Engulfing Pattern কি?
এই প্যাটার্নটি মুলত দুইটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর মাধ্যমে গঠিত হয়ে থাকে যেখানে ১ম ক্যান্ডেল এর বডিকে ২য় ক্যান্ডেল এর বডি সরাসরি ঢেকে দিতে সক্ষম অর্থাৎ, ট্রেডিং এর ভাষায় যাকে বলা হয়ে থাকে ১ম ক্যান্ডেলটি “engulfed” হয় ২য় ক্যান্ডেল এর মাধ্যমে।
প্রফেশনাল ট্রেডাররা মুলত এই Engulfing Pattern এর মাধ্যমে বুঝতে পারেন, বিদ্যমান ট্রেন্ডটি শেষ হতে যাচ্ছে, এবার রিভার্স হিসাবে প্রাইস বিপরীতমুখে যেতে পারে এবং সে হিসাবে এন্ট্রি গ্রহন করেন।
আগেই বলেছি, এটি দুইটি ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যেটির ১ম ক্যান্ডেলটি আকারে কিছুটা ছোট হবে এবং এর পরের ক্যান্ডেলটির আকার হবে বড় যাতে করে ২য় ক্যান্ডেলটিকে যদি ১ম ক্যান্ডেল এর উপর রাখা যায় তাহলে ১ম ক্যান্ডেলটি আর দেখা যাবে না। নিচের চিত্রটিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে।
প্রকারভেদ
Engulfing Pattern দুই ভাগে বিভক্ত।
- Bullish Engulfing Pattern
- Bearish Engulfing Pattern
আপানাদের সাথে এই দুইটি প্যাটার্ন নিয়ে এর আগেও বিস্তারিত আলোচনা করেছি। তারপরও আপনাদের বলছি, Bullish Engulfing Pattern আপট্রেন্ড এর নির্দেশ করে এবং অন্যদিকে, Bearish Engulfing Pattern ডাউনট্রেন্ড এর নির্দেশক হিসাবে কাজ করে।
যদি এই দুইটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আরও তথ্য জানতে চান, তাহলে অনুগ্রহ করে নিচের রেফারেন্স লিংক থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। দুইটি বিষয়ই আলাদা করে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Bullish Engulfing Pattern
এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি খুব শক্তিশালী সিগন্যাল প্রদান করে একটি ডাউনট্রেন্ড এর শেষে এসে এই প্যাটার্নটি তৈরি করে যেটি সম্ভাব্য বাইপ্রেসার এর সিগন্যাল প্রদান করে থাকে। অর্থাৎ, এটি বোঝায় প্রাইস এর ডাউনট্রেন্ড শেষ হয়ে এসেছে এবং সেটি শক্তিশালী আপট্রেন্ডে মুভ করতে পারে।
এটি মুলত নির্দেশ করে, মার্কেটে নতুন করে একসাথে অনেক Buyer ঢুকেছে যার কারনে প্রাইস ক্রমশ ঊর্ধ্বমুখী পজিশনে যেতে পারে।
এটি দুইটি ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটির ২য় ক্যান্ডেল, ১ম ক্যান্ডেলকে সম্পূর্ণরূপে ঢেকে দিতে পারে যাকে ফরেক্স এর ভাষায় বলা হয় engulfing ।
নিচের চিত্রটি বোঝার চেষ্টা করুন। এটি একটি বুল্লিশ ট্রেন্ড এর সিগন্যাল দিচ্ছে।
Bearish Engulfing Pattern
এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি খুব শক্তিশালী সিগন্যাল প্রদান করে একটি আপট্রেন্ড এর শেষে। এই প্যাটার্নটি তৈরি করে যেটি সম্ভাব্য Sell-প্রেসার এর সিগন্যাল প্রদান করে থাকে। অর্থাৎ, এটি বোঝায়, প্রাইস এর আপট্রেন্ড শেষ হয়ে এসেছে এবং সেটি শক্তিশালী আপট্রেন্ডে মুভ করতে পারে।
এটি মুলত নির্দেশ করে, মার্কেটে নতুন করে একসাথে অনেক Seller ঢুকেছে যার কারনে প্রাইস ক্রমশ নিম্নমুখী পজিশনে যেতে পারে।
এটি দুইটি ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটির ২য় ক্যান্ডেল, ১ম ক্যান্ডেলকে সম্পূর্ণরূপে ঢেকে দিতে পারে যাকে ফরেক্স এর ভাষায় বলা হয় engulfing । নিচের চিত্রটি বোঝার চেষ্টা করুন।
এটি একটি বেয়ারিশ ট্রেন্ড এর সিগন্যাল দিচ্ছে।
অর্থাৎ, যদি বুল্লিশ ট্রেন্ড হয় তাহলে প্যাটার্নটি তৈরি হবার পর আরও একটি বাই কিংবা বুল্লিশ ক্যান্ডেল তৈরি হবে এবং অন্যদিকে, যদি বেয়ারিশ ট্রেন্ড হয় তাহলে প্যাটার্নটি তৈরি হবার পর আরও একটি সেল কিংবা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করবে।
এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে ওয়েবসাইটের “Candlestick Pattern” অংশে দেখে নিতে পারেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
ধন্যবাদ
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। নিয়মিত মার্কেট আপডেট এবং ট্রেডিং সিগন্যাল গ্রহনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। লিংক – https://fxbd.co/telegram