FBS Deposit Methods – এই আর্টিকেল এর মাধ্যমে জানতে পারবেন কিভাবে জনপ্রিয় ব্রোকার FBS এর মাধ্যমে ট্রেডিং জন্য ফান্ড ডিপোজিট করবেন। এটির বিভিন্ন প্রক্রিয়ার বিস্তারিত আজ আপনাদের সামনে উপস্থাপন করবো। তাহলে চলুন শুরু করি।
রেজিস্ট্রেশন
ব্রোকারে ফান্ড ডিপোজিট করার পূর্বে অবশ্যই আপনাকে প্রথমে একটি রিয়েল ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে হবে। যদি এখনও কোনও নতুন একাউন্ট রেজিস্টার করে না থাকেন তাহলে অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট www.fbs.com দেখুন কিংবা নতুন একাউন্ট রেজিস্টার করার বিস্তারিত প্রক্রিয়া জানার জন্য অনুগ্রহ করে FBS Registration আর্টিকেলটি বিস্তারিত পড়ে নিতে পারেন। এখানে একাউন্ট রেজিস্ট্রেশন করার বিস্তারিত প্রক্রিয়া উপস্থাপন করা হয়েছে।
একাউন্ট রেজিস্ট্রেশন করার পর, প্রথমে ব্রোকারের ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করে নিন। লগইন করার পর, আপনার ড্যাশবোর্ড ওপেন হবে। সেখান থেকে উপরে “Finances” নামে একটি বাটন পাবেন সেটিতে ক্লিক করে নিন।
এখান থেকে এবার “Dposit” বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর, ট্রেডিং একাউন্টে ফান্ড ডিপোজিট করার বেশকিছু মাধ্যমে কিংবা পেমেন্ট-গেটওয়ে দেখতে পাবেন। সেখান থেকে আপনার পছন্দ অনুসারে যেকোনো একটি পেমেন্ট মাধ্যম বেছেনিন এবং FBS Deposit এর পরবর্তী ধাপে অগ্রসর হউন।
FBS Deposit – Neteller
ক্যাবিনেট লগইন এবং তারপর ডিপোজিট বাটনে ক্লিক করার পর, আপনার সামনে বেশকিছু পেমেন্ট সিস্টেম দেখতে পাবেন। সেখান থেকে এবার Neteller এর উপর ক্লিক করুন। ক্লিক করার পর, আপনার সামনে নতুন একটি পেইজ আসবে যেখানে আপনি কি পরিমাণ ফান্ড নেটেলার এর মাধ্যমে ডিপোজিট করতে চান সেটি এবং আপনার নেটেলার একাউন্ট এর রেজিস্ট্রেশনকৃত ইমেইল আইডি প্রদান করতে হবে।
ধরুন আপনি ১০০ ডলার ডিপোজিট করতে চান, তাহলে উপরের বক্সে আপনার নেটেলার ইমেইল আইডি এবং এমাউন্ট এর বক্সে ১০০ ডলার লিখে নিচের “Deposit” বাটনে ক্লিক করুন।
এরপর, উপরের ছবির ন্যায় একটি নতুন পেইজ আসবে। সেখানে আপনার নেটেলার একাউন্ট এর রেজিস্টার্ড ইমেইল আইডি এবং পাসওয়ার্ড প্রদান করুন এবং নিচের “Continue” বাটনে ক্লিক করুন। এরপর নেটেলার একাউন্ট এর সিকিউরিটি পিন প্রদান করুন এবং স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করুন।
ব্যাস, সফলভাবে ট্রেডিং একাউন্টে ফান্ড ডিপোজিট হয়ে যাবে এবং এরপর ইমেইল আর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে। আশা করছি প্রক্রিয়াটি ভালো করে বুঝতে পেরেছেন।
FBS Deposit – Skrill
ক্যাবিনেট লগইন এবং তারপর ডিপোজিট বাটনে ক্লিক করার পর, আপনার সামনে বেশকিছু পেমেন্ট সিস্টেম দেখতে পাবেন। সেখান থেকে এবার Skrill এর উপর ক্লিক করুন।
ক্লিক করার পর, আপনার সামনে নতুন একটি পেইজ আসবে যেখানে আপনি কি পরিমাণ ফান্ড স্ক্রিল এর মাধ্যমে ডিপোজিট করতে চান সেটি এবং আপনার স্ক্রিল একাউন্ট এর রেজিস্ট্রেশনকৃত ইমেইল আইডি প্রদান করতে হবে।
ধরুন আপনি ১০০ ডলার ডিপোজিট করতে চান, তাহলে উপরের বক্সে আপনার স্ক্রিল একাউন্ট এর ইমেইল আইডি এবং এমাউন্ট এর বক্সে ১০০ ডলার লিখে নিচের “Deposit” বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর নতুন একটি পেইজ আসবে যেখানে আপনার স্ক্রিল একাউন্টে প্রথমে লগইন করে নিতে হবে।
এবার লগইন বাটনে ক্লিক করে স্ক্রিনে প্রদর্শিত পরবর্তী নির্দেশনাসমহু অনুসরন করেনিন। তাহলেই আপনার ট্রেডিং একাউন্টে সফলভাবে ফান্ড ডিপোজিট হয়ে যাবে। আশা করছি প্রক্রিয়াটি সঠিকভাবে বুঝতে পেরেছেন। FBS Deposit প্রক্রিয়া সম্পর্কে যদি কোনও প্রশ্ন কিংবা কোনও মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।