Bear Trap কি?
এটি এমন একটি মার্কেট এর অবস্থা যখন ট্রেডার মার্কেট প্রাইস এর শর্ট পজিশন অর্থাৎ Sell পজিশনে এন্ট্রি গ্রহন করেন কিন্তু প্রাইস এন্ট্রি বিপরীতে পুনরায় উপরের দিকে যেতে থাকে।
বেয়ারিশ ট্রেডাররা ধরে নিতে থাকে, প্রাইস এর আপট্রেন্ড শেষ হয়ে গেছে কিন্তু বাস্তবতা হচ্ছে প্রাইস আসলেই সেটি করেনি। যার ফলে প্রাইস নিচের দিকে নেমে না এসে একটি রেঞ্জ এর মধ্যে অবস্থান করা শুরু করে কিংবা নতুন করে আপট্রেন্ড এর দিকে ফিরে আসে।
কিভাবে এটি কাজ করে?
বড় বড় ট্রেডার (যেমন ব্যাংক) যারা আছেন তারা মুলত এই Bear Trap এর মাধ্যমে নিজেদের এন্ট্রি পজিশন ক্লোজ করে এই ট্র্যাপ তৈরি করে থাকেন। যতক্ষণ পর্যন্ত অন্যান্য ট্রেডাররা এই ট্র্যাপ এর মধ্যে থেকে চিন্তা করতে থাকেন “প্রাইস ডাউনট্রেন্ড এর মধ্যেই অবস্থান করবে। কিংবা আপট্রেন্ড শেষ হয়ে গিয়েছে বলে মনে করবে।”
এমন সময় এসে, এই বড় বড় ট্রেডাররা পুনরায় BUY পজিশন গ্রহন করতে থাকেন এবং এই Bear Trap টি ক্লোজ করে দেন। অর্থাৎ, এই সময় কারেন্সিতে বড় লট কিংবা ভলিউম এর বাই এন্ট্রি গ্রহন করেন যার ফলে প্রাইস এর রেঞ্জিং পজিশন ব্রেকআউট প্রদান করে এবং সেটি পুনরায় আবার আপট্রেন্ড এর দিকে ফিরে আসে কিংবা ফিরে আসা শুরু করে।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।