Dark Cloud Cover
এটি দুই ক্যান্ডলস্টিক বিশিষ্ট একটি প্যাটার্ন যেটি মুলত তৈরি হয় যখন একটি বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল ওপেন হয় এর আগের বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল এর ক্লোজিং প্রাইস এর উপরে। এবং বেয়ারিশ ক্যান্ডেলটি ক্লোজ হয় পূর্বের বুল্লিশ ক্যান্ডেল এর মাঝখানে এসে।
আপনি যখন চার্টে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুঁজে পাবেন তখন বুঝতে পারবেন একটি সম্ভাব্য বেয়ারিশ রিভার্সাল মুভমেন্ট কিংবা ডাউনট্রেন্ড হয়তোবা সংগঠিত হতে পারে।
গঠন
চার্টে এই প্যাটার্নটি খুঁজে নেয়ার জন্য প্রথমে এর কিছু চিহ্নসমুহ সম্পর্কে জানতে এবং বুঝতে হবে। তাহলে চলুন এবার এই বৈশিষ্ট্যসমুহ দেখে নেয়া যাকঃ
- প্যাটার্নটি গঠন এর জন্য এটিকে অবশ্যই আপট্রেন্ডে থাকতে হবে।
- প্যাটার্নটি অবশ্যই দুইটি ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত হতে হবে।
- প্যাটার্ন এর ১ম ক্যান্ডেলটি হবে একটি বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল।
- ২য় ক্যান্ডেলটি হবে একটি বেয়ারিশ ক্যান্ডেল কিংবা Sell ক্যান্ডেল।
- ২য় ক্যান্ডেল অর্থাৎ বেয়ারিশ ক্যান্ডেলটি ক্লোজ হবে অবশ্যই বুল্লিশ ক্যান্ডেল এর মাঝখানের নিচে এবং ২য় ক্যান্ডেলটি ওপেন হবে আগের ক্যান্ডেল এর হাই লেভেল এর উপরে এবং এটি ক্লোজ হবে বুল্লিশ ক্যান্ডেল এর মাঝখানের নিচে।
- প্যাটার্নটি কনফার্ম হবে তখনই যদি এর পর নতুন করে আরও একটি বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়।
অর্থ
যেহেতু এই প্যাটার্নটি তৈরি হয় একটি আপট্রেন্ড এর পর অর্থাৎ প্রাইসে তখন Buyer এর আধিক্য থাকে বেশী। অর্থাৎ মার্কেট প্রাইস এর নিয়ন্ত্রণ থাকার সম্পূর্ণরূপে Buyer এর কাছে। বাইয়াররা প্রাইসকে আরও বৃদ্ধি করার জন্য ক্যান্ডেলকে উপরের দিকে পুশ করতে থাকে যার ফলে চার্টে বুল্লিশ ক্যান্ডেল তৈরি হতে থাকে তখনই মার্কেটে সেলার এর উপস্থিতি বেড়ে যায় যার ফলে সেই ক্যান্ডলটি তখন বেয়ারিশ হতে থাকে।
তখনই ক্যান্ডেলটি নিচে নেমে এসে সেশনের আপট্রেন্ড শেষ করতে থাকে।
যদি পরের ক্যান্ডেলটিও একটি বেয়ারিশ ক্যান্ডেল হিসাবে তৈরি করতে সক্ষম হয় তাহলে ধরে নেওয়া যেতে পারে প্রাইস নতুন করে রিভার্সাল হিসাবে ডাউনট্রেন্ডে নেমে আসতে পারে।
নিচে বোঝার সুবিধার জন্য আরও কিছু এই Dark Cloud Cover ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর বৈশিষ্ট্য আপনাদের সামনে উপস্থাপন করছি।
- ১ম ক্যান্ডেল এর তুলনায় ২য় ক্যান্ডেল এর আকার যত বড় হবে প্যাটার্ন এর রিভার্সাল সিগন্যালও হবে ততবেশী। যা নির্দেশ করে, প্রাইস আর নতুন করে উপরে যেতে সক্ষম হচ্ছে না। সুতরাং, নিচে নেমে আসার সম্ভাবনাও অনেকবেশী।
- বুলিশ ক্যান্ডেল এর যত নিচে বেয়ারিশ ক্যান্ডেলটি ক্লোজ হবে, সিগন্যাল এর শক্তিও হবে ততবেশী।
অবশ্যই মনে রাখবেন, এই প্যাটার্নটি যাতে Bearish Engulfing pattern না হয়। কেননা এই দুইটি চার্ট প্যাটার্ন দেখতে অনেকটাই একই রকমের হয়ে থাকে। যার ফলে অনেকেই এই দুইটি প্যাটার্ন নিয়ে চিন্তায় পরে যান।
এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে ওয়েবসাইটের “Candlestick Pattern” অংশে দেখে নিতে পারেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।