Breakdown | ব্রেকডাউন

0
290
Forex Breakdown
সর্বশেষ আপডেট: October 14, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট

যখন প্রাইস ডাউন অর্থাৎ, নিচের দিকে ব্রেকআউট প্রদান করে তখন এটিকে বলা হয় Breakdown ।

মাঝে মাঝে চার্টে দেখবেন, কারেন্সি পেয়ার এর প্রাইস একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে অবস্থান করে অর্থাৎ, প্রাইসঃ কোনওভাবে উপরের দিকে কিংবা নিচের দিকেও নামতে পারেনা। সাধারনত ব্রেকডাউন বোঝায়, মার্কেটে বিদ্যমান Buyer এর পজিশন ক্রমশ দুর্বল হচ্ছে কিংবা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমরা সবাই জানি, প্রাইস সবসময় কোনও না কোনও সাপোর্ট কিংবা রেসিস্টেন্স লেভেল এর মধ্যেই অবস্থান করতে থাকে। Breakdown এর সময় প্রাইস এর সম্ভাব্য ব্রেকআউটটি গঠিত হয় নিচের দিকে অর্থাৎ সাপোর্ট লেভেল এর দিকে ব্রেকআউট করে প্রাইস আরও নিচের দিকে নেমে আসে তখনই এই অবস্থাকে বলা হয়ে থাকে ব্রেকডাউন।

প্রাইস যখন এর সাপোর্ট লেভেল ব্রেককরে তখন ট্রেডাররা ধরে নেয় প্রাইস আরও নিচের দিকে নামবে কিংবা বিদ্যমান ডাউনট্রেন্ড আরও বেশী শক্তিশালী হবে। যার একটি সম্ভাব্য Sell সিগন্যাল প্রদান করে থাকে। তখন ট্রেডাররা ব্রেকডাউন লেভেল এর নিচে সম্ভাব্য Sell এন্ট্রি গ্রহন করে থাকেন।

তবে যদি প্রাইস বড় আকারের কোনও ক্যান্ডেল এর মাধ্যমে ব্রেকডাউন করে তাহলে নতুন এন্ট্রি গ্রহন না করে প্রাইস এর পুলব্যাক পর্যন্ত অপেক্ষা করাই হবে উত্তম। 

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 7 of 7 found this article helpful.
Views: 295

আরও জানুন

পরবর্তী: Price Action | প্রাইস অ্যাকশন
পূর্বের আর্টিকেলBullish | বুল্লিশ কি?
পরবর্তী আর্টিকেলBar Chart | বার চার্ট
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here