Evening Doji Star কি?
এটি মুলত ৩ ক্যান্ডেল বিশিষ্ট একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটিতে একটি লম্বা আকারের বুল্লিশ কিংবা বাই ক্যান্ডেল, এরপর একটি Doji ক্যান্ডেল এবং এরপর ৩য় ক্যান্ডেলটি হবে একটি বেয়ারিশ কিংবা সেল ক্যান্ডেল যেটি ক্লোজ হবে ১ম ক্যান্ডেল এর মধ্যবর্তী স্থান এর কাছাকাছি।
দুইটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর মধ্যে পার্থক্য হচ্ছে Evening Doji Star ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি গঠিত হওয়ার জন্য একটি Doji ক্যান্ডেল এর প্রয়োজন হয় যেখানে এটির অবস্থান হবে প্যাটার্ন এর ২য় পজিশনে। নিচের চিত্রটি বোঝার চেষ্টা করুন।
গঠন
চার্টে এই প্যাটার্নটি বোঝার জন্য প্রথমে এই চার্ট প্যাটার্নটির কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানা প্রয়োজন।
- প্যাটার্ন এর প্রথমে ক্যান্ডেলটি হবে একটি বুল্লিশ ক্যান্ডেল যেটি মার্কেট এর আপট্রেন্ড এর নির্দেশ প্রদান করবে।
- ২য় ক্যান্ডেলটি হবে একটি Doji ক্যান্ডেল যেটির অবস্থান হবে ১ম এবং ৩য় ক্যান্ডেল এর মধ্যে এবং উপরের দিকে।
- ৩য় ক্যান্ডেলটি হবে একটি লম্বা বেয়ারিশ ক্যান্ডেল যেটি ক্লোজ হবে ১ম ক্যান্ডেল এর মাঝখান কিংবা এর নিচ বরাবর।
অর্থ
ডাউনট্রেন্ড হিসাবে তখনই সিগন্যাল পাওয়া যাবে যখন প্রাইস এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর নিচে ক্লোজ হতে সক্ষম হবে। অর্থাৎ, আমরা যখন দেখবো প্রাইস প্যাটার্নটি তৈরি হবার পরের ক্যান্ডেল যদি লম্বা বেয়ারিশ ক্যান্ডেল অর্থাৎ, ৩য় ক্যান্ডেল এর নিচে অবস্থান করে ক্লোজ হতে সক্ষম হয় তাহলে ধরে নিতে পারি ডাউনট্রেন্ড এর সিগন্যাল নিশ্চিত।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।