Currency Pair | কারেন্সি পেয়ার

0
302
সর্বশেষ আপডেট: October 13, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট
আর্টিকেল এর বিষয়সমুহ

Currency Pair কি?

কারেন্সি পেয়ার হচ্ছে ফরেক্স ট্রেডিং এর জন্য বিদ্যমান ভিন্ন কারেন্সি এর মধ্যকার এক্সচেঞ্জ রেট হিসাবে প্রকাশ করা হয়। ফরেক্স ট্রেডিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটিতে একটি কারেন্সি বাই করা হয় এবং সমসাময়িকভাবে অন্য কারেন্সিকে সেল করা হয়ে থাকে।

আপনি যখন ফরেক্স ট্রেডিং করতে যাবেন, তখন আপনি কারেন্সি পেয়ারে Buy কিংবা Sell এন্ট্রি গ্রহন করবেন। যেখানে দেখবেন, প্রতিটি পেয়ারে বিদ্যমান কারেন্সিগুলোকে ৩টি কোড এর মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে।

যেখানে, প্রথম দুইটি কোড বোঝায় ওই কারেন্সির দেশকে এবং তৃতীয় কোডটি নির্দেশ করে কারেন্সির আন্তর্জাতিক নামকে। সাধারনত, কারেন্সি নাম এর প্রথম অক্ষরকে কোড হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।

যেমন ধরুন, USD এর সম্পূর্ণ অর্থ হচ্ছে US Dollar কিংবা CAD এর অর্থ হচ্ছে Canadian Dollar

USD/CAD কারেন্সি পেয়ার এর অর্থ হচ্ছে। আপনি U.S. dollar ক্রয় করছেন, Canadian dollar বিক্রয় করার মাধ্যমে।

Base এবং Quote Currecny

কারেন্সি পেয়ার এর প্রথমে যেই কারেন্সির অবস্থান সেটিকে বলা হবে Base Currency এবং পরের কারেন্সিটিকে বলা হয় quote currency. 

Quote Currency আবার Counter Currency নামেও পরিচিত থাকে।

কারেন্সি পেয়ার মুলত দুইটি কারেন্সির মধ্যবর্তী মানের পার্থক্যকে তুলনা করতে থাকে। এটি বোঝাতে থাকে, ১ ইউনিট বেইজ কারেন্সি ক্রয় করার জন্য ঠিক কি পরিমাণ কোউট কারেন্সি এর প্রয়োজন হবে।

অন্যদিকে, কারেন্সি পেয়ার এর মূল্য বলতে বোঝায়, এক ইউনিটি এর বেইজ কারেন্সি এর মূল্য কোউট কারেন্সিতে হিসাব করলে কি পরিমাণ এর হবে সেটি।

যদি উধারন হিসাবে বলি, EUR/USD কারেন্সি পেয়ার “EUR” হচ্ছে বেইজ কারেন্সি এবং “USD” হচ্ছে কোউট কারেন্সি।

যদি কারেন্সি পেয়ারটির বর্তমান মূল্য হয় 1.0950 এর অর্থ হচ্ছে, এক ইউরো এর মূল্য হবে 1.0950 U.S. dollars এর সমান। এখন যদি ইউরো এর মূল্য কিংবা মান ডলার এর বিপরীতে বৃদ্ধি পায়, তাহলে ১ ইউরো এর মূল্য হবে আগের থেকেও বেশী পরিমাণ ডলার যার কারনে Currency Pair এর প্রাইসও বৃদ্ধি পাবে।

অন্যদিকে, যদি ইউরো এর মান কমে আসে তাহলে ডলার এর বিপরীতে এর মান কমে আসবে যা বুঝাবে, কারেন্সি পেয়ারটি এখন নিচে নেমে আসবে।

যদি ট্রেড করার সময় আপনি চিন্তা করেন, Base Currecny এর মান Quote Currency এর মানের তুনলনায় বৃদ্ধি পাবে তাহলে আপনি চাইলে লং কিংবা Buy পজিশনে এন্ট্রি গ্রহন করতে পারেন। কিংবা, যদি মনে করেন বেইজ কারেন্সি এর মান কমে আসবে, তাহলে কারেন্সি পেয়ারটিতে আপনি শর্ট কিংবা Sell পজিশনে এন্ট্রি গ্রহন করতে পারেন।

কারেন্সি পেয়ার এর আরও বিস্তারিত তথ্য জানার থাকলে আমাদের অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্মে দেখতে পারেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 4 of 4 found this article helpful.
Views: 325

আরও জানুন

পূর্ববর্তী: Slippage – স্লিপেজ কি?
পরবর্তী: Base Rate | বেইজ রেট
পূর্বের আর্টিকেলSlippage – স্লিপেজ কি?
পরবর্তী আর্টিকেলBase Rate | বেইজ রেট
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here