Average True Range
ফরেক্স ট্রেডিং এর অনেক জনপ্রিয় একটি ইন্ডিকেটর এটি যেটি সংক্ষেপে (ATR) নামে পরিচিত যেটি মুলত কোনও ট্রেডিং ইন্সট্রুমেন্ট এর ভোলাটিলিটি কিংবা মুভমেন্ট এর শক্তির পরিমাপ করে থাকে।
যেহেতু ATR মুভমেন্ট পরিমাপণ ইন্ডিকেটর হিসাবে পরিচিত সেক্ষেত্রে এটি আপনাকে দেখবে, প্রাইস কি পরিমাণ মুভমেন্ট করছে কিংবা একটি নির্দিষ্ট টাইমফ্রেমে এসে প্রাইস মুভমেন্ট এর এভারেজ পজিশন।
Average True Range মুলত যখন প্রাইস এর মুভমেন্ট খুবই বেশী পরিমাণ থাকে কিংবা প্রাইস উপরে কিংবা নিচের দিকে উঠা-নামা করতে থাকে তখন ইন্ডিকেটর এর ভ্যালু উপরের দিকে উঠে আসে।
ইন্ডিকেটর সেটআপ এবং গঠন
ইন্ডিকেটর এর ভ্যালু যদি কম থাকে তাহলে সেটি সাধারণত প্রাইস সাইডওয়ে মুভমেন্ট কিংবা নিউট্রাল পজিশন এর নির্দেশ করে। এটি মুলত হয়, যখন প্রাইস একটি বড় ট্রেন্ডে থাকার পর একটি নির্দিষ্ট স্থানে এসে আটকিয়ে যায় তখন ইন্ডিকেটর এর ভ্যালু কমে আসে।
ইন্ডিকেটরটিকে যেকোনো ট্রেডিং প্ল্যাটফর্ম যেমন MT4 কিংবা MT5 প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন। এটি চার্টে ব্যবহার করার জন্য টার্মিনাল এর একদম উপরের দেখুন “Insert” নামে একটি বাটন আছে সেটি থেকে “Indicator” এবং সেখান থেকে “Custom” বাটনে ক্লিক করুন এবং এরপর একটি লিস্ট আসবে সেখান থেকে “ATR” এর উপরে ক্লিক করে “OK” বাটনে ক্লিক করুন। তাহলে আপনার চার্টে Average True Range ইন্ডিকেটর এর সেট হয়ে যাবে।
চার্টে এই ইন্ডিকেটর ব্যবহার এর মাধ্যমে আমরা বেশকিছু সিগন্যাল পেতে পারি।
- ইন্ডিকেটর এর ভ্যালু যত বেশী হবে, মার্কেট ট্রেন্ড পরিবর্তিত হবার সম্ভাবনাও থাকবে অনেকবেশী।
- ইন্ডিকেটরটির ভ্যালু যত কম হবে, বিদ্যমান মার্কেট ট্রেন্ড এর শক্তিও হবে ততবেশী দুর্বল।
ক্যালকুলেশন
ATR ক্যালকুলেশন এর জন্য প্রথমে True Range আমাদেরকে নির্ধারণ করে নিতে হবে। এটি হচ্ছে নির্দিষ্ট টাইমফ্রেমে প্রাইস এর হাই এবং লো লেভেল এর রেঞ্জ এবং সেই সাথে আগের ক্যান্ডেল এর ক্লোজিং প্রাইস ক্যলকুলেট করে নির্ধারণ করে।
তিনটি ক্যালকুলেশন এর মাধ্যমে, এই Average True Range ইন্ডিকেটরটি গঠিত হয়।
- নির্দিষ্ট ক্যান্ডেল এর হাই প্রাইস (-) লো প্রাইস।
- চলমান ক্যান্ডেল এর হাই প্রাইস লেভেল এর Absolute Value (-) পূর্বের ক্যান্ডেল এর ক্লোজিং প্রাইস।
- চলমান ক্যান্ডেল এর লো প্রাইস লেভেল এর Absolute Value (-) পূর্বের ক্যান্ডেল এর ক্লোজিং প্রাইস।
ATR ইন্ডিকেটরে absolute value ব্যবহার করা হয় কেননা এটি মুলত পরিমাপ করে প্রাইস এর মুভমেন্ট কিংবা ভোলাটিলিটি কিন্তু এটি প্রাইস এর ডিরেকশন এর নির্দেশনা প্রদান করেনা। যার কারনে, এটিতে কোনও নেগেটিভ ভ্যালু থাকেনা।
আপনি যখনই True Range নির্ধারণ করতে পারবেন, তখনই চার্টে Average True Range ইন্ডিকেটর ব্যবহার করতে পারবেন।
সেটিংস
Period: (14): এটি হচ্ছে রেঞ্জ ক্যালকুলেশন এর জন্য ব্যবহৃত ক্যান্ডেল এর সংখ্যা।
যদি আপনার চার্টটি Hourly ক্যান্ডেল এর হয়ে থাকে, তাহলে এই পরিয়ড বোঝাবে hours ক্যান্ডেলকে। যদি, চার্টটি daily ক্যান্ডেল এর হয়ে থাকে, তাহলে এই পরিয়ড বোঝাবে daily ক্যান্ডেলকে। অন্যদিকে, Weekly চার্ট এর জন্য পরিয়ড বোঝাবে Weekly ক্যান্ডেলকে।
বেশীরভাগ সময়ই দেখা যায় চার্টে ৭টি ক্যান্ডেল এর হিসাবে ইন্ডিকেটরটিকে সেটাপ করা হয়ে থাকে। এছাড়াও, ১৪ এবং ২০ ক্যান্ডেলও পরিয়ড হিসাবে ব্যবহৃত হয়ে থাকে।
ব্যাখ্যাঃ
Welles Wilder নামক একজন ব্যাক্তি Average True Range (ATR) ইন্ডিকেটরটি তৈরি করেন মুলত মার্কেট এর মুভমেন্ট কিংবা Volatility নির্ণয় করার জন্য। তিনি মুলত Daily টাইমফ্রেমের চার্টে এই ইন্ডিকেটর ব্যবহার করেন এবং কিছু বৈশিষ্ট্য তুলে ধরেনঃ
- ডেইলি ক্যান্ডেল এর হাই এবং লো প্রাইস লেভেল এর পার্থক্য
- পূর্বের ডেইলি ক্যান্ডেল এর ক্লোজিং প্রাইস এবং চলমান ডেইলি ক্যান্ডেল এর হাই লেভেল এর পার্থক্য
- পূর্বের ডেইলি ক্যান্ডেল এর ক্লোজিং প্রাইস এবং চলমান ডেইলি ক্যান্ডেল এর লো লেভেল এর পার্থক্য
মুভমেন্ট কিংবা ভোলাটিলিটি যদি বেশী থাকে তাহলে একটি মুলত মার্কেটে প্রাইসের উঠা-নামার নির্দেশ করে অন্যদিকে, মুভমেন্ট কিংবা ভোলাটিলিটি যদি কম থাকে তাহলে মার্কেটে প্রাইসের কম মুভমেন্ট কংবা সাইডওয়ে অবস্থার নির্দেশ করে।
আপনি যদি মার্কেট ভোলাটিলিটি পরিমাপ করতে পারেন তাহলে এটি Buy কিংবা Sell সিগন্যাল, সেই সাথে রিস্ক সম্পর্কে বুঝতে পারবেন।
যদি প্রাইসের মুভমেন্ট খুব বেশী পরিমাণ থাকে তাহলে প্রাইসের বিদ্যমান এই উঠা-নামা প্রফিট/লস দুইটির জন্য খুব ভালো সহায়ক ভুমিকা রাখে কেননা, ছট সময়ের মধ্যে প্রাইস অনেক বেশী উপরে কিংবা নিচে মুভ করতে থাকে যেটি ট্রেডারকে সম্ভাব্য Buy কিংবা Sell এন্ট্রি নেয়ার জন্য ভালো সুযোগ করে দেয়। তখন দেখবেন, ATR এর ভ্যালুও অনেক বৃদ্ধি পাবে।
যদি প্রাইস এর মুভমেন্ট কম থাকে তাহলে সমসামিয়কভাবে ATR এর ভ্যালুও কমে আসবে।
আশা করি আর্টিকেলটি বুঝতে পেরেছেন। যদি কোনও প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।