Bullish Belt Hold – এটিকে জাপানিজ ভাষায় বলা হয় “yorikiri” যেটি এক ক্যান্ডেল এর মাধ্যমে একটি প্যাটার্ন তৈরি করে যেটি প্রাইস এর বিদ্যমান ডাউনট্রেন্ড এর সম্ভাব্য রিভার্সাল ট্রেন্ড এর সিগন্যাল প্রদান করে থাকে। অর্থাৎ, মার্কেটে এখন যেই ডাউনট্রেন্ড চলমান সেটি শেষ হতে পারে এবং প্রাউস বাউন্স করতে পারে।
গঠন
এই প্যাটার্নটি হরহামেশাই চার্টে দেখতে পাবেন অর্থাৎ, Bullish Belt Hold ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুঁজে পেতে আপনাকে তেমন কোনও কষ্ট করতে হবে না। তারপরও এই প্যাটার্নটি বুঝতে পারার কিছু চিহ্ন আপনার বোঝার সুবিদধার জন্য উপস্থাপন করছিঃ
- মার্কেট এর ট্রেন্ড থাকবে নিম্নমুখী এবং সেখানে অনেকগুলো বেয়ারিশ ক্যান্ডেল কিংবা সেল ক্যান্ডেল থাকবে।
- বেশ কয়েকটি বেয়ারিশ ক্যান্ডেল এর পর একটি বুল্লিশ ক্যান্ডেল কিংবা বাই ক্যান্ডেল হবে।
- বুল্লিশ এই ক্যান্ডেলটির আকার হবে বড় এবং এর বডির উপরের দিকে ছোট করে দাগ (shadow) থাকবে কিংবা নাও থাকতে পারে।
- বুল্লিশ এই ক্যান্ডেলটির নিচে কোনও দাগ কিংবা shadow থাকবে না।
অর্থ
Bullish Belt Hold ক্যান্ডেল এর ওপেনিং প্রাইস হবে ওই সেশনের সর্বনিম্ন প্রাইস লেভেল। ওই ট্রেডিং সেশনে, যদি প্রয়াস উপরের দিকে রিট্রেস নেয়া শুরু করে তাহলে ক্যান্ডেলটি একটি বড় বুল্লিশ ক্যান্ডেল গঠন করবে। ক্যান্ডেল এর নিচের অংশটি হবে ক্যান্ডেল এর ওপেনিং প্রাইস এবং ক্যান্ডেলের উপরের অংশটি হবে ক্যান্ডেল এর ক্লোজিং প্রাইস। অন্যদিকে, ক্যান্ডেলটির উপরের দাগ নির্দেশ করবে-ওই সেশনে ক্যান্ডেল এর সর্বাধিক প্রাইস লেভেল।
Bullish Belt Hold ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি সাধারনত রিভার্সাল সিগন্যাল প্রদান করে এবং এটি হবে বেয়ারিশ থেকে বুল্লিশ ট্রেন্ড এর দিকে। চার্টে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর কিছু লক্ষন এর সাথে পরিচিত হয়ে নেই চলুনঃ
- ক্যান্ডেলটির আকার যত বড় হবে, এটি ততটাই শক্তিশালী রিভার্সাল এর সিগন্যাল প্রদান করবে।
- প্যাটার্ন এর সিগন্যাল সম্পর্কে নিশ্চিত হবার জন্য, অবশ্যই এরপর আরও একটি বুল্লিশ ক্যান্ডেল কিংবা Buy ক্যান্ডেল থাকতে হবে।
এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে ওয়েবসাইটের “Candlestick Pattern” অংশে দেখে নিতে পারেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।