।
নিচের টাইমফ্রেমে আমরা Alligator Indicator এর একটি চিত্র উপস্থাপন করেছি।
এখানে প্রদর্শিত লেভেলগুলো প্রাইস এর বিভিন্ন পিরিয়ডে মুভমেন্ট কি ধরনের হতে পারে সেটি নির্দেশ করে থাকে।
চার্টে ব্যবহারঃ
যেকোনো MT4 কিংবা MT5 ট্রেডিং প্ল্যাটফর্মে এই ইন্ডিকেটরটি ব্যবহার করে নিতে পারবেন। এর জন্য অনুগ্রহ করে আপনি যেই ব্রোকার এর টার্মিনাল ব্যবহার করছেন সেটি ওপেন করে নিন। এরপর টার্মিনাল এর উপরে দেখুন “Insert” নামক একটি বাটন আছে সেটি থেকে “Indicator” ওপশনে মাউস কার্সর ধরলে উপরের দিকেই দেখবেন “Alligator” নামটি দেয়া আছে। সেটিতে ক্লিক করুন এবং “OK” বাটনে ক্লিক করুন।
এবার দেখবেন, চার্টে শুরুতে যেই রঙয়ের লাইনগুলোর কথা বলেছি সেগুলো চলে এসেছে। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে চার্টে এই ইন্ডিকেটরটি সেট করে নিবেন। মনে রাখবেন, এখানে প্রদর্শিত চার্ট এর রঙ আপনার চার্ট এর মতন নাও হতে পারে। কেননা আমরা চার্ট এর ক্যান্ডেল গুলোর রঙ পরিবর্তন করে নিয়েছি। এছাড়া বাকি সবকিছু একই দেখতে পাবেন।
ট্রেডিং পদ্ধতি
এই ইন্ডিকেটরটি ৪ ভাবে ট্রেড করার নির্দেশনা প্রদান করে থাকে। আপনাদের সাথে সবগুলো পদ্ধতি নিয়েই আমরা আচলনা করবো। তাহলে চলুন শুরু করা যাক।
Alligator is sleeping: যখন দেখবেন, ইন্ডিকেটর এর তিনটি লাইন একই সাথে অবস্থান করছে। তখন বোঝায় মার্কেট ঘুমিয়ে আছে। এটিকে ফরেক্স ট্রেডিং এর ভাষায় বলা হয় Alligator is sleeping কিংবা কুমির এখন ঘুমিয়ে আছে। যখন দেখবেন, ইন্ডিকেটর এর তিনটি লাইন প্রায় একই লেভেলে অবস্থান করছে তখন মনে করে নিবেন বড় আকারের মুভমেন্ট এর ধাক্কা আছে সামনে। অর্থাৎ, খুব তাড়াতাড়িই প্রাইস এর বড় আকারের মুভমেন্ট আসছে।
Alligator wakes up: ঘুম থেকে উঠার পর, কুমির এর এবার খাওয়ার পালা। এই অবস্থায় প্রাইস এর মুভমেন্ট হবে অনেক বেশী। এই সময়টিতে লাইনগুলো পরস্পর দূরে সরে যেতে থাকবে এবং দেখবেন, চার্টে লাইন তিনটি এখন আলাদা আলাদা অবস্থানে থাকবে।
Alligator eats: এবার কুমির এর খাবারের সময়। ঘুম থেকে উঠার পর যখন প্রাইস এর মুভমেন্ট শুরু হয় তখন সেটি যেকোনো একদিকে মুভ করা শুরু করে। সেটি হতে পারে আপট্রন্ড কিংবা ডাউনট্রেন্ড এর দিকে। তবে এটি বলা কষ্টকর, প্রাইস কোনদিকে মুভ করবে। ২য় পজিশনে এসে প্রাইস যখন যেকোনো একদিকে ব্রেকআউট প্রদান করবে, তখন সেটি সেদিকেই অবস্থান করা শুরু করবে। কোনও দিক পরিবর্তন না করে, আমরাও তখন সেদিকেই এন্ট্রি গ্রহন করবো।
Alligator suffers a food coma: কুমির আর কত খাবে বলুন? এক সময় তার খাওয়ার সময় শেষ হয়ে আসবে এবং তখন দেখবেন প্রাইস এর মুভমেন্টও ক্রমে শেষ হয়ে আসছে। এমন সময় এসে প্রাইস পুনরায় নিউট্রাল পজিশনে চলে আসবে এবং তখন দেখবেন Alligator Indicator এর বিদ্যমান লাইনগুলো পরস্পর কাছাকাছি অবস্থান করা শুরু করেছে। এরকম সময়ে, আমাদের বিদ্যমান এন্ট্রির প্রফিট ক্লোজ করে ফেলব এবং নতুন এন্ট্রির জন্য অপেক্ষা করবো।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Jaw
Teeth
Lips
এর ইন্ডিকেটর পয়েন্ট কত কত দিতে হবে?
কমেন্ট এর জন্য ধন্যবাদ। টার্মিনাল থেকে ইন্ডিকেটরটি সিলেক্ট করার জন্য ডিফল্ট যেই সেটিংস রয়েছে সেটিই ব্যবহার করেছি আমরা। ভ্যালু পরিবর্তন করার প্রয়োজন নেই।
Vlo lagese bt aiti customis kore one week ar nirdeshona pawa jaikina r upnar mobile no please
কমেন্ট এর জন্য ধন্যবাদ।