Fbs Cent Account: জনপ্রিয় ব্রোকার FBS বেশকিছু ধরনের ট্রেডিং একাউন্ট রেজিস্টার এবং ব্যবহার করার সুবিধা প্রদান করে থাকে। যেমন, Micro Account, Standard Account এবং Zero Account । এই একাউন্টগুলোর এক একটি এক এক ধরনের সুবিধা থাকার কারনে ট্রেডাররা নিজেদের সুবিধা মতন ট্রেড করার সুবিধা পেয়ে থাকেন।
আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো, Fbs Cent Account নিয়ে। নাম শুনেই হয়তোবা বুঝতে পারছেন, এই একাউন্ট এর সকল ধরনের আর্থিক হিসাব হবে Cent এর মাধ্যমে।
আর্টিকেল এর শুরুতেই বলেছিলাম, যাদের ট্রেড শুরু করার জন্য প্রাথমিক বিনিয়োগ এর পরিমাণ কম, তাদের জন্যই আজকের আর্টিকেল।
পরিচিতি
অনেকেই আছেন, যারা ভালো ব্রোকারে ট্রেড করতে আগ্রহী থাকেন কিন্তু এই সকল ব্রোকারগুলোতে প্রাথমিক ডিপোজিট এমাউন্ট বেশী হবার কারনে, সেটি করা সম্ভব হয়না। কিংবা রিয়েল ট্রেডিং শুরু করতে চান, তবে ডিপোজিট করার মতন যথেষ্ট ফান্ড আপনার একাউন্টে নেই। মুলত তাদের জন্যই এই সেন্ট একাউন্ট এর সুবিধা।
প্রাথমিক অবস্থায় ট্রেড শুরু করার জন্য স্ট্যান্ডার্ড লট এর যেকোনো ব্রোকারের জন্য আমাদের পরামর্শ অনুযায়ী বিনিয়োগ এর পরিমাণ হচ্ছে সর্বনিম্ন $3000-$5000 এবং যদি মিনিলট এর ব্রোকারে ট্রেড শুরু করেন তাহলে এর পরিমাণ হতে হবে, সর্বনিম্ন $2000-$2500 । এর থেকে কম ব্যালেন্স এর ট্রেডে লস এর ঝুঁকি থাকে অনেকবেশী যার কারনে আমরা সবসময়ই বলি, এর থেকে কম ব্যালেন্স দিয়ে ট্রেড শুরু করার দরকার নেই।
এখন তাহলে প্রশ্ন হচ্ছে, ভাই আমার কিংবা আমাদের এই পরিমাণ এমাউন্ট বিনিয়োগ করার কোনও অবস্থা নেই। আসলে প্রশ্নটি সম্পূর্ণভাবে সত্য এবং আমাদের সর্বশেষ সার্ভে অনুযায়ী, বাংলাদেশের ৯০ ভাগ ট্রেডার এর প্রাথমিক বিনিয়োগ এর পরিমাণ থাকে $400 এর নিচে।
বিস্তারিত জানতে, ফরেক্স সার্ভে রিপোর্ট টি পড়ুন। আবারও আলোচনায় ফিরে আস, তাহলে কি আপনি ফরেক্স ট্রেড শুরু করবেন না? অবশ্যই করবেন! তবে সেটি সব ধরনের ফরেক্স ব্রোকারে করা যাবে না।
এখন আপনি যদি, এই ধরনের ট্রেডার এর ক্যাটাগরিতে থাকেন তাহলে আপনার জন্য Fbs Cent Account আদর্শ হতে পারে। আপনি শুধুমাত্র ১ ডলার পরিমাণ ফান্ড ডিপোজিট করার মাধ্যমে এই ট্রেডিং শুরু করার সুবিধা পাবেন। তবে এর জন্য প্রথমে আপনাকে ব্রোকারে একটি রিয়েল ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে হবে।
রেজিস্ট্রেশন
একাউন্ট রেজিস্টার করার জন্য ব্রোকারের ওয়েবসাইটে দেখুন – www.fbs.com । কিংবা একাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়ার বিস্তারিত জানার জন্য চাইলে FBS Signup আর্টিকেলটি পড়ে নিতে পারেন। এই আর্টিকেলে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
রেজিস্ট্রেশন করার পর, অনুগ্রহ করে ব্রোকারের ক্ল্যায়েন্ট ক্যাবিনেটে লগইন করেনিন। লগইন করার পর, আপনার সামনে ড্যাশবোর্ড ওপেন হবে।
উপরের ছবির ন্যায় “Open New Account” বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর, আপনার সামনে ব্রোকারের বেশ কিছু ধরনের ট্রেডিং একাউন্ট এর নাম পাবেন। সেখান থেকে “Cent” এর নিচে “Open Account” বাটনে ক্লিক করুন। তারপর, আপনার সামনে নতুন আরও একটি পেইজ আসবে যেখানে ট্রেডিং একাউন্ট এর লিভারেজ, টার্মিনাল সেট করে নিতে হবে।
এগুলো নিজ পছন্দ অনুসারে সেট করে নেয়ার পর, অনুগ্রহ করে নিচের “Open Account” বাটনে ক্লিক করুন। আপনার Fbs Cent Account ব্যবহার করার জন্য সম্পূর্ণরূপে তৈরি এখন আপনি চাইলে ডিপোজিট করে নিয়ে রিয়েল ট্রেডিং শুরু করতে পারনে। নতুন একাউন্ট এর বিস্তারিত তথ্য ইমেইল এর মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে।
সুবিধাসমুহ
অন্যান্য ট্রেডিং একাউন্ট এর মতন Fbs Cent Account এরও কিছু সুবিধা রয়েছে। যারা কারনে এই ধরনের ট্রেডিং একাউন্ট এর জনপ্রিয়তাও অনেকবেশী। মুলত যেসকল ট্রেডার এর প্রাথমিক ডিপোজিট এর পরিমাণ কম কিন্তু ভালো ব্রোকারে রিয়েল ট্রেড করতে আগ্রহী মুলত তাদের জন্যই এই ধরনে ট্রেডিং একাউন্ট।
- সর্বনিম্ন ১ ডলার ডিপোজিট এর মাধ্যমে ট্রেড শুরু করার সুবিধা।
- অন্যান্য ট্রেডিং একাউন্ট এর ন্যায়, এই ধরনের ট্রেডিং একাউন্টেও সর্বনিম্ন 0.01 লট থেকে শুরু করে আপনার সুবিধামতন যেকোনো লট এর এন্ট্রি গ্রহন করতে পারবেন। এতে কোনও বিধি-নিষেধ নেই।
- ট্রেডিং এর জন্য স্প্রেড ব্যাতিত কোনও কমিশন কিংবা চার্জ নেই।
- ট্রেডিং একাউন্ট এর এর জন্য অতিরিক্ত কোনও শর্ত নেই। ব্রোকারের অন্যান্য ট্রেডিং একাউণ্ট এর ন্যায় ট্রেড করার সুবিধা পাবেন।
- সবথেকে বড় সুবিধা, যেকোনো এন্ট্রির প্রফিট কিংবা লস এর হিসাব হবে Cent এর হিসাবে। সুতরাং, যারা নতুন অবস্থায় ডেমো ট্রেডিং থেকে রিয়েল ট্রেডিং এ আসবেন তাদের জন্য এই বিশেষ Fbs Cent Account অনেকটাই নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত।
ব্রোকার সম্পর্কে কোনও প্রশ্ন কিংবা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সহায়তা করার।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
বাংলাদেশে অফিস কথায়? Mobile number den?
কোনও ব্রোকারেরই বাংলাদেশে কোন অফিস নেই কেননা বাংলাদেশে এখন পর্যন্ত ব্রোকারের ব্যবসা পরিচালনার জন্য কোন অনুমতি নেই। ব্রোকার সম্পর্কে বিসেশ কোনও কিছু জানার থাকলে, অনুগ্রহ করে ব্রোকারের সাপোর্ট ইমেইল আইডিতে, ইমেইল করে জেনে নিতে পারেন।