Aroon Oscillator

0
289
সর্বশেষ আপডেট: October 19, 2021
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 2 মিনিট
আর্টিকেল এর বিষয়সমুহ

Aroon Oscillator

এই টেকনিক্যাল টুলটি মুলত মার্কেট ট্রেন্ড এর শক্তির পরিমাণ পরিমাপ করে থাকে যেটির মুল ফর্মুলা হচ্ছে Aroon Up থেকে Aroon Down বিয়োগ করে ফলাফল চার্টে প্রকাশ করা। এটি টেকনিক্যাল টুলটি ১৯৯৫ সালে Tushar Chande নামক একজন ব্যাক্তি তৈরি করেন যা সংক্ষেপ শুধুমাত্র “Aroon” নামেও অনেকের কাছে পরিচিত।

এই ইন্ডিকেটর সিস্টেমটি মুলত প্রাইস এর মুভমেন্ট কি পজিশনে রয়েছে সেটি বুঝতে সহায়তা করে থাকে। যদি প্রাইস কোনও নির্দিষ্ট ট্রেন্ডে অবস্থান করে তাহলে ট্রেন্ড এর শক্তির পরিমাণ এই ইন্ডিকেটর এর মাধ্যমে জানা যায়।

“Aroon” হচ্ছে সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ করলে দারায় “ভোরের প্রথম আলো” । Tushar Chande এই নামটি পছন্দ করেছেন কেননা এই ইন্ডিকেটরটি নতুন ট্রেন্ড তৈরি করার আগেই ট্রেডারকে নির্দেশনা প্রদান করে থাকে।

Aroon Oscillator ইন্ডিকেটরটি মুলত কিছু পরিমাপণ পদ্ধতিতে কাজ করে থাকে। এটির পরিমাপণ রেঞ্জ হচ্ছে -100 এবং +100 এবং এর মধ্যবর্তী মান হচ্ছে “0” । চার্টে এই ইন্ডিকেটরটি ব্যবহার করার পর যদি দেখেন এর মান অর্থাৎ 0 থেকে 100 এর দিকে এগিয়ে যাচ্ছে তাহলে ধরে নিতে হবে, প্রাইস আপট্রন্ডে বিদ্যমান। অন্যদিকে, যদি এর মান 0 থেকে -100 এর দিকে নেমে যেতে থাকে তাহলে ধরে নিতে হবে, প্রাইস ডাউনট্রেন্ডের দিকে নেমে আসছে।

ক্যালকুলেশন

শুরুতেই বলেছি, এই ইন্ডিকেটরটি মুলত একটি লাইনের মাধ্যমে ট্রেন্ড এর নির্দেশনা প্রদান করে এবং সেটি হচ্ছে Aroon(up) এবং Aroon(down) এর পার্থক্য এর ফলাফল।

Aroon(up) এবং Aroon(down) এর ভ্যালু হচ্ছে 0 এবং +100 এবং ইন্ডিকেটরটির রেঞ্জ হচ্ছে -100 to +100 যেখানে “0” হচ্ছে একটি ক্রসওবার লাইন কিংবা লেভেল।

Aroon(up) হচ্ছে, একটি নির্দিষ্ট টাইমফ্রেমে এসে নির্দিষ্ট ক্যান্ডেল এর শুরু থেকে ক্লোজিং প্রাইস পর্যন্ত ক্যান্ডেলটির সর্বাধিক প্রাইস লেভেল পর্যন্ত কি পরিমাণ সময় লেগেছে সেটি এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাইস এর ক্লোজিং প্রাইস এর সর্বাধিক লেভেল এর পরিমাণ এর ক্যালকুলেশন।

যখন প্রাইস একটি নির্দিষ্ট টাইমফ্রেমে এসে সর্বাধিক হাই লেভেল তৈরি করে তখন Aroon(up) এর ভ্যালু হয় “100”

অন্যদিকে, যদি প্রাইস প্রতিদিনই নিচের দিকে নামতে থাকে তাহলে Aroon(up) এর ভ্যালু হয় “0”

Aroon(down হচ্ছে, ঠিক উপরেরটির বিপরীত। এক্ষেত্রে প্রাইস এর সর্বনিম্ন লেভেলটির মাধ্যমে ক্যালকুলেশন সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ, যখন প্রাইস একটি নির্দিষ্ট টাইমফ্রেমে এসে সর্বনিম্ন লো-লেভেল তৈরি করে তখন Aroon(down) এর ভ্যালু হয় “-100” এবং যদি প্রাইস প্রতিদিনই উপরের দিকে উঠতে থাকে তাহলে Aroon(down) এর ভ্যালু হয় “0” । 

সিগন্যাল

  • Consolidation: যখন Aroon(up) এবং Aroon(down) একই সাথে নিচের দিকে নামতে থাকবে, এটি নির্দেশ করবে মার্কেট প্রাইসের এর নির্দিষ্ট কোনও ট্রেন্ড নেই এবং প্রাইস বর্তমানে নিউট্রাল পজিশনে রয়েছে।
  • Upward Momentum: যখন দেখতে পাবেন Aroon(up) এর ভ্যালু 50 এর নিচে নেমে এসেছে, তখন বুঝবেন প্রাইস তার আপট্রেন্ড এর শক্তি হারাচ্ছে। এবং সেই সময়ে নতুন করে কোনও BUY এন্ট্রি গ্রহন না করাই হবে ভালো।
  • Downward Momentum: যখন দেখতে পাবেন Aroon(down) এর ভ্যালু 50 এর নিচে নেমে এসেছে, তখন বুঝবেন প্রাইস তার ডাউনট্রেন্ড এর শক্তি হারাচ্ছে। এবং সেই সময়ে নতুন করে কোনও SELL এন্ট্রি গ্রহন না করাই হবে ভালো।
  • Trend Direction: ভ্যালু যদি 70 এর উপরে থাকে তাহলে বুঝে নিবেন, বিদ্যমান মার্কেট ট্রেন্ড অনেকবেশী শক্তিশালী। অন্যদিকে, ভ্যালু যদি 30 এর নিচে চলে আসে, তাহলে বুঝে নিবেন, প্রাইস এর বিপরীতে নতুন ট্রেন্ড তৈরি হতে যাচ্ছে।
  • New Trend: Aroon Oscillator এর মান যদি “0” এর উপরে থাকে তাহলে এটি নির্দেশ করবে, প্রাইস আপট্রন্ডে রয়েছে। অন্যদিকে, যদি মান “0” এর নিচে থাকে তাহলে এটি নির্দেশ করবে, প্রাইস ডাউনট্রন্ডে রয়েছে।
  • Trend Strength: Oscillator এর মান “0” থেকে যতদূরে অবস্থান করবে, ট্রেন্ড এর শক্তিও ততবেশি পরিমাণ বৃদ্ধি পাবে।

আশা করছি Aroon Oscillator Indicator সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। যদি এই ইন্ডিকেটর বুঝতে কোনও সমস্যা, প্রশ্ন কিংবা মতামত জানানোর থাকে তাহলে আমাদের নিচের কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সহায়তা করার।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 3 of 3 found this article helpful.
Views: 305

আরও জানুন

পূর্ববর্তী: Alligator Indicator
পরবর্তী: Average True Range (ATR)
পূর্বের আর্টিকেলAlligator Indicator
পরবর্তী আর্টিকেলAverage True Range (ATR)
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here