Exness Standard Account: জনপ্রিয় ব্রোকার এক্সনেস সম্পর্কে বিস্তারিত অনেক কিছুই আপনাদের সাথে আলচনা করেছি। এই ব্রোকার ট্রেডারদের সুবিধার কথা মাথায় রেখে বেশকিছু ধরনের ট্রেডিং একাউন্ট এর সেবা প্রদান করে থাকে। যাদের মধ্যে অন্যতম হচ্ছে Cent Account, Zero Account কিংবা RAW Account ।
তবে এদের মতনই আরও একটি ট্রেডিং একাউন্ট এর সুবিধা প্রদান করে যার নাম হচ্ছে Standard Account । আজকের আর্টিকেলে আপনাদের সাথে এই ট্রেডিং একাউন্ট কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো যাতে করে এই ট্রেডিং একাউন্ট এর বিস্তারিত তথ্য জানতে এবং বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।
পরিচিতি
২০১৯ সালের অক্টোবর মাস পর্যন্ত Exness Standard Account ছিল মিনি ট্রেডিং একাউন্ট নামে পরিচিত। এরপর, ব্রোকার আরও বেশীকিছু ট্রেডিং একাউন্ট ব্যবহার করার সুবিধা প্রদান করে যার ফলে এটির নাম তখন পরিবর্তিত করে রাখা হয় স্ট্যান্ডার্ড ট্রেডিং একাউন্ট। ব্রোকারের ব্যবসা পরিচালনার শুরু থেকেই এই একাউন্ট ছিল এবং এর জনপ্রিয়তাও অনেক বেশী যার কারনে বেশীরভাগ ট্রেডারই এই ট্রেডিং একাউন্ট ব্যবহার করে রিয়েল ট্রেডিং করে থাকেন।
এই ধরনের ট্রেডিং একাউন্ট এর জনপ্রিয়তার পিছনে মুল কারন হচ্ছে সর্বনিম্ন এমাউন্ট ডিপোজিট এর পরিমাণ। যার কারনে, যেকোনো ধরনের ট্রেডার কম পরিমাণ ব্যালেন্স এর ডিপোজিট করার মাধ্যমে রিয়েল ট্রেডিং শুরু করা যায়। মুলত অনেক ট্রেডারই আছেন যারা কম ব্যালেন্স ডিপোজিট করার মাধ্যমে ট্রেড করতে চান তবে ভালো ব্রোকারগুলোতে শুরু করতে পারেন না কেননা এই সকল ব্রোকারে ফান্ড ডিপোজিট এর রেশিও থাকে অনেকবেশী।
Exness Standard Account রেজিস্টার করার মাধ্যমে আপনি চাইলে জনপ্রিয় এই ব্রোকারে মাত্র ১ ডলার পরিমাণ ফান্ড ডিপোজিট করার মাধ্যমে স্ট্যান্ডার্ড লট এর ট্রেডিং শুরু করতে পারবেন। এছাড়াও এই ধরনের ট্রেডিং একাউন্টে কোনও ধরনের কমিশন প্রদান করতে হবে, স্প্রেড ছাড়া। এছাড়াও, তাৎক্ষণিক ডিপোজিট এবং উত্তোলন সেবার মাধ্যমেও ফান্ড উত্তোলন করার সুবিধা পাবেন।
রেজিস্ট্রেশন
একাউন্ট রেজিস্ট্রেশন এর জন্য অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন। লিংক – www.exness.com । কিংবা একাউন্ট রেজিস্ট্রেশন এর বিস্তারিত প্রক্রিয়া জানার জন্য অনুগ্রহ করে Exness Signup আর্টিকেলটি পড়ে নিতে পারেন। এখানে একাউন্ট রেজিস্ট্রেশন এর বিস্তারিত প্রক্রিয়া জানতে এবং বুঝতে পারবেন।
প্রথমে ব্রোকারের ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করেনিন। লগইন করার জন্য আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করুন। লগইন হওয়ার পর, আপনাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হবে যেখান থেকে মুলত আপনি Exness Standard Account রেজিস্টার করবেন।
ড্যাশবোর্ডে দেখুন “Open New Account” নামক একটি বাটন রয়েছে। অনুগ্রহ করে সেটিতে ক্লিক করুন। এবার আপনার সামনে কয়েক ধরনের একাউন্ট এর বিস্তারিত তথ্য আসবে। সেখান থেকে সবার উপরে দেখতে পাবেন “Standard” নামক একটি ট্রেডিং একাউন্ট এর তথ্য। সেটির নিচে “Open Real Account” বাটনে ক্লিক করুন।
এরপর, আপনার সামনে উপরের চিত্রের ন্যায় একটি চার্টে আসবে যেখানে আপনার ট্রেডিং টার্মিনাল, লিভারেজ, কারেন্সি, এবং পাসওয়ার্ড নির্ধারণ করবেন। সবকিছু ঠিক মতন হওয়ার পর, নিচের “Create An Account” বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার নতুন একাউন্টে এবার ট্রেড করার জন্য সম্পূর্ণরূপে তৈরি।
সুবিধাসমুহ
ব্রোকারের তথ্য মতে, এটি হচ্ছে ব্রোকারের সবথেকে জনপ্রিয় ট্রেডিং একাউন্ট। কেননা, সথেকে কম পরিমাণ ফান্ড ডিপোজিট করার মাধ্যমে এখানে ট্রেড শুরু করতে পারবেন। কিছু তথ্য আপনার সামনে উপস্থাপন করছি।
- ১ ডলার ডিপোজিট করার মাধ্যমে Exness Standard Account ট্রেড শুরু করতে পারবেন। সুতরাং, বড় এমাউন্ট এর ডিপোজিট করার সক্ষমতা না থাকলেও আপনি চাইলে এই ব্রোকারে ট্রেড শুরু করতে পারবেন।
- “Standard Account” নাম শুনেই বুঝতে পারছেন, এই একাউন্ট এর লট এর আকার হচ্ছে, স্ট্যান্ডার্ড লট অর্থাৎ, এর ইউনিট এর আকার হচ্ছে 1Lot = 1,00,000 unit। সেক্ষেত্রে আপনি যদি ১ লট কিংবা ভলিউম এর এন্ট্রি গ্রহন করেন তাহলে প্রতি পিপ্স এর হিসাবে আপনার প্রফিট/লস এর পরিমাণ হবে 1*$10 = 10 Dollar সমপরিমান। সুতরাং, কম ডিপোজিট এর মাধ্যমেও আপনি চাইলে স্ট্যান্ডার্ড ট্রেডিং করতে পারবেন।
- ব্রোকারের অন্যান্য ট্রেডিং একাউন্ট এর মতনও আপনি “Unlimited” লিভারেজ এর মাধ্যমে ট্রেডিং এর সুবিধা পাবেন। অর্থাৎ, এই লিভারেজ সুবিধার মাধ্যমে কম ব্যলেন্স এর মাধ্যমে বড় লট এর ট্রেডিং এর সুবিধা পাবেন।
- স্প্রেড ব্যাতিত কোনও অতিরিক্ত চার্জ এর প্রয়োজন নেই। অর্থাৎ, কোনও কমিশন ফি প্রযোজ্য হবেনা।
- স্কাল্পিং, হেজিং সহ যেকোনো ধরনের স্ট্রেটিজিতে রিয়েল ট্রেডিং করতে পারবেন। এছাড়া, ব্রোকার এর অন্য ট্রেডিং একাউণ্ট এর সকল সুবিধা-সমুহই পাবেন এই ট্রেডিং একাউন্ট এর ক্ষেত্রে।
মুলত অনেকই আছেন, যারা অনেকদিন ধরে রিয়েল ট্রেডিং করছেন কিন্তু যেই ব্রোকারে আছেন সেটি তেমন ভালো না কিংবা বেশকিছু সমস্যা রয়েছে। মুলত তাদের জন্যই Exness Standard Account ।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
100$ ডিপোজিট করেছি, কিন্তু trade open করতে পারছিনা। insufficient balance notify করতেছে। একটু বুঝিয়ে বলবেন কেন!
সমস্যাটির জন্য দুঃখিত। অনুগ্রহ করে বিস্তারিত স্ক্রিনশট সহ আমাদের ইমেইল করে জানাবেন। আমরা চেষ্টা করবো সহায়তা করার। ইমেইল আইডি – [email protected]
Kon dhoroner account type e 1 lott = 1 $ profit/ loss hobe per pips e?
এটি হচ্ছে মিনি লটের ব্রোকার। মিনি লটের ব্রোকারে ১ লট পরিমান এন্ট্রির জন্য প্রতি পিপ্স এর হিসাবে ১ ডলার করে প্রফিট/লস হবে।