Bear Flag – এটি হচ্ছে একটি বিশেষ চার্ট প্যাটার্ন যা ডাউনট্রেন্ড এর মধ্যে যখন প্রাইস রিট্রেস নিতে থাকে তখন গঠিত হয়। এটিতে দুইটি সমান্তরাল ট্রেন্ডলাইন থাকে যা একটি Flag এর আকৃতি প্রদান করে থাকে।
এটি মুলত হয়, যখন প্রাইস এর পজিশন Seller এর কাছে বেশী থাকে। যার ফলে প্রাইস ক্রমশ নিচের দিকে অর্থাৎ ডাউনট্রেন্ড এর দিকে নামতে থাকে। একটি সময়ে এসে মার্কেট থেকে বেশীকিছু বিদ্যমান Seller তাদের পজিশন ক্লোজ করে ফেলে যার ফলে প্রাইস কিছুটা রিট্রেস নিয়ে পুনয়ায় উপরের দিকে ফিরে আসে।
তবে মার্কেট এর বিদ্যমান সেলার এর পজিশন বেশী থাকার দরুন, প্রাইস একটি নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত রিট্রেস নিয়েই আবার আগের পজিশনে ফিরে আসে। তখনই মুলত এই ধরনের Bear Flag তৈরি হয়। তখন প্রাইস ক্রমশ Higher lows এবং Higher High তৈরি করতে থাকে।
এই সময়টিতে মার্কেট প্রাইস একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে থাকে যাকে বলা হয় consolidation । এই সময়গুলোতে ট্রেডার নতুন এন্ট্রি পজিশন গ্রহন করার জন্য অপেক্ষা করতে থাকেন। যখনই প্রাইস এই রেঞ্জ থেকে বের হতে সক্ষম হয় তখনই ট্রেডাররা নতুন করে এন্ট্রি গ্রহন করে থাকেন।
যার মাধ্যমে মার্কেটে নতুন ট্রেডাররা পুনরায় Sell পজিশন গ্রহন করে থাকেন যা কারেন্সি পেয়ারটির নতুন ডাউনট্রেন্ড তৈরি করতে সহায়তা করে।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।