Exness Withdrawal Process

0
75
সর্বশেষ আপডেট: October 19, 2021
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 3 মিনিট

Exness Withdrawal – জনপ্রিয় ব্রোকার এক্সনেস নিয়ে এর আগে বেশ কিছু আর্টিকেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। ব্রোকার পরিচিতি, রিভিউ, ভেরিফিকেশন ইত্যাদি বিষয় সম্পর্কে আপনাদের জানিয়েছি এবং আশা করছি আর্টিকেলগুলো আপনাদের কিছুটা হলেও সহায়তা করতে পেরেছে।

প্রায় বেশকিছুদিন ধরে, আপনারা অনুরধ করেছে Exness Withdrawal সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো, কিভাবে আপনি জনপ্রিয় এই ব্রোকারে ফান্ড উত্তোলন করবেন সে প্রক্রিয়া সম্পর্কে।

আমাদের আগের আর্টিকেলগুলো থেকে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, এক্সনেস এর জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ হচ্ছে Exness Withdrawal সিস্টেম। অর্থাৎ, ব্রোকার থেকে ফান্ড উত্তোলন প্রক্রিয়া। এক্সনেস ব্রোকার স্বয়ংক্রিয়ভাবে তাদের ক্লায়েন্টদের পেমেন্ট করে থাকে। তাহলে চলুন জেনে নেই, কিভাবে এই ব্রোকার থেকে ফান্ড উত্তোলন করবেন সে সম্পর্কে।

Exness Withdrawal সিস্টেম সম্পর্কে –

ফান্ড উত্তোলন করার পূর্বে আপনাদের কিছু বিষয় সম্পর্কে ধারণা প্রদান করতে চাই।

ব্রোকার এর শর্ত মোতাবেক, আপনি যেই মাধ্যম ব্যবহার করে ফান্ড ডিপোজিট করবেন আপনাকে সেই সিস্টেম এর মাধমেই ফান্ড উত্তোলন করতে হবে। চিন্তায় পড়ে গেলেন?

ধরুন আপনার ট্রেডিং একাউন্টে, নেটেলার একাউন্ট এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করেছেন। সেক্ষেত্রে আপনি যখন ফান্ড উত্তোলন করবেন তখন আপনাকে নেটেলারই ব্যবহার করতে হবে। আপনি ভিন্ন অন্য আর কোনও মাধ্যম ব্যবহার করে ফান্ড উত্তোলন করতে পারবেন না।

এখন যদি এমন হয়, আপনি নেটেলার এবং স্ক্রিল দুইটি মাধ্যম ব্যবহার করে ফান্ড ডিপোজিট করে থাকেন তাহলে ফান্ড উত্তোলন করার সময় আপনাকে এই দুইটি মাধ্যমে ব্যবহার করেই উত্তোলন করতে হবে।

ধরুন, আপনি $50 নেটেলার এবং $50 স্ক্রিল এর মাধ্যমে ট্রেডিং একাউন্টে ডিপোজিট করলেন এবং প্রফিট করলেন। ধরুন আপনার ট্রেডিং একাউন্টে এখন আছে $500 । সেক্ষেত্রে আপনি যখন ফান্ড উত্তোলন করবেন তখন এই দুইটি মাধ্যমেই উত্তোলন করে নিতে হবে। অর্থাৎ। $250 নেটেলার এর মাধ্যমে এবং বাকি $250 স্ক্রিল এর মাধ্যমে উত্তোলন করে নিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।

নেটেলার মাধ্যম উত্তোলন – 

ব্রোকারের একাউন্ট থেকে ফান্ড উত্তোলন করার জন্য প্রথমে, আপনার ব্রোকারে একাউন্ট কিংবা ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করতে হবে। লগইন করার পর, বা পাশের মেন্যু অপশন থেকে “Withdrawal” বাটনটি ক্লিক করুন।

Exness Deposit System - Click Deposit Menu

ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেইজ আসবে যেখানে Neteller এর লোগো দেখতে পাবেন। এবার সেটিকে ক্লিক করুন। অনেকটা নিচের ছবির মতন।

নেটেলার একাউন্টে ক্লিক করার পর, আপনার সামনে নতুন একটি ফর্ম আসবে সেখানে ট্রেডিং একাউন্ট এর নাম্বার, নেটেলার এর ইমেইল আইডি এবং কি পরিমাণ ফান্ড উত্তোলন করতে চান সেটি নির্বাচন করুন এবং নিচের “NEXT” বাটনে ক্লিক করুন। এবং পরবর্তী নির্দেশনা অনুসরন করুন।

ফান্ড উত্তোলন করার পূর্বে, আপনার ইমেইল কিংবা ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোডটি প্রদান করুন এবং সাথে সাথেই ফান্ড আপনার নেটেলার একাউন্টে পাঠিয়ে দেয়া হবে। আশা করি সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত পেরেছেন।

সাধারণত, ট্রেডিং একাউন্ট থেকে তাৎক্ষণিক ফান্ড উত্তোলন করে নিতে পারবেন। এর জন্য সর্বনিম্ন ৫ ডলার থেকে সর্বাধিক ৫০০০ ডলার পর্যন্ত ফান্ড নেটেলার এর মাধ্যমে উত্তোলন করে নিতে পারবেন। কোনও অতিরিক্ত চার্জ কিংবা ফি কাটা হবেনা। এমনকি, আপনি চাইলে যেদিন ট্রেডিং বন্ধ থাকে তখনও ফান্ড উত্তোলন করে নিতে পারবেন। কোনও সমস্যা হবেনা।

স্ক্রিল মাধ্যম উত্তোলন –

ব্রোকারের একাউন্ট থেকে ফান্ড উত্তোলন করার জন্য প্রথমে, আপনার ব্রোকারে একাউন্ট কিংবা ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করতে হবে। লগইন করার পর, বা পাশের মেন্যু অপশন থেকে “Withdrawal” বাটনটি ক্লিক করুন।

ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেইজ আসবে যেখানে Skill এর লোগো দেখতে পাবেন। এবার সেটিকে ক্লিক করুন। অনেকটা এই ছবির মতন।

ক্লিক করার পর, আপনার সামনে নতুন একটি ফর্ম আসবে সেখানে ট্রেডিং একাউন্ট এর নাম্বার, স্ক্রিল এর ইমেইল আইডি এবং কি পরিমাণ ফান্ড উত্তোলন করতে চান সেটি নির্বাচন করুন এবং নিচের “NEXT” বাটনে ক্লিক করুন। এবং পরবর্তী নির্দেশনা অনুসরন করুন। এরপর, আপনার কছে নতুন একটি ফর্ম আসবে সেখানে আপনার কাঙ্ক্ষিত উত্তোলিত ফান্ড এর পরিমাণ লিখে নিচের “Next” বাটনে ক্লিক করবেন।

বাটনে ক্লিক করার পর, ভেরিফিকেশন এর জন্য আপনার রেজিস্টার্ড ফোন নাম্বারে একটি কোড পাঠানো হবে। অনুগ্রহ করে সেই কোডটি বের করে পরের পেইজে এসে একটি সাবমিট করার বক্স দেখতে পাবেন, সেখানে লিখে নিচের “Confirm Withdrawal” বাটনে ক্লিক করুন।

অভিনন্দন, আপনি সফলভাবে ট্রেডিং একাউন্ট থেকে ফান্ড উত্তোলন করে নিতে পেরেছেন। কিছুক্ষণ এর মধ্যে অর্থাৎ, প্রায় সাথে সাথেই আপনার স্ক্রিল একাউন্টে ফান্ড চলে আসবে। অনুগ্রহ করে আপনার স্ক্রিল একাউন্ট এর ব্যালেন্স চেক করে দেখুন। আপনাকে ইমেইলের মাধ্যমেও নিশ্চিত করা হবে।

ফান্ড উত্তোলন করার পূর্বে, আপনার ইমেইল কিংবা ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোডটি প্রদান করুন এবং সাথে সাথেই ফান্ড আপনার নেটেলার একাউন্টে পাঠিয়ে দেয়া হবে। আশা করি সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত পেরেছেন।

সাধারণত, ট্রেডিং একাউন্ট থেকে তাৎক্ষণিক ফান্ড উত্তোলন করে নিতে পারবেন। এর জন্য সর্বনিম্ন ৫ ডলার থেকে সর্বাধিক ৫০০০ ডলার পর্যন্ত ফান্ড নেটেলার এর মাধ্যমে উত্তোলন করে নিতে পারবেন। কোনও অতিরিক্ত চার্জ কিংবা ফি কাটা হবেনা। এমনকি, আপনি চাইলে যেদিন ট্রেডিং বন্ধ থাকে তখনও ফান্ড উত্তোলন করে নিতে পারবেন। কোনও সমস্যা হবেনা।

বি:দ্র: একাউন্ট থেকে ফান্ড উত্তোলন করার পূর্বে অবশ্যই আপনার ট্রেডিং একাউন্ট সম্পূর্ণরূপে ভেরিফাই করে নিতে হবে। যদি আপনি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করার ইমেইল এবং ফোন নাম্বার ভেরিফাই না করে থাকেন তাহলে একাউন্ট থেকে ফান্ড উত্তোলন করতে পারবেন না। প্রথমে বিষয়টি নিশ্চিত করুন এবং ফান্ড উত্তোলন করে নিন।

আশা করছি, Exness Withdrawal Process এর বিস্তারিত আপনার সুবিধার্থে উপস্থাপন করতে পেরেছি। যদি কোনও প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে সেটি আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করবো সর্বাত্মক সহায়তা করার।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 1 of 1 found this article helpful.
Views: 80

আরও জানুন

পূর্ববর্তী: Exness Deposit Process
পরবর্তী: Exness Verification
পূর্বের আর্টিকেলExness Deposit Process
পরবর্তী আর্টিকেলExness Verification
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here