প্রত্যাশিত পড়ার সময়: < 1 min
যখন ট্রেডাররা ধরেনেন কারেন্সি পেয়ার এর প্রাইস উপরের দিকে কিংবা আপট্রেন্ড এর দিকে থাকবে কিংবা বর্তমান প্রাইস আরও বৃদ্ধি পাবে তখন এটিকে বলা হয় “Bull” ।
যেমন আপনি ধরে নিচ্ছেন, একটি কারেন্সি পেয়ার এর প্রাইস উপরের দিকে যাবে অর্থাৎ বৃদ্ধি পাবে যার অর্থ হচ্ছে আপনি Bull পজিশন এর চিন্তা করছেন।
এর ঠিক বিপরীত হচ্ছে “Bear” যার অর্থ হচ্ছে ট্রেডাররা কারেন্সি পেয়ারটির নেগেটিভ পজিশন অর্থাৎ ডাউনট্রেন্ড এর চিন্তা করছেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Views: 173