Exness Zero Spread Account ট্রেডিং একাউন্ট এর যাত্রা শুরু হয় ২০১৯ সালের অক্টোবর মাসের শেষ এর দিকে। অনেক ট্রেডাররই আছেন যারা স্কাল্পিং ট্রেডিং করতে পছন্দ করেন তবে এর জন্য সবচেয়ে আদর্শ হচ্ছে যেই ট্রেডিং একাউন্টের স্প্রেড এর পরিমান কম থাকে।
কেননা, স্কাল্পার অনেকবেশু পরিমাণ এন্ট্রি গ্রহন করেন যার ফলে স্প্রেড যদি বেশী হয় তাহলে সেটি ট্রেডারদের জন্য সমস্যা। এই ধরনের ট্রেডারদের জন্যই মুলত বিশেষ এই Zero Spread Account । এটি ছাড়াও ব্রোকারের আরও বেশকিছু ট্রেডিং একাউন্ট যেমন Cent Account, Standard Account, Raw Account ইত্যাদি। আজ আমরা আলোচনা করবো এক্সনেস ব্রোকারের বিশেষ এই ট্রেডিং একাউন্ট নিয়ে। তাহলে চলুন শুরু করি।
শুরু করার পূর্বে এই একাউন্ট এর বিস্তারিত জানার আগে প্রথমে বুঝতে হবে “স্প্রেড” বিষয়টি কি? এবং ট্রেডিং এর জন্য এর গুরুত্ব।
স্প্রেড কি?
স্প্রেড সম্পর্কে আপনারা সবাই কম বেশী জানেন। এটি হচ্ছে মুলত আপনি যখন একটি এন্ট্রি গ্রহন করে থাকেন তখন এন্ট্রিটি কিছুটা লসে ওপেন হয়ে থাকে। আশা করছি নিশ্চয় এটি আপনি জানেন। যেই পরিমান লসে পজিশনটি ওপেন হয় সেটিই হচ্ছে স্প্রেড। এই স্প্রেড এর মাধ্যমে মুলত ব্রোকার প্রফিট করে থাকে। অর্থাৎ, আপনার ট্রেড থেকে গৃহীত স্প্রেড এর মাধ্যমেই ব্রোকার এর সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। এক কথায়, এই স্প্রেডই হচ্ছে ব্রোকারের আয়ের উৎস।
এখন ব্রোকারভেদে স্প্রেড এর পরিমান এক এক রকমের হয়ে থাকে। এটির নির্দিষ্ট কোনও সীমারেখা নেই। যেমন আপনি যদি OCTAFX ব্রোকারে ট্রেড করেন তাহলে এদের স্প্রেড থাকে মুলত ১২-১৮ পিপ্স পর্যন্ত অর্থাৎ ১ স্ট্যান্ডার্ড লট পরিমান এন্ট্রি গ্রহন করলে আপনার ট্রেডটি প্রায় ১২-১৫ ডলার লসে শুরু হবে।
পরিচিতি
আপনি হয়ত নিশ্চয়ই জানেন “স্প্রেড” হচ্ছে ব্রোকার এর অর্থ উপার্জনের মাধ্যম। অর্থাৎ, আপনি যেই ব্রোকারে ট্রেড করছেন সেই ব্রোকার এই স্প্রেড থেকেই প্রফিট করে থাকে। এখন এক এক ব্রোকার এর স্প্রেড এর পরিমান হয় এক এক রকমের।
আপনার ব্রোকার যদি স্প্রেড বেশী চার্জ করে সেটি আপনার জন্য একটি লস অন্যদিকে কম স্প্রেড এর ট্রেডিং একাউন্ট ট্রেডার এর জন্য অনেক বেশী সহায়ক। অনেকেই আছেন যারা সবচেয়ে কম স্প্রেড এর ব্রোকারে রিয়েল ট্রেড শুরু করতে চান।
অনেক ব্রোকারই আজকাল এই সুবিধা প্রদান করে আসছে কিন্তু এক্সনেস ব্রোকারে এই সুবিধা এতদিন পর্যন্ত ছিল না যারা ফলে যারা কম কিংবা “0” স্প্রেড এর ব্রোকারে ট্রেড করতে আগ্রহী থাকতেন তারা এই ব্রোকারে চাইলেও ট্রেড করতেন না।
তবে ব্রোকারের সাথে দীর্ঘ আলোচনা এবং অনুরধ এর প্রেক্ষিতে অবশেষে ব্রোকার তাদের ক্লায়েন্টকে সবচেয়ে কম স্প্রেডে ট্রেড করার সুবিধা প্রদান করছে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এই ব্রোকার নতুন এক ধরনের ট্রেডিং একাউন্ট ব্যবহার করার সুবিধা প্রদান করছে যার নাম হচ্ছে Exness Zero Spread Account একাউন্ট।
আজকের আর্টিকেলটিতে এই একাউন্ট এর বিস্তারিত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো যাতে করে আপনারা এই ট্রেডিং একাউন্ট এর বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কে জানতে এবং বুঝতে পারেন।
রেজিস্ট্রেশন
আশা করি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন এই সেন্ট একাউন্ট সম্পর্কে। অন্যান্য ট্রেডিং একাউন্ট এর সাথে এই সেন্ট একাউন্ট এর মুল পার্থক্য হচ্ছে শুধুমাত্র প্রফিট এবং লস এর ক্ষেত্রে। বিষয়গুলোকে আপনাদের কাছে আরও সহজ এবং স্পষ্ট করে উপস্থাপন করবো আর্টিকেল এর নিচের অংশে। প্রথমে আমাদের Exness Zero Spread Account রেজিস্টার করে নিতে হবে। এর জন্য অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন। কিংবা ক্লিক করুন – www.exness.com । কিংবা একাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়ার বিস্তারিত জানার জন্য চাইলে Exness Signup আর্টিকেলটি পড়ে নিতে পারেন।
একাউণ্ট রেজিস্টার করা হয় গেলে ব্রোকারের ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করুন। লগইন করার জন্য একাউন্ট রেজিস্ট্রেশন করার সময় আপনার ব্যবহৃত ইমেইল আইডি এবং পাসওয়ার্ড প্রদান করুন। লগইন করার পর, আপনার সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হবে সেখানে উপরের দিকে ডান পাশে দেখুন “Open New Account” নামে একটি বাটন রয়েছে। সেটিতে ক্লিক করুন।
এই বাটনে ক্লিক করার পর, আপনার সামনে নতুন আরও একটি পেইজ আসবে দেখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ট্রেডিং একাউন্ট এর বিস্তারিত তথ্য। সেখান থেকে “Zero” বক্সে “Real Trading Account” বাটনে ক্লিক করুন।
ক্লিক করার পর, আপনার সামনে একটি একাউন্ট রেজিস্ট্রেশন বক্স আসবে যেখানে আপনি ট্রেডিং টার্মিনাল, ট্রেডিং পাসওয়ার্ড এবং কারেন্সি নির্বাচন করে নিতে হবে। ফর্মটি সঠিকভাবে পূরণ করুন এবং নিচের “Create New Account” বাটনে ক্লিক করুন।
বাটনে ক্লিক করার পর, Exness Zero Spread Account সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবং একাউন্ট এর বিস্তারিত তথ্য ইমেইল এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে।
সুবিধাসমুহ
এখন যদি এরকম হয়, যে ব্রোকারে স্প্রেড এর পরিমান কম অর্থাৎ ধরুন EUR/USD কারেন্সি পেয়ারে ট্রেড করতে গেলেন সেখানে দেখছেন স্প্রেড হচ্ছে 0 পিপ্স অর্থাৎ ১ স্ট্যান্ডার্ড লট এর একটি এন্ট্রি গ্রহন করতে গেলে আপনার এন্ট্রি লস থেকেই শুরু হবে না।
অন্যদিকে অন্য একটি ব্রোকারে স্প্রেড হচ্ছে ১২ পিপ্স। তাহলে অনুগ্রহ করে একটু ক্যালকুলেট করে দেখুন। কোনটি আপনার জন্য ভালো হবে? আশা করছি উত্তর নিজেই দিতে পারবেন।
অন্যান্য ব্রোকারের এর তুলনায় এই ব্রোকারে স্প্রেড এর শুরু হয় “0” থেকে তবে সেটি মার্কেটে প্রাইস এর মুভমেন্ট এর উপরে পরিবর্তিত হতে থাকবে। তবে ব্রোকার এর তথ্যমতে বেশীরভাগ সময়ে এই স্প্রেড এর পরিমাণ থাকবে 0 এর কাছাকাছি। যেহেতু স্প্রেড কম, সেক্ষেত্রে আপনার ট্রেডটি প্রফিটে আসতেও সময় নিবে না। বুঝতে পেরেছেন নিশ্চয়?
Exness Zero Spread এর বিস্তারিত |
|
একাউন্ট এর ধরন |
Zero Spread |
সর্বনিম্ন ডিপোজিট |
$500 |
সর্বোচ্চ লিভারেজ | 1:Unlimited |
একাউন্ট রেজিস্ট্রেশন লিংক |
www.exness.com |
কমিশন | $3.5/lot |
স্প্রেড শুরু | 0 থেকে |
হেজ এবং সোয়াপ ফ্রি ট্রেডিং | প্রযোজ্য |
অর্ডার টাইম | রিয়েল টাইম মার্কেট |
অনেকই আছেন যারা খুব বেশী পরিমাণ এন্ট্রি নিতে আগ্রহী থাকেন অর্থাৎ স্কাল্পিং কিংবা ডে ট্রেডিং যারা পছন্দ করেন তাদের জন্য এই ধরনের ট্রেডিং একাউন্ট। এর জন্য শর্ত হিসাবে শুধুমাত্র আপনাকে কমপক্ষে $500 এমাউন্ট ডিপোজিট করতে হবে। আর কিছুই না। ব্রোকারের এই ট্রেডিং একাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্যদি জানার জন্য অনুগ্রহ করে ব্রোকারের ওয়েবসাইটে দেখুন। লিংক www.exness.com
Cent Account vs Zero Spread
নিচের টেবিলে এক্সনেস ব্রোকারের দুইটি জনপ্রিয় ট্রেডিং একাউন্ট, Cent এবং Zero একাউন্ট এর মধ্যকার কিছু পার্থক্য আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ট্রেবিল থেকে আশা করছি বুঝতে পারবেন, আপনার জন্য কোন ট্রেডিং একাউন্ট ভালো হবে।
একাউন্ট ফিচার | Cent | Zero |
---|---|---|
সর্বনিম্ন ডিপোজিট | $1 | $500 |
সর্বাধিক লিভারেজ | 1:Unlimited | 1:2000 |
কমিশন চার্জ | N/A | $3.5 per Lot |
স্প্রেড শুরু | 0.3 | 0 |
মার্জিন কল | 60% | 30% |
সোয়াপ ফ্রি/ইসলামিক একাউন্ট | Available | Available |
Zero Vs Standard
নিচের টেবিলে এক্সনেস ব্রোকারের দুইটি জনপ্রিয় ট্রেডিং একাউন্ট, Zero এবং Standard একাউন্ট এর মধ্যকার কিছু পার্থক্য আপনাদের সামনে উপস্থাপন করছি। এই টেবিল থেকে আশা করছি বুঝতে পারবেন, আপনার জন্য কোন ট্রেডিং একাউন্ট ভালো হবে।
একাউন্ট ফিচার | ZERO | Standard |
---|---|---|
সর্বনিম্ন ডিপোজিট | $500 | $1 |
সর্বাধিক লিভারেজ | 1:2000 | 1:Unlimited |
কমিশন চার্জ | $3.5/lot | N/A |
স্প্রেড শুরু | 0.0 | 0.3 |
মার্জিন কল | 30% | 60% |
সোয়াপ ফ্রি/ইসলামিক একাউন্ট | Available | Available |
Zero Vs Raw
নিচের টেবিলে এক্সনেস ব্রোকারের দুইটি জনপ্রিয় ট্রেডিং একাউন্ট, Zero এবং RAW একাউন্ট এর মধ্যকার কিছু পার্থক্য আপনাদের সামনে উপস্থাপন করছি। এই টেবিল থেকে আশা করছি বুঝতে পারবেন, আপনার জন্য কোন ট্রেডিং একাউন্ট ভালো হবে।
একাউন্ট ফিচার | ZERO | RAW |
---|---|---|
সর্বনিম্ন ডিপোজিট | $500 | $500 |
সর্বাধিক লিভারেজ | 1:2000 | 1:Unlimited |
কমিশন চার্জ | $3.5/lot | $3.5/lot |
স্প্রেড শুরু | 0.0 | 0.0 |
মার্জিন কল | 30% | 30% |
সোয়াপ ফ্রি/ইসলামিক একাউন্ট | Available | Available |
ZERO Vs Pro
নিচের টেবিলে এক্সনেস ব্রোকারের দুইটি জনপ্রিয় ট্রেডিং একাউন্ট, Zero এবং Pro একাউন্ট এর মধ্যকার কিছু পার্থক্য আপনাদের সামনে উপস্থাপন করছি। এই টেবিল থেকে আশা করছি বুঝতে পারবেন, আপনার জন্য কোন ট্রেডিং একাউন্ট ভালো হবে।
একাউন্ট ফিচার | ZERO | Pro |
---|---|---|
সর্বনিম্ন ডিপোজিট | $500 | $500 |
সর্বাধিক লিভারেজ | 1:2000 | 1:2000 |
কমিশন চার্জ | $3.5/lot | N/A |
স্প্রেড শুরু | 0.0 | 0.1 |
মার্জিন কল | 60% | 30% |
সোয়াপ ফ্রি/ইসলামিক একাউন্ট | Available | Available |
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।