Exness Social Trading – অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন, সোশ্যাল ট্রেডিং সম্পর্কে। কিভাবে এই ট্রেডিং সিস্টেম কাজ করে এবং কিভাবে আপনারা এই সুবিধা ব্যবহার করার মাধ্যমে প্রফিট করতে পারেন সে সম্পর্কে আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব।
আমরা সবাই জানি, রিটেইল ফরেক্স ব্রোকার এর যাত্রা খুব বেশী দিনের নয়। জনপ্রিয় যেসকল ব্রোকার তাদের সেবা প্রদান করে আসছে তাদের বেশীরভাগই ২০০৬-২০১০ এর দিকে যাত্রা শুরু করে। আসলে, এর পূর্বে ব্যাক্তি পর্যায়ে ফরেক্স ট্রেডিং করার কোনও সুবিধা আমাদের ছিল না।
এই বিষয়গুলো নিয়ে এর আগেই আপনাদের সাথে আলোচনা করেছি। তারপরও, আপনি চাইলে ফরেক্স ব্রোকারের ইতিহাস আর্টিকেলটি ভালো করে পড়ে নিতে পারেন। সময়ের পরিবর্তন এবং সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ফরেক্স ব্রোকার, আজকাল এই Social Trading এর সুবিধা প্রদান করে থাকে।
Exness Social Trading কি?
একটু শুরু থেকে শুরু করা যাক। অর্থাৎ, প্রথমেই জেনে নেয়া যাক, সোশ্যাল ট্রেডিং সম্পর্কে।
অনেকেই আছেন, যারা অনেক সময়ও নিয়েও ভালো করে ট্রেড করতে পারেন না কিংবা নিজের জন্য ট্রেডিং কৌশল নির্ধারণ করে নিতে পারেননি কিন্তু ফরেক্স ট্রেডিং চালিয়ে যেতে চান। তাদের জন্যই মুলত এই সোশ্যাল ট্রেডিং এর সুবিধা। এই সুবিধা ব্যবহার করার মাধ্যমে, ক্লায়েন্টকে নিজ থেকে ট্রেড করতে হবে না।
তিনি চাইলে, ব্রোকারে বিদ্যমান অন্যান্য ট্রেডারদের ট্রেড, কপি করার সুবিধা পাবেন। এর মাধ্যমে, একজন ব্যাক্তি যদি নিজে ট্রেড, ভালো করে নাও বুঝতে পারেন, তারপরও তিনি চাইলে অন্যের ট্রেড কপি করার মাধ্যমে সেটিকে চালিয়ে নিতে পারেন এবং এখানে ভালো প্রফিটও করার সুবিধা রয়েছে।
এই সোশ্যাল ট্রেডিং সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে আমাদের Social Trading আর্টিকেলটি ভাল করে পড়ে নিতে পারেন।
Exness Social Trading এর মুল সুবিধা হচ্ছে, একই ব্রোকারে আপনি সাধারন ট্রেডিং একাউন্ট এর সুবিধা এবং কপি ট্রেডিং সুবিধা একসাথে পাবেন। আর এক্সনেস এর জনপ্রিয়তা আমাদের সকলেরই জানা। সেক্ষেত্রে, ট্রেড শুরু করতে আশা করি কোন সমস্যাই হবে না।
রেজিস্ট্রেশন
যারা বর্তমানে এক্সনেস ব্রোকারে রিয়েল ট্রেড করছেন কিংবা পূর্বে ট্রেডিং একাউন্ট রেজিস্ট্রেশন করেছেন, তাদের তেমন কিছুই করতে হবে না। শুধুমাত্র আপনার ক্ল্যায়েন্ট ক্যাবিনেট এর লগইন করে সেখান থেকে সোশ্যাল ট্রেডিং এর জন্য একটি নির্দিষ্ট ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে হবে।
এখানে বলে রাখা প্রয়োজন, সোশ্যাল ট্রেডিং এর একাউন্ট এর মাধ্যমে শুধুমাত্র এই ট্রেডিং সেবাই পাবেন। এই একাউন্ট আপনি কোন টার্মিনালে ব্যবহার করার সুযোগ পাবেন না।
যদি আপানার বিদ্যমান কোন ট্রেডিং একাউন্ট না থেকে থাকে, তাহলে অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট www.exness.com এই লিংক ক্লিক করে একটি ট্রেডিং একাউন্ট রেজিস্ট্রেশন করে নিন। একাউন্ট রেজিস্ট্রেশন করার বিস্তারিত প্রক্রিয়া জানার জন্য অনুগ্রহ করে Exness Registration আর্টিকেলটি ভালো করে পড়েনিন।
একাউন্ট রেজিস্ট্রেশন করার পর, আপনাকে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করার মাধ্যমে, নিজ একাউন্টে ভেরিফাই করে নিতে হবে। একাউন্ট ভেরিফাই করার বিস্তারিত প্রক্রিয়া জানার জন্য অনুগ্রহ করে Exness Verification আর্টিকেলটি বিস্তারিত পড়ে নিন।
সবকিছু ঠিক-ঠিক হলে গেলে, অনুগ্রহ করে সোশ্যাল ট্রেডিং অ্যাপটি ডাউনলোড করে আপনার ফোন কিংবা স্মার্ট ডিভাইসে সেটিকে ইন্সটল করে নিবেন। মনে রাখবেন, আপনি যদি অন্যের ট্রেড কপি করতে চান, তাহলে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
অ্যাপ ডাউনলোড করার জন্য অনুগ্রহ করে আপনার ফোনের ব্রাউজার থেকে এই লিংকটি ক্লিক করুন – https://fxbd.co/exsocial . আপনার ফোনের অপারেটিং সিস্টেম (OS) অনুসারে সরাসরি অ্যাপটি ডাউনলোড করার পেইজে চলে যাবেন। সেখান থেকে এই অ্যাপটি ডাউনলোড করে, ফোন কিংবা ট্যাবলেটে ইন্সটল করে নিন।
Exness Social Trading এর সুবিধাসমুহ
- নিজ থেকে ট্রেডিং করতে হয় না। এবং অনেক ভালো এবং দক্ষ ট্রেডারদের ট্রেড কপি করার সুযোগ পাবেন।
- যেহেতু নিজ থেকে ট্রেড করতে হয় না, সেক্ষেত্রে ট্রেড করার জন্য সময় প্রদানেরও কোনও প্রয়োজন নেই এবং মার্কেট সম্পর্কিত বিভিন্ন নিউজ এবং আপডেট রাখারও প্রয়োজন নেই।
- সর্বনিম্ন ব্যালেন্স প্রদান করার মাধ্যমেও ট্রেড শুরু করা যায়। অর্থাৎ, নিজ থেকে বড় বিনিয়োগ এর প্রয়োজন পড়ে না। তারপও আপনি চাইলে আপনার সামর্থ্য অনুযায়ী ফান্ড ডিপোজিট করে নিতে পারেন।
- নিজ পছন্দ অনুযায়ী ট্রেডার নির্বাচনের সুযোগ রয়েছে এবং নিজের মতন করে লট সাইজ, প্রফিট/লস এর রেশিও নির্ধারণ করে নিতে পারবেন।
- চাইলে একই একাউন্টে একাধিক ট্রেডার এর ট্রেড কপি করার সুবিধা পাবেন।
- ফান্ড এর লেনদেন তাৎক্ষণিক করতে পারবেন।
- কোনও ধরনের ফান্ড ডিপোজিট কিংবা উত্তোলন করার বাধ্যবাধকতা নেই। অর্থাৎ, আপনার সুবিধা মতন যেকোনো এমাউন্ট এর ফান্ড ডিপোজিট করে সোশ্যাল ট্রেডিং এর সুবিধা পাবেন।
- আপনি চাইলে যেকোনো সময় একজন ট্রেডার এর ট্রেড এর কপি ট্রেড করা থেকে বিরত থাকতে পারেন। অর্থাৎ, সেটি সম্পূর্ণরূপে আপনার নিজের উপর।
- চাইলে নিজ থেকেও যেকোনো পরিমাণ এন্ট্রি ক্লোজ করতে পারবেন।
- আপনার ডিপোজিট ব্যালেন্স এর উপর নির্ভর করে স্বয়ংক্রিয়ভাবে এন্ট্রি ওপেন এবং ক্লোজ হবে। এখানে নিজ থেকে আপনাকে কিছুই করতে হবেনা।
আশা করছি, Exness Social Trading এর বিস্তারিত তথ্যসমহু আপনাদের সাথে আলোচনা করতে সক্ষম হয়েছি। যদি এই ট্রেডিং একাউন্ট এর আরও বিস্তারিত তথ্য জানার থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Vaiya Social trading id ti ki rebater jonno request kora jabe ? jodi eti apner referral add thake ( Registration with your referral , copy trading with you)
প্রশ্নের জন্য ধন্যবাদ। কপি ট্রেডিং এর জন্যও রিবেট গ্রহন করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার ট্রেডিং একাউন্টটি আমাদের নেটওয়ার্কে যুক্ত থাকবে। রিবেটের বিস্তারিত জানতে ইমেইল করুন [email protected] এই আইডিতে।
আচ্ছা।
আমি যদি ২০০$ social trading এ বিনিয়োগ করি কৌশল প্রদানকারীকে। কৌশল প্রদানকারী আমাকে কতদিন পরে টাকা পরিশোধ করবে? যদি লাভ হয়
প্রশ্নের জন্য ধন্যবাদ। বিস্তারিত আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। অনুগ্রহ করে কিছুটা সময় অপেক্ষা করুন। খুব শীঘ্রই ইমেইলের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন।
Leverage টা plz একটু উদাহরণ দিয়ে বলুন।
কমেন্ট এর জন্য ধন্যবাদ। লিভারেজ বিশয়টি বুঝতে হলে প্রথমে এর সাথে সম্পর্কিত সকল বিষয়গুলো সম্পর্কে বুঝতে হবে। অনুগ্রহ করে এই ক্যাটাগরির আর্টিকেলগুলো পড়ে নিন – https://fxbd.co/oNCnn
আমি বিগেনার, আমি কিভাবে Trade শুরু করবো, আমি কি 100USD দিয়ে trade শুরু করতে পারবো, আমি কোন ব্রকারের কপি ফলো করবো, account verification করার জন্য কোন কোন check mark এ টিক দিবো, আমি একজন দক্ষ trade হতে চাই এরজন্য আমাক কি করতে হবে? আপনার online training support আছে কি?
দয়া করে সাহায্য করবেন।
কমেন্ট এর জন্য ধন্যবাদ। আসলে অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলেছেন। এগুলো কমেন্ট আকারে উত্তর প্রদান করা সম্ভব নয়। আপনার প্রশ্নগুলো আমাদের সাপোর্ট এজেন্ট এর কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। আমাদের পক্ষ থেকে ইমেইল এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে। যদি আরও কিছু শেয়ার করার প্রয়োজন থাকে তাহলে ইমেইল করতে পারেন – [email protected]