যখন প্রাইস ডাউন অর্থাৎ, নিচের দিকে ব্রেকআউট প্রদান করে তখন এটিকে বলা হয় Breakdown ।
মাঝে মাঝে চার্টে দেখবেন, কারেন্সি পেয়ার এর প্রাইস একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে অবস্থান করে অর্থাৎ, প্রাইসঃ কোনওভাবে উপরের দিকে কিংবা নিচের দিকেও নামতে পারেনা। সাধারনত ব্রেকডাউন বোঝায়, মার্কেটে বিদ্যমান Buyer এর পজিশন ক্রমশ দুর্বল হচ্ছে কিংবা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমরা সবাই জানি, প্রাইস সবসময় কোনও না কোনও সাপোর্ট কিংবা রেসিস্টেন্স লেভেল এর মধ্যেই অবস্থান করতে থাকে। Breakdown এর সময় প্রাইস এর সম্ভাব্য ব্রেকআউটটি গঠিত হয় নিচের দিকে অর্থাৎ সাপোর্ট লেভেল এর দিকে ব্রেকআউট করে প্রাইস আরও নিচের দিকে নেমে আসে তখনই এই অবস্থাকে বলা হয়ে থাকে ব্রেকডাউন।
প্রাইস যখন এর সাপোর্ট লেভেল ব্রেককরে তখন ট্রেডাররা ধরে নেয় প্রাইস আরও নিচের দিকে নামবে কিংবা বিদ্যমান ডাউনট্রেন্ড আরও বেশী শক্তিশালী হবে। যার একটি সম্ভাব্য Sell সিগন্যাল প্রদান করে থাকে। তখন ট্রেডাররা ব্রেকডাউন লেভেল এর নিচে সম্ভাব্য Sell এন্ট্রি গ্রহন করে থাকেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।