Exness Deposit Process : জনপ্রিয় ব্রোকার এক্সনেস ফান্ড ডিপোজিট করার জন্য বেশকিছু মাধ্যম ব্যবহার করা সুবিধা প্রদান করে। ফান্ড ডিপোজিট করার এই মাধ্যমগুলো দেশ ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আজকের আর্টিকেল এক্সনেস ব্রোকারে ফান্ড ডিপোজিট করার কিছু প্রক্রিয়া নিয়ে আলচনা করবো। নিচে প্রদর্শিত এই প্রক্রিয়াগুলো মুলত বাংলাদেশ থেকে যারা রিয়েল ট্রেডিং করতে চান তাদের জন্য।
Exness Deposit Process এর পূর্বে, দেখেনিন আপনি কোনও ধরনের ট্রেডিং একাউণ্ট রেজিস্টার করেছেন কিনা। যদি কোনও ট্রেডিং একাউন্ট এখনও না থাকে তাহলে প্রথমে ব্রোকারের ওয়েবসাইট – www.exness.com থেকে একটি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিন। একাউন্ট রেজিস্টার করার বিস্তারিত ধাপসমুহ জানার জন্য অনুগ্রহ করে চাইলে Exness Registration আর্টিকেলটি পড়ে নিতে পারেন।
বিভিন্ন ট্রেডিং একাউন্ট এর ক্ষেত্রে প্রাথমিক ডিপোজিট এর পরিমাণ হয় এক এক রকমের। এখত্রে প্রথমে দেখে নিন আপনি কোনও ধরনের ট্রেডিং একাউন্ট রেজিস্টার করেছেন। যেমন Cent Account, Standard Account এবং Social Account এর ক্ষেত্রে সর্বনিম্ন ১ ডলার, Pro Account, Zero Account এবং Raw Account এর জন্য সর্বনিম্ন ডিপোজিট এর পরিমাণ হবে ৫০০ ডলার পরিমাণ।
Neteller এর মাধ্যমে ডিপোজিট
নেটেলার একটি অনলাইন পেমেন্ট মাধ্যম যা ফরেক্স ট্রেডারদের কাছে অনেক বেশী জনপ্রিয় এবং নির্ভরযোগ্য। বিশেষ করে, বাংলাদেশ থেকে যারা ফরেক্স ট্রেড করেন তাদের কাছে এটি সবচেয়ে বেশী জনপ্রিয় একটি বিনিয়োগ মাধ্যম।
নেটেলার এর মাধ্যমে ব্রোকারে ফান্ড ডিপোজিট করার জন্য, প্রথমে আপনাকে একটি নেটেলার একাউন্ট খুলে নিতে হবে এবং সেটিকে ভেরিফাই করে নিতে হবে। একাউন্ট রেজিস্টার করার জন্য ক্লিক করুন – www.neteller.com । কিভাবে নেটেলার একাউন্ট রেজিস্টার করবেন এবং সেটিকে ভেরিফাই করবেন সে বিষয় বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে ওয়েবসাইটের নেটেলার অংশে দেখে নিন।
এরপর, আপনার এক্সনেস একাউন্ট এর ক্ল্যায়েন্ট ক্যাবিনেটে লগইন করুন এবং বা পাশের মেন্যু থেকে “Deposit” বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর, আপনার সামনে নতুন একটি পেইজ লোড হবে যেখানে ব্রোকারে অফারকৃত বিভিন্ন ধরনের ডিপোজিট এর মাধ্যমে প্রদর্শিত থাকবে। সেখান থেকে Neteller এর উপর ক্লিক করুন।
এখানে ক্লিক করার পর, নতুন একটি ফর্ম আসবে যেখানে আপনার নেটেলার একাউন্ট এর তথ্যসমূহ প্রদান করতে হবে। এই চিত্রের ন্যায়, আপনার ট্রেডিং একাউন্ট এর নাম্বার স্বয়ংক্রিয়ভাবে দেখতে পাবেন।
যদি আপনার একাধিক ট্রেডিং একাউন্ট থেকে থাকে তাহলে অনুগ্রহ করে পাশের ড্রপ-ডাউন আইকন থেকে যেই ট্রেডিং একাউন্টে ফান্ড ডিপোজিট করতে চান সেই একাউন্ট নির্বাচন করে নিন।
এরপর, কারেন্সি নির্বাচন করুন। স্বয়ংক্রিয়ভাবে সেটি USD নির্বাচিত থাকবে। এরপর, আপনার নেটেলার একাউন্ট এর ইমেইল আইডি এবং নেটেলার একাউন্ট এর সিকিউরিটি কোড কিংবা পিন লিখুন। সবশেষে, আপনি যেই পরিমাণ এমাউন্ট ডিপোজিট করতে চান সেটি লেখুন এবং “NEXT” বাটনে ক্লিক করুন।
ক্লিক করার পর, পরবর্তী নির্দেশনা অনুসরন করুন। আপনার ট্রেডিং একাউন্টে ফান্ড ডিপোজিট হয়ে যাবে। ফান্ড ডিপোজিট কনফার্মেশন, আপনাকে ইমেইল করে জানিয়ে দেয়া হবে। আপনি যেই পরিমাণ ফান্ড ডিপোজিট করেছেন সেটা সাথে সাথেই ট্রেডিং একাউন্টে ডিপোজিট হয়ে যাবে এবং আপনি রিয়েল ট্রেড করার জন্য সম্পূর্ণভাবে তৈরি।
Skrill এর মাধ্যমে ডিপোজিট
স্ক্রিল একটি অনলাইন পেমেন্ট মাধ্যম যা ফরেক্স ট্রেডারদের কাছে অনেক বেশী জনপ্রিয় এবং নির্ভরযোগ্য। বিশেষ করে, বাংলাদেশ থেকে যারা ফরেক্স ট্রেড করেন তাদের কাছে এটি সবচেয়ে বেশী জনপ্রিয় একটি বিনিয়োগ মাধ্যম।
স্ক্রিল এর মাধ্যমে ব্রোকারে ফান্ড ডিপোজিট করার জন্য, প্রথমে আপনাকে একটি নেটেলার একাউন্ট খুলে নিতে হবে এবং সেটিকে ভেরিফাই করে নিতে হবে। একাউন্ট রেজিস্টার করার জন্য ক্লিক করুন – www.skrill.com । কিভাবে স্ক্রিল একাউন্ট রেজিস্টার করবেন এবং সেটিকে ভেরিফাই করবেন সে বিষয় বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে ওয়েবসাইটের স্ক্রিল অংশে দেখে নিন।
এরপর, আপনার এক্সনেস একাউন্ট এর ক্ল্যায়েন্ট ক্যাবিনেটে লগইন করুন এবং বা পাশের মেন্যু থেকে “Deposit” বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর, আপনার সামনে নতুন একটি পেইজ লোড হবে যেখানে ব্রোকারে অফারকৃত বিভিন্ন ধরনের ডিপোজিট এর মাধ্যমে প্রদর্শিত থাকবে। সেখান থেকে Skrill এর উপর ক্লিক করুন।
এখানে ক্লিক করার পর, নতুন একটি ফর্ম আসবে যেখানে আপনার স্ক্রিল একাউন্ট এর তথ্যসমূহ প্রদান করতে হবে। এই চিত্রের ন্যায়, আপনার ট্রেডিং একাউন্ট এর নাম্বার স্বয়ংক্রিয়ভাবে দেখতে পাবেন।
যদি আপনার একাধিক ট্রেডিং একাউন্ট থেকে থাকে তাহলে “Account Number” বক্স থেকে অনুগ্রহ করে পাশের ড্রপ-ডাউন আইকন থেকে যেই ট্রেডিং একাউন্টে ফান্ড ডিপোজিট করতে চান সেই একাউন্ট নির্বাচন করে নিন।
এরপর, কারেন্সি নির্বাচন করুন। স্বয়ংক্রিয়ভাবে সেটি USD নির্বাচিত থাকবে। এরপর, আপনার স্ক্রিল একাউন্ট এর ইমেইল আইডি এবং স্ক্রিল একাউন্ট এর সিকিউরিটি কোড কিংবা পিন লিখুন। সবশেষে, আপনি যেই পরিমাণ এমাউন্ট ডিপোজিট করতে চান সেটি লেখুন এবং “NEXT” বাটনে ক্লিক করুন।
ক্লিক করার পর, পরবর্তী নির্দেশনা অনুসরন করুন। আপনার ট্রেডিং একাউন্টে ফান্ড ডিপোজিট হয়ে যাবে। ফান্ড ডিপোজিট কনফার্মেশন, আপনাকে ইমেইল করে জানিয়ে দেয়া হবে। আপনি যেই পরিমাণ ফান্ড ডিপোজিট করেছেন সেটা সাথে সাথেই ট্রেডিং একাউন্টে ডিপোজিট হয়ে যাবে এবং আপনি রিয়েল ট্রেড করার জন্য সম্পূর্ণভাবে তৈরি।
শর্তাবলী
ব্রোকারে ফান্ড ডিপোজিট করার তেমন কোনও অতিরিক্ত শর্ত নেই। আপনি ব্রোকার এর প্রদর্শিত যেকোনো মাধ্যমে ব্যবহার করে ট্রেডিং একাউন্টে ফান্ড ডিপোজিট করে নিতে পারবেন। অর্থাৎ, আপনি চাইলে নেটেলার কিংবা স্ক্রিল অথবা দুইটি মাধ্যমই ব্যবহার করে একাউন্টে ফান্ড ডিপোজিট করার সুবিধা পাবেন।
তবে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, আপনি যেই মাধ্যমে ফান্ড ডিপোজিট করবেন, আপনাকে অবশ্যই সেই মাধ্যম ব্যবহার করেই ফান্ড উত্তোলন করে নিতে হবে। অন্যথায়, ব্রোকার ট্রেডিং একাউন্ট থেকে ফান্ড উত্তোলন করে নিতে পারবেন না।
যদি এমন হয়, আপনি দুই কিংবা ততধিক পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ট্রেডিং একাউন্টে ফান্ড ডিপোজিট করেন তাহলে আপনাকে সবগুলো ব্যবহার করেই ফান্ড উত্তোলন করে নিতে হবে। উধারন হিসাবে যদি বলি,ধরুন আপনি ৫০ ডলার নেটেলার এবং ৫০ ডলার স্ক্রিল এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করেন এবং এই ট্রেডিং একাউন্ট থেকে যদি ৫০০ ডলার প্রফিট করেন তাহলে সেই প্রফিট এর অর্ধেক অর্থাৎ ২৫০ ডলার নেটেলার এবং বাকি অর্ধেক ২৫০ ডলার স্ক্রিল এর মাধ্যমে উত্তোলন করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।
আশা করছি, Exness Deposit Process এর বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে জানাতে এবং বোঝাতে পেরেছি। তারপরও যদি কোনও প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।