Ascending Trend Line

0
191
সর্বশেষ আপডেট: October 19, 2021
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট

Ascending Trend Line এটি টেকনিক্যাল টুল যেটি মুলত মার্কেট প্রাইস এর ঊর্ধ্বমুখী ট্রেন্ড এর অবস্থা নির্দেশ করে থাকে। এটি মুলত ক্যান্ডেল এর হাইয়ার লো লেভেলগুলোকে একটি লাইনের মাধ্যমে যুক্ত করা হয় যেটি নিচে থেকে উপরের দিকে মুভ করতে থাকে সেটি প্রদর্শন করে।

এই ট্রেন্ডলাইনকে মুলত বলা হয় ঊর্ধ্বমুখী ট্রেন্ডলাইন যেটি মার্কেট প্রাইস এর বুল্লিশ মুভমেন্ট এর নির্দেশনা প্রদান করে। চার্টে এটিকে অংকন করার সময় লক্ষ্য রাখতে হবে, বিদ্যমান ক্যান্ডেলগুলোর লো লেভেল হবে পূর্বের ক্যান্ডেল এর হাই লেভেল থেকে উপরে। যেটি নির্দেশ করবে, প্রাইস ঊর্ধ্বমুখী।

ফরেক্স ট্রেডিং ভাষায় যদি বলা হয়, ক্যান্ডেলগুল ক্রমশ Higher Low ফরমেশন তৈরি করতে থাকবে।

Ascending Trend Linee আবার অনেকের কাছে “uptrend line“ হিসাবেও পরিচিত।

আমরা সবাই জানি, সবথেকে বেশী প্রফিট করা যায় প্রাইস যখন নির্দিষ্ট ট্রেন্ডে থাকে। আর প্রাইস এই ট্রেন্ড নির্ধারণ করার সবথেকে আদর্শ মাধ্যমে হচ্ছে এই Trend Line. চার্টে এই নিম্নমুখী ট্রেন্ডলাইন ব্যবহার করে বুঝতে পারবেন মার্কেট প্রাইস এর ট্রেন্ড এখন কোনদিকে।

অন্যদিকে, Ascending Trend Line প্রাইস এর সাপোর্ট লেভেল হিসাবেও কাজ করে যার অর্থ হচ্ছে, প্রাইসের নিয়ন্ত্রণ হচ্ছে Buyer এর কাছে সবথেকে বেশী। যার কারনে প্রাইস ক্রমশ উপরের দিকে উঠে আসে। প্রাইস যতক্ষণ পর্যন্ত এই আপট্রেন্ড লাইন এর উপরে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত প্রাইস উপরের দিকেই মুভ করতে থাকবে। অর্থাৎ, ট্রেডিং ভাষায় বলতে পারি প্রাইস বুল্লিশ ট্রেন্ড এর মধ্যে অবস্থান করবে।

যদি প্রাইস কোনওভাবে এই লাইন ব্রেক করতে সক্ষম হয় তাহলে আমরা ধরে নিতে পারি প্রাইস এর বিদ্যমান ট্রেন্ড পরিবর্তিত হতে পারে। সবসময়ই মনে রাখবেন, লেভেল ব্রেকআউট করার সময় প্রাইস এর মুভমেন্ট থাকে অনেকবেশী।

Ascending Trend Line আকার জন্য প্রাইসের কমপক্ষে দুইটি হাইয়ার লো লেভেল একটি লাইনের মাধ্যমে সংযুক্ত থাকতে হবে। এর থেকে বেশীও হতে পারে। যদি একাধিক প্রাইস লেভেল এই লাইনের সাথে যুক্ত থাকে তাহলে বুঝতে হবে বিদ্যমান এই ঊর্ধ্বমুখী ট্রেন্ডলাইন এর শক্তি হবে অনেকবেশী।

প্রাইস যতক্ষণ পর্যন্ত এই লাইনের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত প্রাইস এর আপট্রেন্ড সক্রিয় থাকবে। যদি প্রাইস কোনওভাবে এই লাইন ব্রেক করতে সক্ষম হয় তাহলে ট্রেন্ড পরিবর্তিত হয়ে ডাউনট্রেন্ডে যাবার সম্ভাবনা থাকবে অনেকবেশী। তখন আমরা শর্ট কিংবা Sell এন্ট্রি গ্রহন করতে পারবো।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 6 of 6 found this article helpful.
Views: 203

আরও জানুন

পূর্ববর্তী: Descending Trend Line
পরবর্তী: Channel | চ্যানেল ট্রেডিং
পূর্বের আর্টিকেলDescending Trend Line
পরবর্তী আর্টিকেলSkrill এখন বাংলাদেশে
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here