Exness VPS Offer

0
89
Exness VPS Offer
সর্বশেষ আপডেট: October 12, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 2 মিনিট
আর্টিকেল এর বিষয়সমুহ

Exness VPS Offer

VPS কি?

VPS একটি সংক্ষিপ্ত রূপ যেটির সম্পূর্ণ অর্থ হচ্ছে Virtual Private Server এটি মূলত ওয়েসবাইট হোস্টিং করার জন্য ব্যবহার করা হয়। এই সার্ভার মূলত ব্যবহার করা হয়, হাইস্পীড ড্যাটা ট্রান্সমিট, সিকিউরিটি এবং ২৪ ঘন্টা অনলাইন থাকার জন্য। VPS সম্পর্কে যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে অনুগ্রহ করে গুগলে সার্চ করে নিতে পারেন।

ট্রেডিং এর জন্য VPS

ফরেক্স ট্রেডিং করার জন্য মূলত VPS ব্যবহার করা হয় দুইটি কারনে।

  1. দ্রুত ট্রেডিং সার্ভারে কানেকশন এর জন্য
  2. দ্রুত এন্ট্রি অর্ডার, এক্সিকিউট করার জন্য

অনেক সময় লক্ষ্য করলে দেখতে পাবেন, ব্রোকারের যেই ট্রেডিং টার্মিনাল রয়েছে সেটি মাঝে মাঝে ইন্টারনেট কানেকশন ছেড়ে দিচ্ছে এবং খেয়াল করে দেখবেন টার্মিনাল শব্দ করছে বারবার। এই কারনে, আপনি তখন মার্কেট আপডেটও দেখতে পাবেন না এবং নতুন করে কোনও এন্ট্রিও গ্রহন করতে পারবেন না। এখন যদি আপনি ট্রেডিং করার জন্য VPS সার্ভার ব্যবহার করেন তাহলে ট্রেডিং সার্ভারের সাথে আপনি দ্রুততার সাথে যুক্ত হতে পারবেন এবং ইন্টারনেটের কোনও সমস্যা হবেনা। অর্থাৎ, আপনি দ্রুত এন্ট্রি নিতেও পারবেন আবার সেটি ক্লোজও করতে পারবেন।

VPS এর প্রাইস

ট্রেডিং এর জন্য় VPS ব্যবহার করতে হলে আপনাকে ব্রোকারকে এর জন্য মাসিক ভিত্তিতে চার্জ কিংবা ফি প্রদান করতে হবে। ব্রোকার ভেদে এই চার্জ এক এক রকমের হয়ে থাকে। তারপরও সর্বনিম্ন ২০ ডলার থেকে শুরু করে ২০০ ডলার পর্যন্ত প্রতি মাস হিসাবে এই অর্থ আপনাকে প্রদান করতে হবে যা আমাদের মতন ট্রেডারদের জন্য কিছুটা ব্যয়বহুল। তবে চিন্তার কিছু নেই, এক্সনেস VPS অফার গ্রহন করে কোনও চার্জ ছাড়াই আপনি এই সুবিধা গ্রহন করতে পারবেন।

Exness VPS Offer

সকল নতুন এবং পুরাতন ট্রডাররা, ট্রেডিং করার জন্য অফার ব্যবহার করার সুবিধা পাবেন। এর জন্য অবশ্যই আপনাকে কয়েকটি শর্ত মেনে চলতে হবে। ব্রোকার অফারের আওতায় ফ্রিতে এই সার্ভার ব্যবহার করার সুবিধা প্রদান করবে। কিভাবে এই অফার পাবেন সেটির বিস্তারিত প্রক্রিয়া উপস্থাপন করছি।

  • প্রথমে আপনাকে একটি ট্রেডিং একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েসবাইট www.exness.com দেখুন। যদি একাউন্ট রেজিস্ট্রেশন করতে কোনও সমস্যা হয় তাহলে অনুগ্রহ করে “একাউন্ট রেজিস্ট্রেশন গাইড” দেখে নিতে পারেন।
  • ট্রেডিং একাউন্ট সম্পূর্ণরূপে ভেরিফাই করা থাকতে হবে। কিভাবে একাউন্ট ভেরিফাই করতে হবে সেটির বিস্তারিত তথ্য জানতে পারবেন Exness Verification আর্টিকেল থেকে।
  • ট্রেডিং একাউন্টে সর্বনিম্ন ৫০০ ডলার ডিপোজিট করতে হবে। এই ডিপোজিট আপনি চাইলে একবারেই করতে পারেন কিংবা ভেঙে ভেঙেও করতে পারেন। যখন আপনার ট্রেডিং একাউন্টের সর্বমোট ডিপোজিটের এমাউন্ট ৫০০ ডলার ক্রস করবে তখনই কেবল এক্সনেস VPS অফার গ্রহনের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। একাউন্ট ফান্ড ডিপোজিট করার বিস্তারিত প্রক্রিয়া জানতে পারবেন “Exness Deposit” আর্টিকেল থেকে। একটি বিষয় মনে রাখতে হবে, ফান্ড ডিপোজিট অবশ্যই পেমেন্ট প্রসেসর যেমনঃ নেটেলার, স্ক্রিল, পারফেক্ট মানি কিংবা ওয়েবমানি ব্যবহার করে করতে হবে। ভিন্ন কোনও মাধ্যম ব্যবহার করে পেমেন্ট করলে সেটি গ্রহণযোগ্য হবেনা।
  • ট্রেডিং একাউন্টের ফ্রি মার্জিন, অবশ্যই ১০০ ডলারের উপরে থাকতে হবে। যদি কোনও কারনে আপনার একাউন্টের ব্যালেস ১০০ ডলারের নিচে নেমে আসে তাহলে VPS অফারটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আবার যখন ফ্রি মার্জিন ১০০ ডলারের উপরে চলে আসবে তখন নতুন করে পুনরায় এক্সনেস VPS অফারের জন্য অনুরধ করতে হবে।
  • উপরের সবকিছু ঠিক থাকলে এরপর অফারটি গ্রহনের জন্য অনুগ্রহ করে [email protected] এই আইডিতে ইমেইল করুন। রিপ্লাই হিসাবে একজন সাপোর্ট টীম এজেন্ট আপনাকে পরবর্তী নির্দেশনা প্রদান করবেন।
  • যতক্ষণ পর্যন্ত আপনার ট্রেডিং একাউন্টের ফ্রি মার্জিন ১০০ ডলারের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এক্সনেস VPS অফার ব্যবহার করতে পারবেন। অফারটির বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংক থেকে – https://fxbd.co/exvps
এই ব্রোকার সম্পর্কে যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটের Exness অংশে দেখে নিতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনুগ্রহ করে Exness FAQ অংশটি দেখে নিতে পারেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 1 of 1 found this article helpful.
Views: 99
পূর্বের আর্টিকেলElliott Wave – এলিয়ট ওয়েভ থিওরি
পরবর্তী আর্টিকেলPivot Point | পিভট পয়েন্ট
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here