Bullish Engulfing Pattern

0
496
সর্বশেষ আপডেট: November 5, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 2 মিনিট
আর্টিকেল এর বিষয়সমুহ

Bullish Engulfing Pattern

এটি হচ্ছে দুইটি জাপানিজ ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত একটি ক্যান্ডেল্টিক প্যাটার্ন যেখানে একটি বড় এবং ছোট ক্যান্ডেল থাকবে। ১ম ক্যান্ডেলটি হবে আকারে কিছুটা ছোট এবং ২য় ক্যান্ডেলটি হবে ১ম ক্যান্ডেলটির থেকে বড় অর্থাৎ, ২য় ক্যান্ডেলটিকে যদি ১ম ক্যান্ডেলটির উপরে রাখা যায় তাহলে ১ম ক্যান্ডেলটি দেখা যাবে না। চার্ট এর ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় Engulfing । এখানে ১ম ক্যান্ডেলটি হবে বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল এবং ২য় ক্যান্ডলটি হবে বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল।

গঠন

প্রথমেই আপনার মনে হতে পারে Engulf শব্দটির অর্থ কি? এটিে যদি সহজ করে বলি তাহলে এটি এমন একটি অবস্থা যখন, একটি-অন্যটিকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলে। অর্থাৎ, ইংরেজি ভাষায় বলা হলে “Cover Up” ।

যার অর্থ হচ্ছে, Bullish Engulfing Pattern তখনই গঠিত হয় যখন একটি বুল্লিশ ক্যান্ডেল এর আগের বেয়ারিশ ক্যান্ডেলকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলে।

দুই ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত এই প্যাটার্নটি মুলত ডাউনট্রেন্ডে বিদ্যমান একটি সম্পূর্ণ বেয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হবার পরে একটি বড় বুল্লিশ ক্যান্ডেল তৈরি করবে। নিচের চিত্রটি দেখে বোঝার চেষ্টা করুন।

চার্টে এই প্যাটার্নটি খুঁজে পেতে অবশ্যই কিছু চিহ্ন আপনাকে মনে রাখতে হবে। চলুন এবার সেগুলো জেনে নেয়া যাকঃ

  • মার্কেট প্রাইসটি সম্পূর্ণরূপে ডাউনট্রেন্ডে বিদ্যমান থাকবে।
  • ডাউনট্রেন্ডটির শেষ এর দিকে একটি ছোট বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল থাকবে।
  • এই বেয়ারিশ ক্যান্ডেলটির পর, একটি বুল্লিশ ক্যান্ডেল কিংবা Buy ক্যান্ডেল তৈরি হবে এবং এটির বডি অবশ্যই আগের বেয়ারিশ ক্যান্ডেল এর তুলনায় বড় হবে এবং যাতে করে আগের অর্থাৎ, বেয়ারিশ ক্যান্ডেল এর বডি সম্পূর্ণরূপে ঢেকে যায়।
  • ২য় ক্যান্ডেলটির টপ অবশ্যই ১ম ক্যান্ডেলটির টপ এর উপরে অবস্থান করে এবং ২য় ক্যান্ডেল এর বটোম অবশ্যই ১ম ক্যান্ডেল এর বটোম প্রাইস এর নিচে অবস্থান করবে।

অর্থ

যেহেতু Bullish Engulfing Pattern টি তৈরি হয় মার্কেট যখন ডাউনট্রন্ডে থাকে তাই বলা যায় তখন প্রাইস, মার্কেটে অবস্থিত Seller এর নিয়ন্ত্রনে থাকে। প্রাইস এর নিচের দিকে গ্যাপ তৈরি হতে থাকে তবে প্রাইস নতুন করে কোনও লো প্রাইস তৈরি করতে সক্ষম হয়না। অর্থাৎ, Seller প্রাইসকে আর নিচে নামাতে পারেনা এবং তখনই মার্কেটে নতুন করে Buyer এর উপস্থিতি হয় এবং প্রাইস বাউন্স করে উপরের দিকে গিয়ে শেষ হয়।

মনে রাখবেন, মার্কেটে এই বাইপ্রেসার এর কারনে ক্যান্ডেলটি আগের ক্যান্ডেল এর উপরে গিয়ে ক্লোজ হয়। যা নির্দেশ করে মার্কেটের নিয়ন্ত্রণ পরিবর্তিত হতে যাচ্ছে। যার ফলে যেই ক্যান্ডেলটি এতক্ষণ Sell মুডে ছিল সেটি এখন BUY ক্যান্ডেল হিসাবে ক্লোজ হবে।

অর্থাৎ, Buyer প্রাইসের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে এবং নতুন করা ট্রেন্ড রিভার্সাল তৈরি করতে পারে।

ট্রেডিং চার্টে এই প্যাটার্ন খুঁজে পাওয়ার জন্য এই লক্ষনগুলো নিচে নেয়ার অনুরধ করছিঃ

  • মনে রাখবেন, বিদ্যমান ডাউনট্রেন্ড শক্তিশালী হতে হবে নতুবা রিভার্সাল এর শক্তি থাকবে না।
  • বেয়ারিশ ক্যান্ডেল এর তুলনায় বুল্লিশ ক্যান্ডেল এর বডির আকার যত বড় হবে, এটি ততটাই শক্তিশালী সিগন্যাল প্রদান করবে।
এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে ওয়েবসাইটের “Candlestick Pattern” অংশে দেখে নিতে পারেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 1 9 of 10 found this article helpful.
Views: 520

আরও জানুন

পূর্ববর্তী: Bullish Belt Hold
পরবর্তী: Dark Cloud Cover
পূর্বের আর্টিকেলBullish Belt Hold
পরবর্তী আর্টিকেলDark Cloud Cover
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here