প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট
Currency Appreciation – এটি একটি ফরেক্স ট্রেডিং টার্ম যার অর্থ হচ্ছে একটি কারেন্সি অন্য কারেন্সির বিপরীতে কি পরিমাণ দর কিংবা ভ্যালু বৃদ্ধি পাচ্ছে।
যেমন ধরুন, যদি EUR/USD কারেন্সি পেয়ারটির প্রাইস 1.05 থেকে 1.10 প্রাইসে মুভ করে থাকে তাহলে এর অর্থ হচ্ছে-
EURO has appreciated by $0.05 against the US dollar.
অর্থাৎ, ১ ইউরো এর বিপরীতে ডলার এর নতুন এক্সচেঞ্জ রেট হবে $1.10 যা আগে ছিল $1.05
মনে রাখবেন, বিভিন্ন কারনে এই Currency Appreciation সংঘটিত হতে পারে। যেমন ধরুন, যেকোনো ধরনের মুদ্রানীতি, অর্থনীতির গতি-প্রকৃতি, দেশের রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় সংস্কৃতি, ছাড়াও আরও বেশী কিছু বিষয় আছে যা একটি দেশ এর কারেন্সি পেয়ার এর মূল্যমান এর বৃদ্ধি কিংবা হ্রাস করে থাকে।
যেমন ধরুন,
যদি ইউরো অন্তর্ভুক্ত দেশসমুহের অর্থনীতি পূর্বের থেকে শক্তিশালী হয় তাহলে এর সরাসরি প্রভাব পরবে EUR এর উপর যার ফলে আমরা দেখতে পাবো ইউরো কারেন্সি পেয়ারগুলোতে ভিন্ন কারেন্সি এর বিপরীতে ইউরো এর অবস্থান শক্তিশালী হচ্ছে।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Views: 118