Exness Verification প্রক্রিয়াটি খুবই সহজ। কিন্তু অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, সঠিকভাবে একাউন্ট ভেরিফাই করতে পারছেন না এবং কিভাবে সফলতার সাথে একাউন্ট ভেরিফাই করবেন সে সম্পর্কে বুঝতে পারছেন না। আপনাদের সুবিধার জন্যই আমাদের এই আর্টিকেল।
এই আর্টিকেল এর মাধ্যমে, কিভাবে এক্সনেস ব্রোকারে একাউন্ট ভেরিফাই করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। আশা করছি এই আর্টিকেলটির মাধ্যমে নিজ থেকে খুব সহজেই ট্রেডিং একাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন। সম্পূর্ণভাবে একাউন্ট ভেরিফিকেশন প্রক্রিয়াকে তিনটি ধাপে বিভক্ত করা যায়।
আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা এই ধাপগুলো চিত্রসহ উপস্থাপন করার চেষ্টা করেছি।
Exness Verification ধাপ ১ –
একাউন্ট ভেরিফাই করার জন্য প্রথমে আপনাকে এক্সনেস ব্রোকারে একটি একাউণ্ট রেজিস্টার করে নিতে হবে। এবং সেই রেজিস্ট্রেশন এর তথ্য প্রদানের মাধ্যমে আপনার ব্রোকারের ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করে নিতে হবে। যদি আপনি এখন পর্যন্ত কোনও একাউন্ট রেজিস্টার না করে থাকেন তাহলে এক্সনেস এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন – www.exness.com ।
ক্লিক করার পর, আপনার সামনে নতুন একটি পেইজ ওপেন হবে। সেখানে আপনার দেশ, সঠিক ইমেইল আইডি, এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে ট্রেডিং একাউন্ট রেজিস্ট্রেশন এর পরবর্তী ধাপে অগ্রসর হউন। একাউন্ট রেজিস্টার করার আরও বিস্তারিত প্রক্রিয়া জানার জন্য অনুগ্রহ করে Exness Registration আর্টিকেলটি পড়ে নিতে পারেন। একাউন্ট সফলভাবে রেজিস্ট্রেশন করার পর, আপনার কাছে একটি ইমেইল চলে আসবে। অনুগ্রহ করে ইমেইলে নিশ্চিত করন এর বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। অনুগ্রহ করে ইমেইলটি চেক করে দেখুন এবং সেটিকে ভেরিফাই করে নিন।
Exness Verification ধাপ ২
একাউন্ট ভেরিফিকেশন এর দুইটি মাধ্যম রয়েছে যেখানে আপনাকে ভিন্ন ভিন্ন ডকুমেন্টস আপলোড করতে হবে। ২য় পর্যায়ে এই ধাপে প্রথমে এক্সনেস এর ওয়েবসাইটে লগইন করুন। লগইন করার জন্য এখানে ক্লিক করুন অফিসিয়াল ওয়েবসাইটে – www.exness.com ।
ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করার পর নিচের প্রদত্ত ছবির ন্যায় দেখতে পাবেন। যদি ট্রেডিং একাউন্ট ভেরিফাই করা না থাকে, তাহলেই এমন দেখতে পাবেন। অনুগ্রহ করে উপরের দিকে খেয়াল করুন। এখানে দুইটি নোটিশ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে “Proof of Identity” এবং “Proof of Address” ।
Exness Verification এর জন্য আমাদের এই দুই ধরনের তথ্য সাবমিট করতে হবে। প্রথমটির পাশে সবুজ রঙ এর বৃত্ত দেখতে পাচ্ছেন, এর অর্থ হচ্ছে আমরা ইতিমধ্যেই প্রথমটি অর্থাৎ “Proof of Identity” ভেরিফাই করে নিয়েছি। তবে আপনারা যারা নতুন একাউন্ট রেজিস্টার করেছেন তাদের এই রঙ থাকবেনা।
এখন অনুগ্রহ করে পাশের ” Complete Verification” বাটনটি ক্লিক করুন।
ক্লিক করার পর, ডকুমেন্ট সাবমিট করার জন্য প্রথমে আপনার সামনে এই পেইজ লোড হবে যেখানে আপনার আইডি ভেরিফাই করে নিতে হবে।
ক্লিক করার পর, তথ্য আপলোড করার জন্য
তিন ধরনের ডকুমেন্টস গ্রহণযোগ্য হবে।
- পাসপোর্ট কিংবা;
- আইডি কার্ড (NID) কিংবা;
- ড্রাইভিং লাইসেন্স
উপরে উল্লেখিত, যেকোনো একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনাকে। এক্ষেত্রে যেকোনো একটি ডকুমেন্ট এর সামনের এবং পিছনের রঙিন ছবি তুলে আপলোড করে নিতে হবে। মনে রাখবেন, সর্বপ্রথম আপনাকে পরিচয় ভেরিফাই করে নিতে হবে এবং পরবর্তী ধাপে আপনাকে ঠিকানা ভেরিফাই করে নিতে হবে।
এখানে আপনার আইডি কার্ড এর উপরের অংশ এবং পরবর্তীতে পিছনের অংশ আপলোড করুন। আপলোড করা শেষ হয়ে গেলে অনুগ্রহ করে নিচের “Next” বাটনটিতে ক্লিক করুন। কিছুটা সময় অপেক্ষা করুন। আপনার ডকুমেন্ট সফলভাবে সাবমিট করা হয়ে যাবে। ভেরিফিকেশন এর কনফার্মেশন হিসাবে আপনি ইমেইল পেয়ে যাবেন। মনে রাখবেন, এই অবস্থায় সেটি পেন্ডিং অবস্থায় থাকবে। অর্থাৎ, আপনার সাবমিটকৃত ডকুমেন্ট গৃহীত হয়েছে কিনা সেটি জানার জন্য ২৪ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে।
Exness Verification ধাপ ৩
ভেরিফিকেশন এর ৩য় ধাপে আপনাকে ঠিকানা ভেরিফাই করে নিতে হবে। এর জন্য নিচের ছবির ন্যায় “Proof of Residence” (ঠিকানা ভেরিফিকেশন) এর উপরে ক্লিক করুন কিংবা ডান পাশের “Complete Verification” বাটনে ক্লিক করুন।
ঠিকানা ভেরিফাই করার জন্য নিচের তথ্যগুলোর যেকোনো একটি ডকুমেন্ট প্রদান করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন, নিচের তথ্যগুলো অবশ্যই আপনার নামে হতে হবে।
- ইউটিলিটি বিল (গ্যাস, পানি, বিদ্যুৎ, ফোন বিল) কিংবা,
- ব্যাংক স্টেটমেন্ট এর কপি কিংবা,
- ট্যাক্স কপি কিংবা,
- বাড়ির ভাড়ার কাগজ।
এই পর্যায়ে আপনার সামনে উপরের ছবির ন্যায় ডকুমেন্ট আপলোড করার একটি পেইজ ওপেন হবে। সেখানে আপনার ঠিকানা ভেরিফাই করার মধ্যে যেকোনো একটি রঙিন ডকুমেন্ট আপলোড করবেন। ডকুমেন্ট আপলোড করা হয়ে গেলে নিচের “Next” বাটনে ক্লিক করুন। ব্যাস, আপনার সাবমিটকৃত তথ্য সফলভাবে আপলোড করা হয়ে গেছে। নিশ্চিতকরন এর জন্য আপনাকে ইমেইলে কনফার্মেশন এর ইমেইল পাঠিয়ে দেয়া হবে।
মনে রাখবেন, এই অবস্থায় সেটি পেন্ডিং অবস্থায় থাকবে। অর্থাৎ, আপনার সাবমিটকৃত ডকুমেন্ট গৃহীত হয়েছে কিনা সেটি জানার জন্য ২৪ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। যদি আপনার ডকুমেন্টগুলোকে গ্রহন করা হয় তাহলে সেটি ইমেইল এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে অন্যথায় যদি রিজেক্ট করা হয়, তাহলেও কারন হিসাবে আপনাকে ইমেইলে জানিয়ে দেয়া হবে। Exness Verification সফলভাবে সম্পন্ন হয়ে গেলে, ভেরিফিকেশন এর নোটিশটি চলে যাবে। অর্থাৎ, তখন আপনি বুঝতে পারবেন, ট্রেডিং এবং ফান্ড ডিপোজিট করার জন্য আপনার ট্রেডিং একাউন্ট সম্পূর্ণরূপে তৈরি।
শর্তসমুহ
একাউন্ট ভেরিফিকেশন এর তথ্য সাবমিট করার সময় অবশ্যই এই শর্তগুলো মেনে চলবেন। না হলে, আপনার সাবমিটকৃত তথ্যসমূহকে বাতিল করা হতে পারে। আপনাদের সুবিধার জন্য ভেরিফিকেশন এর শর্তসমূহ নিচে তুলে ধরা হয়েছে।
- আপনি যেই নামে একাউন্ট রেজিস্টার করবেন, ডকুমেন্টস গুলোতে সেই নামের সম্পূর্ণ উল্লেখ হতে হবে।
- একাউন্টে যেই ঠিকানা ব্যবহার করবেন, সেই ঠিকানা আপনার ব্যাংক স্টেটমেন্ট কিংবা অন্য ডকুমেন্টসগুলোতে উল্লেখ থাকতে হবে।
- জাতীয় পরিচয়পত্র, ঠিকানা ভেরিফাই করার জন্য সাবমিট করা যাবেনা।
- ভেরিফিকেশন এর জন্য সাবমিটকৃত তথ্যসমূহকে রঙিন এবং কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে।
- যেই ডকুমেন্ট সাবমিট করবেন, সেটির ৪টি কোণা ছবিতে স্পষ্ট হতে হবে।
- পরিচয় ভেরিফিকেশন এর জন্য যেই তথ্য সাবমিট করবেন, সেটিতে আপনার ছবি, জন্ম তারিখ, কার্ড নাম্বার স্পষ্ট হতে হবে।
- জাতীয় পরিচয়পত্রের অনলাইন সংস্করণ ব্যবহার করে একাউন্ট ভেরিফাই করা সম্ভব নয়।
- পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স ভেরিফাই করার জন্য ব্যবহার করলে সেটির মেয়াদ অবশ্যই থাকতে হবে।
- ঠিকানা ভেরিফিকেশন এর জন্য যেই তথ্য সাবমিট করবেন, সেটিতে আপনার নাম এবং ঠিকানা (পোস্টাল কোড সহ) উল্লেখ থাকতে হবে।
- যদি ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করেন তাহলে সেটির মেয়াদ অবশ্যই ইস্যু তারিখ হতে ১৮০ দিনের মধ্যে হতে হবে।
- ব্যাংক স্টেটমেন্টে ইস্যুকারী ব্যাংক এর সিল এবং স্বাক্ষর থাকতে হবে। একাউন্টে লেনদেন না হলেও কোনও সমস্যা নেই।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
আয় করা ডলার কি ডাচ বাংলা ব ্যাংকের কার্ডে ট্রান্সফার করা যাবে?
কমেন্টের জন্য ধন্যবাদ। অর্জিত অর্থ আপনি চাইলে ব্যাংক একাউন্টে সরাসরি ট্র্যান্সফার করে নিতে পারবেন। ব্রোকার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংক থেকে – https://fxbd.co/exness