Dragonfly Doji

0
558
সর্বশেষ আপডেট: November 5, 2022
প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট
আর্টিকেল এর বিষয়সমুহ

Dragonfly Doji কি?

সাধারণ Doji ক্যান্ডেল এর মতন এটিও একটি ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটির ওপেনিং, হাই এবং ক্লোজিং প্রাইস হয় একই লেভেলের। অর্থাৎ, আপনারা নিশ্চয় জানেন  একটি সধারন জাপানিজ ক্যান্ডেলের সর্বমোট ৪টি অংশ থাকে।

  1. Opening Price
  2. High Price
  3. Low Price এবং
  4. Closing Price

Dragonfly Doji ক্যান্ডেলটির তিনটি অংশের প্রাইস লেভেল হয় একই, যার কারনেই এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর তৈরি হয় চার্টে।

এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্টে বিদ্যমান ট্রেন্ড এর রিভার্সাল পজিশন সম্পর্কে নির্দেশ করে থাকে।

এই ধরনের ক্যান্ডেল এর নিচের দাগ কিংবা Shadow এর আকার হয় অনেক বড় এবং এর কোনও বডি থাকে না। মনে রাখবেন, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি মুলত ডাউনট্রেন্ড এর পর দেখা যায় কিংবা তৈরি হয়ে থাকে যেটি নির্দেশ করে, প্রাইস রিভার্স পজিশনে অর্থাৎ, বিপরীতমুখী ট্রেন্ডে মুভ করার সম্ভাবনা রয়েছে।

এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি Hammer প্যাটার্ন এর থেকেও শক্তিশালী আপট্রেন্ড এর সিগন্যাল প্রদান করে থাকে।

নিচের চিত্রটি দেখুন। এটি একটি Dragonfly Doji ক্যান্ডেল এর চিত্র।

Dragonfly Doji

গঠন

চার্টে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি খুঁজে পাওয়ার জন্য অনুগ্রহ করে নিচের চিহ্নগুলো মনে রাখবেনঃ

  • এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর নিচে লম্বা দাগ কিংবা Shadow থাকবে।
  • ক্যান্ডেলটির উপরের দিকে কোনও দাগ কিংবা Shadow থাকবে না।
  • ক্যান্ডেলটি দেখতে অনেকটাই ইংরেজি অক্ষর “T” এর মতন দেখাবে।
  • ক্যান্ডেলটির ওপেনিং, ক্লোজিং এবং হাই প্রাইস লেভেল হবে একই স্থানে যার কারনে এই ধরনের ক্যান্ডেল এর আকৃতি গঠন করবে।

অর্থ

Dragonfly Doji সবসময়ই আপট্রেন্ড কিংবা বুল্লিশ সিগন্যাল প্রদান করে এবং এটি একটি চলমান ডাউনট্রেন্ড এর পরেই গঠিত হয়।

এটি মুলত বোঝায়, নির্দিষ্ট ট্রেডিং সেশনের সর্বাধিক প্রাইস লেভেলে এসে ক্যান্ডেলটি ওপেন হয়। এরপর, প্রাইস পুনরায়, Seller এর আধিক্য এর কারনে নিচের দিকে নেমে আসে কিন্তু নির্দিষ্ট টাইমফ্রেমে এসে ক্যান্ডেলটি ক্লোজ হয় ট্রেডিং সেশনের ওপেনিং কিংবা সর্বাধিক প্রাইস লেভেলে এসে।

যার কারনে, ক্যান্ডেলটির ওপেনিং, হাই এবং ক্লোজিং প্রাইস হয় একই লেভেলে কিংবা কিছুটা কাছাকাছি প্রাইসে লেভেলে এসে।

প্রাইস যখন চলমান ডাউনট্রেন্ডে অবস্থান করতে থাকে তখন সাধারনত একটি কিংবা একাধিক বেয়ারিশ অর্থাৎ, Sell ক্যান্ডেল এর পর এই Dragonfly Doji ক্যান্ডেলটি গঠিত হতে দেখা যায়। যা আমাদের নির্দেশ করে, মার্কেটে বিদ্যমান Seller দের শক্তি কমে আসছে কিংবা সেলাররা প্রাইস এর নিয়ন্ত্রণ হারাচ্ছে।

এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে ওয়েবসাইটের “Candlestick Pattern” অংশে দেখে নিতে পারেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 9 of 9 found this article helpful.
Views: 590

আরও জানুন

পূর্ববর্তী: Doji Candlestick Pattern
পরবর্তী: Engulfing Pattern
পূর্বের আর্টিকেলDoji Candlestick Pattern
পরবর্তী আর্টিকেলEngulfing Pattern
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here