প্রত্যাশিত পড়ার সময়: < 1 min
Balance Of Trade – এর অর্থ হচ্ছে একটি দেশের সার্বিক আমদানি এবং রপ্তানি যোগ্য পন্যের সর্বমোট অর্থের পার্থক্য। একটি বিষয় সবসময় মনে রাখবেন “আমদানি” হচ্ছে একটি দেশের ব্যয় এবং “রপ্তানি” হচ্ছে একটি দেশের আয় এর হিসাব।
একটি দেশের রপ্তানি আয় এর থেকে যদি আমদানি ব্যায় বেশী হয় তাহলে ধরে নেয়া যেতে পারে সেই দেশের অর্থনীতি খুব বেশী ভালো নয়। উন্নত যেসকল দেশ সমুহ রয়েছে যেমন ধরুন, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, কোরিয়া এরা সবাই রপ্তানি নির্ভর দেশ।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Views: 95