প্রত্যাশিত পড়ার সময়: < 1 min
ফরেক্স ট্রেডিং এর জন্য ব্যবহৃত একটি চার্ট হচ্ছে এই Bar Chart যা পূর্বে ট্রেডিং টার্মিনালে ব্যবহার করা হত। তবে এখনও আপনি চাইলে ট্রেডিং এর ক্ষেত্রে এই বার চার্ট ব্যবহার করার সুবিধা পাবেন। এই ধরনের চার্টে প্যাটার্নে ৪ রকমের মেজর পয়েন্ট থাকে। এগুলো হচ্ছে,
- হাই লেভেল
- লো লেভেল
- ওপেন লেভেল
- ক্লোজিং লেভেল
চিত্র থেকে বুঝতেই পারছেন আশা করি। প্রথম দিকে ট্রেডাররা এই Bar Chart ব্যবহার করে ট্রেড করলেও এখন ট্রেডাররা তেমন একটি ব্যবহার করেন না। তবে আপনি এখনও চাইলে আপনার ট্রেডিং টার্মিনাল অর্থাৎ MT4 কিংবা MT5 টার্মিনালে চাইলে এই চার্ট ব্যবহার করার সুবিধা পাবেন।
ট্রেডিং এর জন্য সবচেয়ে বেশী জনপ্রিয় হচ্ছে এখন ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Views: 159