FBS Withdrawal Methods – এই আর্টিকেল এর মাধ্যমে জানতে পারবেন কিভাবে জনপ্রিয় ব্রোকার FBS এর মাধ্যমে ট্রেডিং একাউন্ট থেকে কিভাবে ফান্ড উত্তোলন করবেন। এটির বিভিন্ন প্রক্রিয়ার বিস্তারিত আজ আপনাদের সামনে উপস্থাপন করবো। তাহলে চলুন শুরু করি।
রেজিস্ট্রেশন
যেহেতু আপনি ফান্ড উত্তোলন প্রক্রিয়া জানতে আগ্রহী অর্থাৎ, ধরে নিতে পারি আপনার ইতিমধ্যেই একটি ট্রেডিং একাউন্ট রয়েছে। যদি এখনও কোনও নতুন একাউন্ট রেজিস্টার করে না থাকেন তাহলে অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট www.fbs.com দেখুন কিংবা নতুন একাউন্ট রেজিস্টার করার বিস্তারিত প্রক্রিয়া জানার জন্য অনুগ্রহ করে FBS Registration আর্টিকেলটি বিস্তারিত পড়ে নিতে পারেন। এখানে একাউন্ট রেজিস্ট্রেশন করার বিস্তারিত প্রক্রিয়া উপস্থাপন করা হয়েছে।
একাউন্ট রেজিস্ট্রেশন করার পর, প্রথমে ব্রোকারের ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করে নিন। লগইন করার পর, আপনার ড্যাশবোর্ড ওপেন হবে। সেখান থেকে উপরে “Finances” নামে একটি বাটন পাবেন সেটিতে ক্লিক করে নিন।
এখান থেকে এবার “Withdrawal” বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর, ট্রেডিং একাউন্টে ফান্ড উত্তোলন করার বেশকিছু মাধ্যমে কিংবা পেমেন্ট-গেটওয়ে দেখতে পাবেন। সেখান থেকে আপনি যেই মাধ্যমে ব্যবহার করে ফান্ড উত্তোলন করতে আগ্রহী সেটি বেছে নিবেন।
FBS Withdrawal – Neteller
ক্যাবিনেট লগইন এবং তারপর “Withdrawal” বাটনে ক্লিক করার পর, আপনার সামনে বেশকিছু পেমেন্ট সিস্টেম দেখতে পাবেন। সেখান থেকে এবার Neteller এর উপর ক্লিক করুন। ক্লিক করার পর, আপনার সামনে নতুন একটি পেইজ আসবে যেখানে আপনি কি পরিমাণ ফান্ড নেটেলার এর মাধ্যমে উত্তোলন করতে চান সেটি এবং আপনার নেটেলার একাউন্ট এর রেজিস্ট্রেশনকৃত ইমেইল আইডি প্রদান করতে হবে।
ধরুন আপনি ১০০ ডলার উত্তোলন করতে চান, তাহলে উপরের বক্সে আপনার নেটেলার ইমেইল আইডি এবং এমাউন্ট এর বক্সে ১০০ ডলার লিখে নিচের “Deposit” বাটনে ক্লিক করুন। যদি আপনার ট্রেডিং একাউন্টে উত্তোলিত এমাউন্ট থাকে তাহলে আপনার রেজিস্টারকৃত ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। অনুগ্রহ করে মেসেজ থেকে কোডটি চেক করে তারপর সাবমিট করেনিন।
তাহলেই ফান্ড উত্তোলন করার রিকোয়েস্টটি গৃহীত হবে। এরপর, আপনাকে কিছুটা সময় অপেক্ষা করে নিতে হবে। কেননা ব্রোকার ফান্ড উত্তোলন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে করে না। একাউন্টে ফান্ড ট্র্যান্সফার হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। সাধারতন ২-৫ ঘণ্টার মধ্যে নেটেলার একাউন্টে ফান্ড চলে আসবে।
ফান্ড প্রসেস করা হয়ে গেলে আপনাকে ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আশা করছি প্রক্রিয়াটি ভালো করে বুঝতে পেরেছেন।
FBS Withdrawal – Skrill
ক্যাবিনেট লগইন এবং তারপর ডিপোজিট বাটনে ক্লিক করার পর, আপনার সামনে বেশকিছু পেমেন্ট সিস্টেম দেখতে পাবেন। সেখান থেকে এবার Skrill এর উপর ক্লিক করুন।
ক্লিক করার পর, আপনার সামনে নতুন একটি পেইজ আসবে যেখানে আপনি কি পরিমাণ ফান্ড স্ক্রিল এর মাধ্যমে উত্তোলন করতে চান সেটি এবং আপনার স্ক্রিল একাউন্ট এর রেজিস্ট্রেশনকৃত ইমেইল আইডি প্রদান করতে হবে।
ধরুন আপনি ১০০ ডলার উত্তোলন করতে চান, তাহলে উপরের বক্সে আপনার স্ক্রিল একাউন্ট এর ইমেইল আইডি এবং এমাউন্ট এর বক্সে ১০০ ডলার লিখে নিচের “Confirm Withdrawal” বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর নতুন একটি পেইজ আসবে যেখানে আপনাকে একটি পিন কোড পাঠিয়ে দেয়া হবে।
অর্থাৎ, আপনার নিবন্ধিত ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন এর কোড মেসেজ এর মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। এবং সেই কোডটি তখন সাবমিট করে নিতে হবে। এরপর, অনুগ্রহ করে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ফান্ড প্রসেস এর জন্য কিছুটা সময়ের প্রয়োজন। সাধারণত ৩০ মিনিট থেকে ২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। যখন ফান্ড প্রসেস করা হয়ে যাবে তখনই আপনাকে ইমেইল আইডিতে নোটিফিকেশন পাঠিয়ে দেয়া হবে।
আশা করছি প্রক্রিয়াটি সঠিকভাবে বুঝতে পেরেছেন। FBS Withdrawal প্রক্রিয়া সম্পর্কে যদি কোনও প্রশ্ন কিংবা কোনও মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।