প্রত্যাশিত পড়ার সময়: < 1 min
Bear Market – ফরেক্স ট্রেডিং করতে গেলে এই শব্দটি ঘুরে ফিরে অসংখ্যবার এই শব্দটি শুনতে পারবেন। ট্রেডিং এর ভাষায় যখন কোনও কারেন্সি পেয়ার এর প্রাইস নিম্নমুখী ধারায় থাকে তখন এটিকে Bear Market বলা হয়ে থাকে। অর্থাৎ, আপনি যদি কোনও আর্টিকেল কিংবা কোনও নিউজে দেখতে পান, EURUSD কারেস্নি পেয়ার Bear Market এর মধ্যে রয়েছে তাহলে বুঝবেন এর প্রাইস নিম্নমুখী।
সহজ কথায়-
Bear Market = প্রাইস এর নিম্নমুখী ধারা
অনেকেই আবার এটিকে Bearish Market ও বলে থাকেন। অর্থাৎ দুইটি শব্দটির অর্থ একই
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Views: 173