Base Currency | বেইজ কারেন্সি

0
264
Base Currency
সর্বশেষ আপডেট: October 13, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট
আর্টিকেল এর বিষয়সমুহ

Base Currency কি?

আপনি যখন ট্রেড করার জন্য কোনও কারেন্সি পেয়ার সিলেক্ট করবেন তখন দেখবেন এক সাথে দুইটি কারেন্সির নাম দেখতে পাবেন। যেমন ধরুনঃ EUR/USD এটি হচ্ছে একটি কারেন্সি পেয়ার। যেটির প্রথমে যেই কারেন্সি অবস্থান করছে সেটিকে বলা হয় Base কারেন্সি।

ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে কারেন্সি পেয়ারগুলো অনেকটা XXX/YYY কিংবা XXXYYY এই সন্যিবেশে থাকে যেখানে XXX হচ্ছে Base Currecny এবং YYY হচ্ছে Quote Currency ।

কারেন্সির চিহ্ন

আপনি হয়তোবা ইতিমধ্যেই খেয়াল করেছেন EUR এবং USD এই চিহ্ন এর মাধ্যমে কারেন্সি পেয়ার গঠিত থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে কেন এরকম হয়। আসলে এটি International Organization for Standardlixation যা সংক্ষেপে ISO নামে পরিচিত এই প্রতিষ্ঠান এই নাম কারেন্সি পেয়ার আর আন্তর্জাতিক সংক্ষেপে প্রকাশ করে থাকে। যা হচ্ছে ISO 4217 এর মান অনুসারে প্রকশিত হয়ে থাকে।

প্রতিটি দেশের কারেন্সি কিংবা মুদ্রাকে তিন অক্ষরে প্রকাশ করা হয়ে থাকে যেমন BDT হচ্ছে বাংলাদেশ মুদ্রা TAKA এর আন্তর্জাতিক চিহ্ন।

এই চিহ্নকে আবার বলা হয় কারেন্সি কোড

৩ অক্ষর এর এই কারেন্সি কোড এর ১ম অক্ষর ওই দেশের নাম এবং শেষ অক্ষর কারেন্সি নামকে সংক্ষেপে প্রকাশ করে থাকে। আপনি শুধু এতটুকু মনে রাখবেন,

/” এর আগে যেটি থাকবে কিংবা কারেন্সি পেয়ার এর প্রথম যেটি থাকবে সেটিই হচ্ছে Base Currency

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 4 of 4 found this article helpful.
Views: 289

আরও জানুন

পূর্ববর্তী: Bullish | বুল্লিশ কি?
পরবর্তী: Quote Currency | কোউট কারেন্সি
পূর্বের আর্টিকেলBar Chart | বার চার্ট
পরবর্তী আর্টিকেলQuote Currency | কোউট কারেন্সি
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here