Exness Raw Spread Account হচ্ছে মুলত তাদের জন্য যারা কম স্প্রেডে ট্রেডিং করতে আগ্রহী এবং যারা স্কাল্পিং ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্যই মুলত এই একাউন্ট। এই ধরনের একাউন্ট এর মুল সুবিধা হচ্ছে, ট্রেডিং এর সময় এর স্প্রেড এর পরিমাণ থাকে অনেককম।
আর স্প্রেড কম থাকার অর্থ হচ্ছে, আপনার এন্ট্রি প্রফিটে যেতে সময়ও লাগবে অনেক কম। এছাড়াও এই ব্রোকার আরও বেশকিছু ধরনের একাউন্ট ব্যবহার করার সুবিধা প্রদান করে যেমন হচ্ছে Cent Account, Standard Account এবং Zero Account । আপনি যদি প্রফেশনাল হিসাবে ট্রেড করতে আগ্রহী হন, তাদের এই ট্রেডিং একাউন্ট আপনার জন্যই। তাহলে চলুন বিস্তারিত কিছু তথ্য জেনেনেই।
পরিচিতি
স্প্রেড সম্পর্কে আপনারা সবাই কম বেশী জানেন। এটি হচ্ছে মুলত আপনি যখন একটি এন্ট্রি গ্রহন করে থাকেন তখন এন্ট্রিটি কিছুটা লসে ওপেন হয়ে থাকে। আশা করছি নিশ্চয় এটি আপনি জানেন। যেই পরিমান লসে পজিশনটি ওপেন হয় সেটিই হচ্ছে স্প্রেড।
এখন ব্রোকার ভেদে স্প্রেড এর পরিমান এক এক রকমের হয়ে থাকে। এটির নির্দিষ্ট কোনও সীমারেখা নেই। যেমন আপনি যদি OCTAFX ব্রোকারে ট্রেড করেন তাহলে এদের স্প্রেড থাকে মুলত ১২-১৮ পিপ্স পর্যন্ত অর্থাৎ ১ স্ট্যান্ডার্ড লট পরিমান এন্ট্রি গ্রহন করলে আপনার ট্রেডটি প্রায় ১২-১৫ ডলার লসে শুরু হবে।
সুতরাং, আমরা বলতে পারি স্প্রেড হচ্ছে ট্রেডারদের জন্য লস একদিক থেকে। যেই ব্রোকারে স্প্রেড এর পরিমান বেশী সেই ব্রোকারে লস এর পরিমানও অনেকবেশী। যেহেতু টেড এর পজিশন বেশী লস থেকে শুরু হবে তাই আপনার লসও হবে বেশী।
এখন যদি এরকম হয়, যে ব্রোকারে স্প্রেড এর পরিমান কম অর্থাৎ ধরুন EUR/USD কারেন্সি পেয়ারে ট্রেড করতে গেলেন সেখানে দেখছেন স্প্রেড হচ্ছে ২ পিপ্স অর্থাৎ ১ স্ট্যান্ডার্ড লট এর একটি এন্ট্রি গ্রহন করতে গেলে আপনার ২ ডলার লস থেকে শুরু হবে। অন্যদিকে, আর একটি ব্রোকারে স্প্রেড হচ্ছে ১২ পিপ্স। তাহলে অনুগ্রহ করে একটু ক্যালকুলেট করে দেখুন। কোনটি আপনার জন্য ভালো হবে? আশা করছি উত্তর নিজেই দিতে পারবেন।
রেজিস্ট্রেশন
একাউন্ট রেজিস্ট্রেশন এর জন্য অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন। লিংক – www.exness.com । কিংবা একাউন্ট রেজিস্ট্রেশন এর বিস্তারিত প্রক্রিয়া জানার জন্য অনুগ্রহ করে Exness Signup আর্টিকেলটি পড়ে নিতে পারেন। এখানে রেজিস্ট্রেশন এর বিস্তারিত প্রক্রিয়া জানতে এবং বুঝতে পারবেন।
প্রথমে ব্রোকারের ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করেনিন। লগইন করার জন্য আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করুন। লগইন হওয়ার পর, আপনাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হবে যেখান থেকে মুলত আপনি Exness Raw Spread Account রেজিস্টার করবেন।
ড্যাশবোর্ডে দেখুন “Open New Account” নামক একটি বাটন রয়েছে। অনুগ্রহ করে সেটিতে ক্লিক করুন। এবার আপনার সামনে কয়েক ধরনের একাউন্ট এর বিস্তারিত তথ্য আসবে। সেখান থেকে দেখতে পাবেন “Raw Spread” নামক একটি ট্রেডিং একাউন্ট এর তথ্য। সেটির নিচে “Open Real Account” বাটনে ক্লিক করুন।
এরপর, আপনার সামনে নিচের চিত্রের ন্যায় একটি চার্ট আসবে যেখানে আপনার ট্রেডিং টার্মিনাল, লিভারেজ, কারেন্সি, এবং পাসওয়ার্ড নির্ধারণ করবেন। সবকিছু ঠিক মতন হওয়ার পর, নিচের “Create An Account” বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার নতুন একাউন্টে এবার ট্রেড করার জন্য সম্পূর্ণরূপে তৈরি।
বাটনে ক্লিক করার পর, Exness Raw Spread Account সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবং একাউন্ট এর বিস্তারিত তথ্য ইমেইল এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
লেভারেজ কি? আশাকরি সহজ ও সাবলীল ভাষায় উত্তর দিবেন।
কমেন্ট এর জন্য ধন্যবাদ। লিভারেজ বুঝতে হলে প্রথমে এর সাথে সম্পর্কিত সকল বিষয়গুলো সম্পর্কে বুঝতে হবে। অনুগ্রহ করে এই ক্যাটাগরির আর্টিকেলগুলো পড়ে নিন – https://fxbd.co/oNCnn
আমি Spread টা যেভাবে বুঝি, suppose আমি ২০ ডলার deposit করে buy করলাম exness broker আমার কাছে ২ডলার কেটে নিলো কমিশন হিসেবে, এই ২ ডলার কমিশনকে কি spread বলে।
দয়াকরে উত্তরটা জানাবেন।
কমেন্ট এর জন্য ধন্যবাদ। না! এটি স্প্রেড নয়। স্প্রেড ভিন্ন বিষয়। অনুগ্রহ করে এই আর্টিকেলটি পড়ে নিন – https://fxbd.co/KX1rC এখানে বিস্তারিত জানতে পারবেন।