Bull Trap | বুল ট্র্যাপ

0
133
Bull Trap
সর্বশেষ আপডেট: October 13, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট
আর্টিকেল এর বিষয়সমুহ

Bull Trap কি?

এটি এমন একটি মার্কেট এর অবস্থা যখন ট্রেডার মার্কেট প্রাইস এর লং পজিশন অর্থাৎ Buy পজিশনে এন্ট্রি গ্রহন করেন কিন্তু প্রাইস এন্ট্রি বিপরীতে পুনরায় নিচের দিকে যেতে থাকে।

বুল্লিশ ট্রেডাররা ধরে নিতে থাকে, প্রাইস এর ডাউনট্রেন্ড শেষ হয়ে গেছে কিন্তু বাস্তবতা হচ্ছে প্রাইস আসলেই সেটি করেনি। যার ফলে প্রাইস উপরের দিকে না এসে একটি রেঞ্জ এর মধ্যে অবস্থান করা শুরু করে কিংবা নতুন করে ডাউনট্রেন্ড এর দিকে নামতে থাকে।

প্রাইস যখন ডাউনট্রেন্ড এর মধ্যে থাকে তখন এই Bull Trap, False Trend Reversal এর প্রদর্শন করে থাকে।

কিভাবে এটি কাজ করে?

বড় বড় ট্রেডার (যেমন ব্যাংক) যারা আছেন তারা মুলত এই Bull Trap এর মাধ্যমে নিজেদের এন্ট্রি পজিশন ক্লোজ করে এই ট্র্যাপ তৈরি করে থাকেন। যতক্ষণ পর্যন্ত অন্যান্য ট্রেডাররা এই ট্র্যাপ এর মধ্যে থেকে চিন্তা করতে থাকেন “প্রাইস আপট্রেন্ড এর মধ্যেই অবস্থান করবে। কিংবা ডাউনট্রেন্ড শেষ হয়ে গিয়েছে বলে মনে করবে।”

প্রায়ই দেখা যায় নতুন ট্রেডাররাই এই Bull Trap এর মধ্যে পড়ে যান এবং তারা মনে করে বসেন প্রাইস এর ডাউনট্রেন্ড প্রবণতা শেষ এবং Buy পজিশনে এন্ট্রি নিয়ে বসেন।

এমন সময় এসে, এই বড় বড় ট্রেডাররা পুনরায় SELL পজিশন গ্রহন করতে থাকেন এবং এই Bull Trap টি ক্লোজ করে দেন। অর্থাৎ, এই সময় কারেন্সিতে বড় লট কিংবা ভলিউম এর Sell এন্ট্রি গ্রহন করেন যার ফলে প্রাইস এর রেঞ্জিং পজিশন ব্রেকআউট প্রদান করে এবং সেটি পুনরায় আবার ডাউনট্রেন্ড এর দিকে ফিরে আসে কিংবা ফিরে আসা শুরু করে।

বেশীরভাগ নতুন ট্রেডাররাই এই ট্র্যাপটির মধ্যে পড়ে নিজের ভুল এন্ট্রির কারনে নিজেদের সবট্রেড নিয়ে লসে পড়েন কিংবা একাউন্ট স্টপআউট করে ফেলেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 2 of 2 found this article helpful.
Views: 139

আরও জানুন

পূর্ববর্তী: Bull Market | বুল মার্কেট
পরবর্তী: Bullish | বুল্লিশ কি?
পূর্বের আর্টিকেলBull Market | বুল মার্কেট
পরবর্তী আর্টিকেলBullish | বুল্লিশ কি?
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here