Breakout Trading | ব্রেকআউট ট্রেডিং

0
424
Breakout Trading
সর্বশেষ আপডেট: April 3, 2023
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 3 মিনিট
আর্টিকেল এর বিষয়সমুহ

Breakout Trading – বাউন্স ট্রেডিং এর ঠিক বিপরীত চিত্রটি হচ্ছে ব্রেকআউট ট্রেডিং। এই সময় প্রাইস মার্কেটে বিদ্যমান সাপোর্ট কিংবা রেসিস্টেন্স লেভেলকে সফলভাবে ব্রেক করতে সক্ষম হয়। অর্থাৎ, যখন প্রাইস কোনও নির্দিষ্ট রেঞ্জ যেমন, ট্রেন্ডলাইন, সাপোর্ট লেভেল কিংবা রেসিস্টেন্স লেভেল ব্রেক করতে সক্ষম হয় তখন এই Breakout Trading কৌশল অনুসারে ট্রেডাররা এন্ট্রি গ্রহন করে থাকেন।

Breakout Trading

তবে এই বিষয়টি নিয়ে অনেক বেশী পরিমাণ তর্ক-বিতর্ক রয়েছে। অনেক ট্রেডার মনে করেন, সাপোর্ট কিংবা রেসিসটেন্স লেভেল প্রাইস ভাঙতে পারবেনা কিংবা অনেকেই আবার মনে করেন এই লেভেল ভেঙে ফেলবে।

চিন্তার কিছু নেই, আমরা আপনাকে যেমন বাউন্স ট্রেড সম্পর্কে জানিয়েছি ঠিক এবার ব্রেকআউট ট্রেডিং নিয়ে জানাব।

যদি প্রাইস এই লেভেলকে ভেঙে ফেলে তাহলে আপনি কি করবেন? মেজর সাপোর্ট কিংবা রেসিসটেন্স লেভেল গুলো অনেক মার্কেট প্রাইসের Retracement কিংবা Extension হিসাবে কাজ করে থাকে। এখন আপনি যদি এই লেভেল থেকে এন্ট্রি নেন এবং প্রাইস যদি আপনার বিপরীত দিকে চলে যায়? তাহলে কি হবে একটু চিন্তা করে দেখুন।

প্রায়ই দেখা যায়, প্রাইস এই লেভেলকে ভাঙতে সক্ষম হয় সুতরাং, তখন তো আর বাউন্স ট্রেড করলে কাজ করবেনা তাই না?

ব্রেক-আউট ট্রেড করার প্রধান দুইটি মাধ্যম রয়েছে। একটি হচ্ছে Aggressive way  এবং অন্যটি হচ্ছে Conservative way

ব্রেকআউট ট্রেডিং এর বিস্তারিত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদের একটি বিশেষ ট্রেনিং কোর্স রয়েছে। অনুগ্রহ করে এই ট্রেডিং পদ্ধতির বিস্তারিত কৌশলসমূহ জানার জন্য অনুগ্রহ করে আমাদের ট্রেনিং পোর্টালের “Market Environment” ট্রেনিং কোর্সটিতে অংশ নিন।

 

এই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন, নিচের উল্লেখিত ভিডিও টিউটোরিয়ালটি থেকে। অনুগ্রহ করে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।

Aggressive way

নাম শুনেই হয়ত বুঝতে পারছেন এই কৌশলটি হচ্ছে একটু বেশীই আক্রমণাত্মক অর্থাৎ, যখনই প্রাইস সাপোর্ট কিংবা রেসিসটেন্স লেভেলকে ভাঙবে তখনই এন্ট্রি গ্রহন করবেন।

যেমন যদি ধরে নেই একটি কারেন্সি পেয়ার এর পশক্তিশালী সাপোর্ট লেভেল হচ্ছে 1.1250 এবং যখনই প্রাইস এই লেভেলকে ব্রেক করতে সক্ষম হবে ঠিক তখনই আপনি এন্ট্রি গ্রহন করবেন। অর্থাৎ, ডানে কিংবা বাঁয়ে তাকানোর কোনও সুযোগ নেই – “Direct Action

Conservative way

একটি কাল্পনিক ঘটনা চিন্তা করুন – ধরুন আপনি চিন্তা করলেন, EUR/USD কোনও একটি সাপোর্ট লেভেলে থেকে লাফ দিয়ে উপরে দিকে উঠে যাবে, তাই আপনি একটি লং পজিশন (BUY) এন্ট্রি নিলেন। কিন্তু কিছুক্ষণ পরেই দেখলেন মার্কেটে পজিশন হারাচ্ছেন, অর্থাৎ, মার্কেট প্রাইস আপনার সাপোর্ট লেভেলের নিচে চলে যাচ্ছে এবং সাথে আপনার একাউন্টের ব্যালেন্সও কমতে শুরু করেছে।

এমন অবস্থায় আপনি কি করবেন ?

ক. লস মেনে নিয়ে, ট্রেড থেকে বের হয়ে যাবেন ? নাকি
খ. আপনার এন্ট্রি পজিশনটিকে ধরে রাখবেন এবং মার্কেট উপরে যাওয়ার জন্য অপেক্ষা করবেন।

আপনার উত্তর যদি হয় ““,  তাহলে ধরে নিচ্ছি আপনি এই ধরনের ট্রেড সম্পর্কে খুব ভালো ভাবে অবগত। আপনার লং(BUY) পজিশনটি ব্রেকইভেন (এমন লেভেল যেখানে লাভ/লস সমান) অথবা, ব্রেকইভেনের কাছাকাছি বন্ধ করে দেওয়ার মানে হচ্ছে, আপনি EUR/USD তে একই পরিমাণ লটে/volume আরেকটি শর্ট (SELL) পজিশন নিয়েছেন।

যে সাপোর্ট লেভেল প্রাইস ভাঙতে সক্ষম হয়েছে, পরবর্তীতে সেই সাপোর্ট লেভেলেই প্রাইস আবার ফেরত আসবে। আর এই ধরনের ঘটনার কারনের সাপোর্ট লেভেল আবার রেসিসটেন্স লেভেল হয়ে যায়। যেহেতু আপনি এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে প্রফিট উপার্জনের পরিকল্পনা করেছেন, সেহেতু এর পরে আপনার কাজ হচ্ছে ধৈর্য সহকারে অপেক্ষা করা।

একদম মার্কেট যেখানে ব্রেক করেছে সেখানে এন্ট্রি না নিয়ে মার্কেটকে একটু “পুলব্যাক/Pullback” করতে দেওয়ার জন্য অপেক্ষা করেন, তারপর মার্কেট যখন আবার রেসিসটেন্স (পূর্বের সাপোর্ট) লেভেলে বাধা পেয়ে নামতে শুরু করবে ঠিক তখন এন্ট্রি নিন। অনেকটাই নিচের চিত্রের মতন।

এই ধরনের ব্রেকআউট ট্রেডিং কৌশলটিতে মুলত মার্কেট প্রাইস এর সার্বিক অবস্থান দেখে-শুনে বুঝে তারপর এন্ট্রি গ্রহন করতে হয়।

ব্রেকআউট ট্রেডিং এর বিস্তারিত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদের একটি বিশেষ ট্রেনিং কোর্স রয়েছে। অনুগ্রহ করে এই ট্রেডিং পদ্ধতির বিস্তারিত কৌশলসমূহ জানার জন্য অনুগ্রহ করে আমাদের ট্রেনিং পোর্টালের “Market Environment” ট্রেনিং কোর্সটিতে অংশ নিন।

যেমন ধরুন, একাটি কারেন্সি পেয়ার এর পশক্তিশালী সাপোর্ট লেভেল হচ্ছে 1.1250 এবং যখনই প্রাইস এই লেভেলকে ব্রেক করতে সক্ষম হবে ঠিক তখনই এন্টি গ্রহন করা যাবে না। যদি প্রাইস ব্রেকআউট হিসাবে কিছুটা নিচের দিকে নেমে আসে তাহলে উপরের চিত্রের ন্যায় রেসিস্টেন্স লেভেল (পূর্বের সাপোর্ট) পর্যন্ত অপেক্ষা করুন এবং তারপর এন্ট্রি গ্রহন করুন।

যেমন, ভ্যাকসিন গ্রহন করলেও কোভিড-১৯ ভাইরাস থেকে বাচতে হলে মাস্ক, ভিড় এড়িয়ে চলা, সঠিক নিয়মে হাত ধোয়া বন্ধ করা যাবেনা।

সতর্কতা হিসেবে কিছু কথা, সব সময় মনে রাখবেন ফরেক্স মার্কেটে ১০০% নিশ্চয়তা বলতে কিছু নেই। মার্কেট যে সব সময়ই সাপোর্ট/রেসিসটেন্সকে মেনে চলবে ব্যাপারটা তাও না, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই তাই ঘটে থাকে। অনেক সময় এমনও হতে মার্কেট আপনার প্রত্যাশিত অবস্থা থেকে আপনার পক্ষে না এসে আপনার বিপরীতে চলে গেছে, এই ধরনের ঘটনা এড়ানোর সব সময় স্টপ লস ব্যবহার করুন। 

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 5 of 5 found this article helpful.
Views: 478

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here