Binary Trading Strategies

0
7517
Binary Trading Strategies
সর্বশেষ আপডেট: October 19, 2021
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 6 মিনিট

Binary Trading Strategies – ফরেক্স ট্রেডিং এর মতই বাইনারি অপশন ট্রেডিং এও কিছু আলাদা আলাদা কৌশল রয়েছে যার মাধ্যমে আপনাকে ট্রেড করতে হবে। একটি কথা মনে রাখবেন, ফরেক্স মার্কেটের থেকেও আপনাকে বেশি পরিমাণ কৌশলী হতে হবে বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে।

এক একজন ট্রেডারের ট্রেডিং স্ট্রেটিজি এক এক রকমের হয়ে থাকে। কেউ Moving Average ব্যবহার করেন আবার কেউবা Bollinger Bands ব্যবহার করেন। আমরা আগেই এইসব ইন্ডিকেটর নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি কিন্তু এইগুলো বাইনারিতে ট্রেড করতে হলে একটু ভিন্ন রকম করে সেট করে নিতে হয়। আজকে আমরা আলোচনা করবো বেশকিছু Binary Trading Strategies নিয়ে যেগুলো ট্রেডিং এর ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে বলে আশা করি।

ট্রেডিং একাউন্ট

নিচের প্রদত্ত কৌশলগুলো আমরা IQ Option বাইনারি ব্রোকারে ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার করেছি । আপনি চাইলে যেকোনো ব্রোকারের এগুলোকে ব্যবহার করতে পারেন তবে আমাদের পরামর্শ হচ্ছে ট্রেডিং এর জন্য IQ Option ব্রোকার ব্যবহার করা।

কেননা এই ব্রোকার এর রয়েছে শক্তিশালী রেগুলেশন, ভালো মানের গ্রাহক সেবা, সর্বনিম্ন ফান্ড ডিপোজিট এবং উত্তোলন এর সুবিধা এবং সেই সাথে একাধিক ধরনের ট্রেডিং এর সুবিধা। আমাদের অভিজ্ঞতা অনুসারে ৯০ ভাগ ট্রেডারই বাইনারি ট্রেড করার জন্য এই ব্রোকার ব্যবহার করেন।

সুতরাং, আপনিও চাইলে এই ব্রোকারে একটি ফ্রি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করার মাধ্যমে ট্রেডিং সুবিধা গ্রহন করতে পারেন। এর জন্য অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট www.iqoption.com ক্লিক করুন এবং ইমেইল আইডির মাধ্যমে একটি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিন।

আপনি যদি ফোন এর ব্রাউজার এর মাধ্যমে এই লিংক ক্লিক করেন তাহলে সরাসরি ব্রোকার এর ট্রেডিং এপ্লিকেশন ডাউনলোড অপশনে চলে যাবেন। সেখান থেকে অনুগ্রহ করে স্ক্রিনে প্রদত্ত নির্দেশনা অনুসরন করে একটি ফ্রি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে পারেন।

তাহলে চলুন এবার শুরু করা যাক আজকের Binary Trading Strategies আর্টিকেল।

Moving Average

Moving Average নিয়ে আমরা আমাদের ইন্ডিকেটর সেকশনে আগেই আলোচনা করেছি। আপনার যদি Moving Average নিয়ে বিস্তারিত কোনও কিছু জানার থাকে তাহলে কষ্ট করে আমাদের ইন্ডিকেটর সেকশনে দেখুন।

চলুন এবার শুরু করি, আগেই বলেছি বাইনারিতে মুভিং এভারেজ ভিন্ন রকম করে ব্যবহার করতে হয়। আমরা এখানে সিম্পল মুভিং এভারেজ এর পরিবর্তে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ (EMA) ব্যবহার করবো।

ইন্ডিকেটর সেটাপ

Binary Trading Strategies Using Moving Average

উপরের চিত্রে লক্ষ্য করুন- এখানে আমরা তিনটি আলাদা আলাদা এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ (EMA) ব্যবহার করেছি। যেখানে,

নীল লাইন হচ্ছে– 6 পিরিয়ডের এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ।
হলুদ লাইন হচ্ছে– 14 পিরিয়ডের এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ।
লাল লাইন হচ্ছে– 26 পিরিয়ডের এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ।

সিগন্যাল

উপরের চিত্রের দিকে ভালো করে লক্ষ্য করুন। এখানে আমরা দুটি আলাদা সিগন্যাল এক সাথে দেখানর চেষ্টা করেছি। যেখানে আপনি সবুজ বৃত্ত দেখছেন এতি হচ্ছে Call সিগন্যাল এবং যেখানে লাল বৃত্ত দেখছেন এটি হচ্ছে Put সিগন্যাল।

এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা বুঝব যে মুভিং এভারেজ আমাদের বাই অথবা সেল সিগন্যাল দিচ্ছে? নিচের চিত্রে দেখুন-

বাই/ Call সিগন্যাল

যখন নীল লাইন, হলুদ এবং লাল লাইনকে নিচ থেকে উপরের দিকে ক্রস করে যাবে তখন আমরা একটি BUY সিগন্যাল পাবো। নিচের চিত্রে ভালো করে লক্ষ্য করুন-

উপরের চিত্রে দেখুন নীল লাইন, হলুদ এবং লাল লাইনকে নিচ থেকে উপরের দিকে ক্রস করে উঠে গেছে এবং আমরা এখানে একটি Buy/Call সিগন্যাল পেয়েছি। আমরা যদি এখানে একটি বাই ট্রেড দিতাম তাহলে অবশ্যই প্রফিট পেতাম। কিছু কিছু সময় আমরা এই সিগন্যাল চিনতে ভুল করি। একটি ভালো বাই সিগন্যাল এর জন্য কিছু জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে,

  • ফ্ল্যাট কিংবা নিউট্রাল মার্কেটে এই সিগন্যাল কাজ করে না। তখন কোনও ধরনের ট্রেড দেয়ার দরকার নেই।
  • যখন প্রাইস শক্তিশালী বাই ট্রেন্ডে উঠবে তখন সবার উপরে থাকবে নীল লাইন, মাঝখানে থাকবে হলুদ লাইন এবং সবার নিচে থাকবে লাল লাইন। যদি আপনি দেখেন বাই সিগন্যাল দিয়েছে কিন্তু লাইনগুলোর পর্যায়ক্রম সঠিক নেই তাহলে বুঝবেন প্রাইস আবার বিপরীতদিকে নেমে আসতে পারে।
  • নিউজের সময় ট্রেড না করাই ভালো। কারন গুরুত্বপূর্ণ নিউজ টাইমে মার্কেটর মুভমেন্ট খুব বেশী পরিমাণ থাকে যার কারনে তখন সিগন্যাল কাজ নাও করতে পারে। এই জন্য সবসময় ট্রেড করার আগে প্রতিদিনের ক্যালেন্ডার দেখে নিন।
  • এই স্ট্রেটিজি ব্যবহার করে রিয়েল ট্রেড করার আগে অবশ্যই ভালো করে ডেমো ট্রেড করে নিবেন যাতে করে আপনি এটি ব্যবহারে ভালো করে অভ্যস্ত হতে পারেন।
  • এই ট্রেড ভালো সিগন্যাল দেয় 30 সেকেন্ড ক্যান্ডেলে কিন্তু তবে আপনি যদি চান তাহলে আরও কম টাইমফ্রেমেও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো করে আগে প্রাকটিস করে রিয়েল ট্রেড করতে হবে।

RSI Indicator

ফরেক্স ট্রেডিং এর মতই বাইনারি ট্রেডিং এ ও RSI বহুল ব্যবহৃত একটি ইন্ডিকেটর। প্রায় সকল বাইনারি ট্রেডারই RSI টুল ব্যবহার করে থাকেন এবং আপনি যদি এটিকে ভালো করে ব্যবহার করা শিখতে পারেন তাহলে আপনার বাইনারি ট্রেডে প্রফিটের পরিমাণ অনেক বেশি হবে।

ফরেক্স ট্রেডিং এর মতই বাইনারি ট্রেডিং এ ও RSI একই নিয়মে কাজ করে। আমরা আপনাদের আগেই এই ইন্ডিকেটরের সম্পর্কে জানিয়েছি। তারপরও যদি আপনাদের RSI সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে RSI Indicator এর বিস্তারিত জেনে নিতে পারেন।

এখন তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি তাহলে ফরেক্স মার্কেটর মতন করেই RSI ইন্ডিকেটর ব্যাবহার করবো? উত্তর হচ্ছে না। একটু আলাদা করে বাইনারি ট্রেডিং এ RSI ব্যবহার করতে হয়। অনেকেই এক এক রকমভাবে এটি ব্যবহার করে থাকেন। আজকে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে Binary Trading Strategies এ সঠিকভাবে RSI এর ব্যবহার সম্পর্কে আলোচনা করবো।

ইন্ডিকেটর সেটিংস

আপনি যেই বাইনারি ব্রোকারে ট্রেড করেন সেখানের ইন্ডিকেটর লিস্ট থেকে RSI নির্বাচন করুন। RSI পিরিয়ড যেটা আছে সেটাই থাকবে শুধুমাত্র লেভেল 70 কে 80 এবং লেভেল 30 কে লেভেল 20 করে সাবমিট করুন।Binary Trading Strategies using RSI Indicator

RSI কিভাবে CALL/BUY সিগন্যাল প্রদান করে?

RSI সম্পর্কে আমরা আগেই জানি, প্রাইস যদি Oversold জোন এ থাকে তাহল আমরা BUY/CALL এন্ট্রি নিবো। এখানে Oversold জোন হচ্ছে 20। সুতরাং প্রাইস যদি রিডিং 20 এর নিচে যায় শুধুমাত্র তখনই আমরা CALL/BUY এন্ট্রি নিবো। নিচের চিত্রের দিকে ভালো করে লক্ষ্য করুন,

Binary Trading Strategies Using RSI Indicator Put or Call Signal
দেখুন মার্কেট প্রাইস RSI রিডিং 20 এর নিচে নেমে গেছে। এখন আপনি কি করবেন ? আপনার উত্তর যদি হয় CALL/BUY এন্ট্রি তাহলে বলবো আপনি সঠিকভাবে ধরতে পেরেছেন।

এইবার এই চিত্রটি দেখুন,দেখুন কিভাবে প্রাইস উপরের দিকে উঠে গেছে। এটাই হচ্ছে বাইনারি ট্রেডিং এ RSI এর সবচেয়ে ভালো ব্যবহার। আপনি যদি ভালো করে এটা ব্যবহার করে এন্ট্রি নিতে পারেন তাহলে আপনার প্রফিট রেশিও 90% এর উপরে থাকবে

RSI সম্পর্কে আমরা আগেই জানি, প্রাইস যদি Overbought জোন এ থাকে তাহল আমরা PUT/SELL এন্ট্রি নিবো। এখানে Overbought জোন হচ্ছে 80। সুতরাং প্রাইস যদি রিডিং 80 এর উপরে যায় শুধুমাত্র তখনই আমরা PUT/SELL এন্ট্রি নিবো। নিচের চিত্রের দিকে ভালো করে লক্ষ্য করুন,

Binary Trading Strategies Using RSI Indicator PUT or SELL Signalদেখুন মার্কেট প্রাইস RSI রিডিং 80 এর উপরে উঠে গেছে। এখন আপনি কি করবেন ? আপনার উত্তর যদি হয় PUT/SELL এন্ট্রি তাহলে বলবো আপনি সঠিকভাবে ধরতে পেরেছেন। এইবার এই চিত্রটি দেখুন,

Binary Trading Strategies Using RSI Indicator, Perfect PUT or SELL Entry
দেখুন কিভাবে প্রাইস নিচের দিকে নেমে গেছে। এটাই হচ্ছে বাইনারি ট্রেডিং এ RSI এর সবচেয়ে ভালো ব্যবহার। আপনি যদি ভালো করে এটা ব্যবহার করে এন্ট্রি নিতে পারেন তাহলে আপনার প্রফিট রেশিও 90% এর উপরে থাকবে।

মারটিঙ্গেল থিওরি

চলুন একটু পিছিয়ে যাওয়া যাক। মারটিঙ্গেল থিওরি প্রথম আসে আঠারো শতকের দিকে। প্রধানত এই থিওরি, জুয়া কিংবা ক্যাসিনোতে ব্যবহার করার জন্য এবং অল্প সময়ের মধ্যেই অনেক জনপ্রিয় হয়ে উঠে। একসময়, ক্যাসিনোগুলোতে এই থিওরি ব্যবহারের জন্য অনেক ধরনের বিধি-নিষেধ আরোপ করা হয়।

মারটিঙ্গেল থিওরির প্রধান নীতি হচ্ছে আপনি প্রথমে যেই ট্রেড করবেন যদি সেটাতে লস করেন তাহলে পরের ট্রেড ডাবল লটে করবেন।

বুঝতে পারছেন না? ঠিক আছে! আরও সহজ করে বলছি,

ধরুন আপনি EUR/USD পেয়ারে 1 Lot এর একটি বাই/BUY এন্ট্রি নিলেন। কোনও কারণে আপনার ট্রেডটি লসের দিকে চলে গেল। সুতরাং, আপনাকে এই লস রিকভার করার জন্য সাধারনভাবেই অন্য আর একটি এন্ট্রি নিতে হবে?

আপনি পরের এই নতুন এন্ট্রি নিবেন ডাবল/Double লটে অর্থাৎ 2 Lot। এটাই হচ্ছে মারটিঙ্গেল থিওরি। সহজ না? আর কিছু নেই এখানে। আশা করি আপনার বুঝতে এখন আর কোনও সমস্যা নেই।

ফরেক্স কিংবা বাইনারি ট্রেডের একটি নীতি রয়েছে, আপনার যদি ব্যালেন্স বড় হয় তাহলে আপনি কখনোই লস খাবেন না। কোথাটা আসলেই সত্যি।

কিভাবে ব্যবহার করবেন?

আগেই আপনাদের বলেছি- বাইনারি ট্রেডে প্রফিট করতে হলে আপনাকে অনেক বেশী কৌশলী হতে হবে। চলুন তাহলে এবার আমরা একটু কৌশলী হবার চেষ্টা করি। নিচের চার্টটি দেখুন- এটি একটি AUD/JPY এর 30 সেকেন্ড টাইমফ্রেমের চার্ট

Binary Trading
Binary Trading

উপরের চিত্রে ভালো করে লক্ষ্য করুন, ধরে নিন আপনি AUD/JPY পেয়ারে একটি সেল/SELL এন্ট্রি নিলেন $1 ইনভেস্ট করে। যেহেতু বাইনারি ট্রেডিং ছোট সময়ের জন্য হয়ে থাকে সুতরাং আপনার ১ম-সেলের এন্ট্রি লসে শেষ হোল। এখন মারটিঙ্গেল থিওরির আওতায় আপনি যখন পরের এন্ট্রি নিবেন আপনাকে তখন ডাবল অর্থ ইনভেস্ট করে নিতে হবে।

অর্থাৎ, আপনার পরের এন্ট্রির হবে $2 এর। এতে করে আপনি এই সেল এন্ট্রিতে যদি প্রফিট পান তাহলে আপনার আগের লস উঠে আসবে। এটা হচ্ছে মারটিঙ্গেল থিওরির সুত্র

মনে করুন, আপনি যেই বাইনারি ব্রোকারে ট্রেড করছেন সেখানে AUD/JPY পেয়ারে 80% প্রফিট রিটার্ন দিচ্ছে। তাহলে  আপনার ১ম এন্ট্রি অনুযায়ী আপনার লস হয়েছে $1। এবার, আপনি এন্ট্রি নিলেন (২য় সেল এন্ট্রি) $2 দিয়ে এবং প্রফিট পেলেন। এখন, 80% প্রফিট রিটার্ন অনুযায়ী আপনার টোটাল প্রফিট আসবে $2*80%= $1.60। আপনি আগের ট্রেডে লস করেছিলেন $1 এবং এবার প্রফিট করলেন $1.60 সুতরাং আপনার টোটাল প্রফিট হচ্ছে, $1-$1.60= 0.60 ।

সারমর্ম

ট্রেডার হিসাবে আপনি উপরের সবগুলো কিংবা যেকোনো একটি ট্রেডিং কৌশল ব্যবহার করে ট্রেড শুরু করতে পারেন। আপনি যদি ধৈর্য সহকারে ট্রেড করেন তাহলে নিশ্চিত হয়ে বলতে পারি, ট্রেডিং এর লস হবেনা। তবে একটি বিষয় মনে রাখতে হবে, Binary Trading Strategies নিজের মতন করে ব্যবহার করার জন্য অবশ্যই নিজেকে এই কৌশল এর সাথে মানিয়ে নিতে হবে। কোনওভাবেই ভালো করে প্র্যাকটিস না করে রিয়েল ট্রেডে এই কৌশলগুলো ব্যবহার করা যাবেনা। অন্যথায়, বড় আকারের লসের সম্মুখীন হতে পারেন।

কেননা এই কৌশলগুলো আমাদের ট্রেডিং অভিজ্ঞতা থেকে নেয়া এবং এগুলো ব্যবহারে ভালো ফল আমরা পেয়েছে। কিন্তু সেটি আপনিও যে পাবেন তার চিন্তা করার কিছুই নেই। আপনার জন্য এগুলো ভালো কাজ নাও করতে পারে। এর জন্য প্রয়োজন হবে রিয়েল ট্রেডে ব্যবহার করার পূর্বে অবশ্যই প্র্যাকটিস করে নিজেকে এই কৌশলগুলোর সাথে মানিয়ে নেয়া।

ট্রেডিং এর জন্য আমাদের পরামর্শ হচ্ছে IQ Option ব্রোকার। কেননা বাইনারি ট্রেডিং এর জন্য এর থেকে ভালো ব্রোকার খুঁজে পাওয়া কষ্টকর। বিস্তারিত আরও জানতে পারবেন ব্রোকারের ওয়েবসাইট থেকে – www.iqoption.com


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 1 87 of 88 found this article helpful.
Views: 7616

আরও জানুন

পূর্ববর্তী: Binary Broker | বাইনারি ব্রোকার
পূর্বের আর্টিকেলBinary Broker | বাইনারি ব্রোকার
পরবর্তী আর্টিকেলBREXIT Update
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here