প্রত্যাশিত পড়ার সময়: < 1 min
“Bearish” হচ্ছে ফরেক্স ট্রেডিং এর ভাষায় একটি টার্ম যার অর্থ ট্রেডার যখন কোনও কারেন্সি পেয়ার কিংবা কোনও ট্রেডিং ইন্সট্রুমেন্ট এর প্রাইস ডাউন কিংবা নিম্নমুখী প্রবনতার মধ্যে থাকবে সেটি ধরে নেন। অর্থাৎ,
আপনি যদি কোনও কারেন্সি পেয়ারের Bearish পজিশন চিন্তা করেন এর অর্থ হচ্ছে আপনি ধরে নিচ্ছেন প্রাইস আরও নিচের দিকে নামবে।
Bearish Market হচ্ছে যখন প্রাইস ডাউনট্রেন্ড এর মধ্যে থাকে তখন প্রাইস ক্রমশ lower high এবং lower low ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করতে থাকে।
অর্থাৎ আপনি যদি কোনও কারেন্সি পেয়ার এর Bearish পজিশন চিন্তা করেন যার অর্থ হচ্ছে আপনি কারেন্সি পেয়ারটির নিভেটিভ পজিশন ধরে নিচ্ছেন। যদি উধারহন হিসাবে বলি, ধরুন আপনি মনে করলেন EURO বেয়ারিশ পজিশনে রয়েছে অর্থাৎ আপনি ধরে নিচ্ছেন EUR ক্রমশ দুর্বল হয়ে যাবে।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Views: 273