Awesome Oscillator
এই টেকনিক্যাল ইন্ডিকেটরটি মুলত তৈরি করেন Bill Williams যার পিছনে মুল উদ্দেশ্য হচ্ছে মার্কেট এর বিদ্যমান মুভমেন্ট এর শক্তি পরিমাপ করা। এই ইন্ডিকেটরটি আবার সংক্ষেপে AO নামেও পরিচিত। এই AO মুলত ক্যালকুলেট করা হয় ৩৪ ক্যান্ডেল কিংবা পিরিয়ড এবং ৫ ক্যান্ডেল এর সিম্পল মুভিং এভারেজ এর পার্থক্য বের করার মাধ্যমে।
Awesome Oscillator ইন্ডিকেটরটি মুলত মার্কেট ট্রেন্ড এবং পসিবল ট্রেন্ড রিভার্সাল খুঁজে নিতে ব্যবহৃত হয়। চলুন নিচের চিত্রটি ভালো করে দেখে নিন –
ব্যবহার
চার্টে এই ইন্ডিকেটরটিকে তিন ভাবে ব্যবহার করা যায়।
- Zero Line
- যখন দেখবেন ইন্ডিকেটরটির ভ্যালু Zero Line এর নিচে নেমে আসে সেটি তখন শর্ট কিংবা Sell সিগন্যাল প্রদান করে।
- যখন দেখবেন ইন্ডিকেটরটির ভ্যালু Zero Line এর উপরে উঠে আসে সেটি তখন লং কিংবা Buy সিগন্যাল প্রদান করে।
2. Twin Peaks
- এই প্রক্রিয়ায় Zero Line এর একই দিকে অবস্থিত two peaks এর অবস্থান এর পার্থক্যকে বোঝানো হয়েছে।
- যখন দেখবেন Zero Line এর উপরের দিকে অবস্থিত two peaks যখন গঠিত হতে থাকে, তখন এর ২য় পিক এর আকার যদি ১ম পিক এর থেকে ছোট হয় তাহলে সেটি সম্ভাব্য Sell সিগন্যাল প্রদান করে।
- যখন দেখবেন Zero Line এর নিচে peaks গুলো তৈরি হয় যেটির ২য়টির লো লেভেল যদি ১ম পিক এর লো লেভেল এর উপরে হয় তাহলে এটি Buy সিগন্যাল প্রদান করে।
3. Crossing the Zero Line
- Awesome Oscillator (AO) এর মান যখন zero line কে উপর কিংবা নিচ থেকে ক্রস করে তখন এটি প্রাইস ট্রেন্ড এর শক্তি পরিবর্তনকে ইঙ্গিত করে।
- যখন দেখবেন AO এর মান zero line কে উপর থেকে নিচের দিকে ক্রস করে নামতে থাকে তাহলে এটি সম্ভাব্য Sell সিগন্যাল প্রদান করে।
- যখন দেখবেন AO এর মান zero line কে নিচ থেকে উপরের দিকে ক্রস করে উঠে যায় তখন এটি সম্ভাব্য Buy সিগন্যাল প্রদান করে।
ট্রেডিং স্ট্রেটিজি
Saucer ট্রেডিং কৌশল
এই কৌশলটি মুলত মার্কেট প্রাইস এর খুব বেশী মুভমেন্টে ব্যবহৃত হয়ে থাকে। যখন Zero Line এর যেকোনো একদিকে টানা তিনটি বার কিংবা ক্যান্ডেল সংগঠিত হয় তখন এই কৌশল ব্যবহার করা যায়।
Bullish Saucer কৌশলটি ব্যবহৃত হয় যখন AO এর মান থাকে Zero Line এর উপরে। এখানে দুইটি বার এর মধ্যে প্রথম এবং ২য় বার কিংবা ক্যান্ডেলটি হবে লাল রঙের যেখানে ২য় বার এর লো লেভেল হবে ১ম বার এর লো লেভেল এর নিচে এবং এরপরই একটি সবুজ রঙের এর বার থাকে।
Bearish Saucer কৌশলটি ব্যবহৃত হয় যখন AO এর মান থাকে Zero Line এর নিচে। এখানে দুইটি বার এর মধ্যে প্রথম এবং ২য় বার কিংবা ক্যান্ডেলটি হবে সবুজ রঙের যেখানে ২য় বার এর হাই লেভেল হবে ১ম বার এর হাই লেভেল এর উপরে এবং এরপরই একটি লাল রঙের এর বার থাকে।
Nought Line Cross
যখন চার্টে বিদ্যমান হিস্টগ্রাম কিংবা বার এর লেভেলটি উপরের দিকে মুভ করতে থাকে তখন এটির ভ্যালু নেগেটিভ থেকে পজিটিভ ভ্যালুতে পরিবর্তিত হয় তখন এই সম্ভাব্য Buy সিগন্যাল প্রদান করে। অন্যদিকে Sell সিগন্যাল নির্দেশ করে ঠিক এর বিপরীত অবস্থায়।
Two Pikes
যখন Zero Line এর নিচে দুইটি হিস্টগ্রাম কিংবা Pikes গঠিত হয় এবং পরের অর্থাৎ ২য় হিস্টগ্রাম কিংবা বারটি ক্লোজ হবে Zero Line এর খুব কাছাকাছি তাহলে এটি সম্ভাব্য Buy সিগন্যাল প্রদান করে। অন্যদিকে, যখন Zero Line এর উপরে দুইটি হিস্টগ্রাম কিংবা Pikes গঠিত হয় এবং পরের অর্থাৎ ২য় হিস্টগ্রাম কিংবা বারটি ক্লোজ হবে Zero Line এর খুব কাছাকাছি তাহলে এটি সম্ভাব্য Sell সিগন্যাল প্রদান করে।
সারমর্ম
Awesome Oscillator ইন্ডিকেটরটি কাজ করে ৩৪ পিরিয়ড কিংবা ক্যান্ডেল এর মুভিং এভারেজ এর মাধ্যমে কাজ করে তবে এখানে ক্যান্ডেলগুলোর ক্যালকুলেশন হয় মুলত প্রতিটি ক্যান্ডেল এর মধ্যবর্তী লেভেল এর এভারেজ প্রাইস হিসাব করে।
এরপর , ৫ ক্যান্ডেল এর মুভিং এভারেজ এর মধ্যবর্তী প্রাইস লেভেল হিসাবে করে এটি থেকে ৩৪ পিরিয়ড কিংবা ক্যান্ডেল এর মুভিং এভারেজ বিয়োগ করে চার্টে প্লট করা হয়ে থাকে।
ক্যালকুলেশনঃ
মধ্যবর্তী (MEDIAN) প্রাইস লেভেল = ক্যান্ডেল (HIGH+LOW)/2
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।