Forex Guide | ফরেক্স গাইড

0
171
সর্বশেষ আপডেট: October 14, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট
আর্টিকেল এর বিষয়সমুহ

আমরা ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করি ২০১১ সাল থেকে। তখন ফরেক্স মার্কেট নিয়ে তেমন কোনও ভালো ওয়েবসাইট কিংবা গাইডলাইন ছিল না। কারও কাছ থেকে যে পরামর্শ নিয়ে ট্রেড করবো তারও কোনও উপায় নেই। গুগল থেকে অনেক পরিমাণ সার্চ করে এই ফরেক্স মার্কেট সম্পর্কে কিছুটা বুঝতে পারি।

তখনকার সময়, ফরেক্স ট্রেড করার জন্য কি কি বিষয় সম্পর্কে জানতে হবে সেই তথ্য জানার ভালো কোনও মাধ্যমও ছিল না। কোনও নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানার জন্য মাসখানেক লেগে যেতো আর বুঝতে লেগে যেতো তারও বেশী। কারণ নতুন ট্রেডারদের কাছে এমন অনেক বিষয় থাকে যা ইংরেজিতে বুঝতে গেলে অনেক কষ্ট করতে হয়।

সেই চিন্তা থেকেই ‘ফরেক্স বাংলাদেশ’ এর যাত্রা শুরু হয় ২০১৬ সালে। কিন্তু নানান জটিলতা এবং পর্যাপ্ত সময় দেয়ার অভাবে এই সাইটের কাজ প্রায় অনেকদিন বন্ধ ছিল। ২০১৭ সাল, থেকে পুনরায় এই সাইটের কাজ শুরু হয় এবং খুব অল্প দিনেই ফরেক্স ট্রেডারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে।

আজ এই ওয়েবসাইটের পাঠক সংখ্যা প্রায় প্রতিদিন গড়ে প্রায় ১২০০ জন এবং দিন দিন সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। আপনাদের ট্রেড সম্পর্কে আরও ভালো ধারনা দেয়ার জন্যই আমাদের এই Bangla Forex Guide । এটি PDF আকারের ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। যেটির দ্বিতীয় সংস্করণ এর কাজ চলছে যা আগামি কিছুদিন এর মধ্যে আপনাদের ব্যবহার করার জন্য প্রকাশ করা হবে।

আপনাদের সুবিধার কথা মাথায় রেখে এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলোকে এবং Bangla Forex Guide টিকে সম্পূর্ণ বাংলা ভাষায় করেছি যাতে নতুন ট্রেডারদের ফরেক্স সম্পর্কিত কোনও বিষয় সম্পর্কে জানতে এবং বুঝতে এখন আর যেন কষ্ট করতে না হয়।

ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমাদের বাংলাদেশীদের মধ্যে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে কিন্তু ভালো গাইডলাইন এবং মানসম্মত বিষয় বস্তুর অভাবের কারণে অধিকাংশ ট্রেডারই ভালো প্রফিট করতে পারেন না।

আমাদের এই forex beginner guide তৈরির মূল লক্ষ্য হচ্ছে, ফরেক্স মার্কেট সম্পর্কে সঠিক তথ্যটি আপনাদেরকে প্রদান করা এবং একজন সফল ট্রেডার হিসাবে গড়ে তোলায় সহায়তা করা। আশা করি, সহজভাবে ফরেক্স মার্কেটকে তুলে ধরার আমাদের এই প্রয়াস, আপনার ভালো লাগবে এবং আপনাকে একজন দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তোলার কাজে আমরা কিছুটা হলেও সহায়তা করতে পারবো।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 1 of 1 found this article helpful.
Views: 175

আরও জানুন

পূর্ববর্তী: Skrill এখন বাংলাদেশে
পরবর্তী: Trading Signal | ট্রেডিং সিগন্যাল
পূর্বের আর্টিকেলSkrill Pin Code | স্ক্রিল পিন কোড
পরবর্তী আর্টিকেলExness Demo Account
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here